Tag: ট্রাকের চাকায় পিষ্ট

  • সলিমপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

    সলিমপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরস্থ পাক্কা রাস্তার মাথা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম নামের এক গাড়ির হেলপার নিহত হয়েছে।

    বৃহস্পতিবার রাত পৌনে ৯টার সময় ১০ নং সলিমপুর ইউনিয়নের সীতাকুণ্ড অংশের পাক্কা রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসার লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    জানা যায় বালুভর্তি একটি ট্রাক (ফেনী ট-১১-০৬৫৪) ভিতর থেকে মহাসড়কে উঠার সময় হেলপার অন্য গাড়িকে সিগনাল দিতে গিয়ে পা পিছলে রাস্তায় পড়ে গেলে নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এসময় ট্রাকের ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।