Tag: ট্রাকের ধাক্কায়

  • মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

    মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় লেগে এক মোরটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় সিপি হ্যাচারির সামনে বঙ্গবন্ধু শিল্পনগর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাইমুন (৩০)। সে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড সোনাপাহাড় এলাকার জয়নাল আবেদীনের পুত্র। এই দুর্ঘটনায় ইকবাল হোসেন (৩৩) সৌরভ হোসেন (২৮) ও হামিদুর রহমান (৩২) নামের আরো তিন মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন।

    আহতদের বন্ধু শামসুদ্দিন মিয়াজী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফুড জোন নামে এক বন্ধুর মালিকানাধীন রেস্তোরা উদ্বোধন করতে কেকসহ দুটি মোটরসাইকেল নিয়ে বারইয়ারহাট থেকে যাচ্ছিলো ৪ বন্ধু। পথে বেপরোয়া গতির একটি মিনি ট্রাক তাদের সামনের মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সেটি দুমড়েমুচড়ে গিয়ে পেছনের মোটরসাইকেলেও ধাক্কা লাগে। দুর্ঘটনায় এক বন্ধু সাইমুন ঘটনাস্থলেই নিহত হয়।

    এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগীতায় মিনি ট্রাকের চালক মো. সাইদুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/আশরাফ

  • সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নৌবাহিনীর সিভিল স্টাফ নিহত

    সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নৌবাহিনীর সিভিল স্টাফ নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মো. লেদু মিয়া (৫০)। সে টাংগাইল জেলার গোপালপুর থানার ফলসিয়া গ্রামের আব্দুল গনির পুত্র।

    আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সাকাল ৬ টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সালেহ কার্পেট এলাকায় আবুল খায়ের স্টীল মিলের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।

    নিহত লেদু মিয়া বাংলাদেশের নৌ বাহিনীর মাদামবিবির হাট (বানৌজা)তে সিভিল স্টাফ হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

    সকালে বাইসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-০১০১) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ড্রাইভার থানায় আটক আছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া গলির মুখে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জামাল নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছে।

    গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত মো. জামাল চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের ট্রাফিক বন্দর জোনে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন আছে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দর জোনে কর্মরত ট্রাফিক পুলিশ জামাল তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দেন। এসময় বাইক থেকে দুরে ছিটকে পড়ে ট্রাফিক পুলিশের এ সদস্য।

    পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ডবলমুরিং থানার মোবাইল টিম গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধিন আছেন। তিনি কোমড়ে ও পায়ে আঘাত প্রাপ্ত হন।

    ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, দুর্ঘটনার ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে।

    তাছাড়া ঘটনাস্থলে জনগণের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার ট্রাক চালককেও আটক করে তার চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেন ওসি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

    চট্টগ্রাম নগরীর রুবি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বায়েজিদ স্টিল মিলের এক শ্রমিক।

    বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম রিপন (২০) সে রংপুর জেলার পীরগাছা উপজেলার কাতিপাড়ার মোব্বাশের হোসেনের ছেলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নগরীর রুবি গেইটে এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বায়েজিদ স্টিল মিলের শ্রমিক রিপন।

    পরে আহত অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

    সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নুর মোহাম্মদ বাচ্ছু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মাদাম বিবির হাট এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু রাস্তা পার হতে গিয়ে ঢাকামূখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাচ্ছু রংপুর জেলার তাঁরাগঞ্জ থানার পতুয়া পাড়া গ্রামের সফি উদ্দিনের পুত্র। নিহত বাচ্চু একটি শীপ ব্রেকিং ইয়ার্ডের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নিহত বাচ্ছু মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় নিয়ে আসি। অজ্ঞাত গাড়িটি বাচ্চুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।