Tag: ট্রাক জব্দ

  • সীতাকুণ্ডে ৫লক্ষ টাকার চোরাই কাঠসহ ট্রাক জব্দ

    সীতাকুণ্ডে ৫লক্ষ টাকার চোরাই কাঠসহ ট্রাক জব্দ

    সীতাকুণ্ড প্রতিনিধি: ভিন্ন কৌশল অবলম্বন করে চোরাই কাঠ পাচারের সময় একটি ট্রাক আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকার ছালেহ কার্পেট গেইট সামনে থেকে চোরাই কাট বোঝাই ট্রাকটি আটক করে মাদামবিবিরহাট ফরেষ্ট কার্যলয়ে নিয়ে আসেন। ট্রাকটির মধ্যে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই গামারী কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা।

    ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা শাহন শাহ নওশাদ (ফরেস্টার) বলেন, কাঠ পাচারকারীরা ফরেষ্ট কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে বেচে নেয় ভিন্ন কৌশল। ট্রাকের নিচে কাঠ রেখে উপরে খড়ের বস্তা বোঝাই করে। যাতে দেখে বুঝতে না পারে এটি কাঠ পাচারের ট্রাক। কিন্তু সেই কৌশলটিও গোপন সূত্রে জানতে পারেন বিট কর্মকর্তারা। চোরাই কাঠ বোঝায় একটি ট্রাক (চট্ট মেট্রো ম ০৫-০০৪৬) ঢাকার দিকে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা শাহান শাহ নওশাদ (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারসহ কাঠ বোঝাই ট্রাক মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে চলে যেতে থাকে। এক পর্যায়ে বন কর্মকর্তারা ট্রাকের পিছনে ধাওয়া করে ট্রাকটি আটক করে। এই বিষয়ে বন আইনে মামলা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা শাহন শাহ নওশাদ (ফরেস্টার)।

    ২৪ ঘণ্টা/দুলু

  • নিমতলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক, ট্রাক জব্দ

    নিমতলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক, ট্রাক জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৭শ ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব।

    আজ ২৪ মার্চ মঙ্গলবার ভোর সোয়া ৪টার সময় গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া মেট্টো-ট-১১-২৪১৭) জব্দ করার তথ্য দিয়েছে র‌্যাব।

    আটককৃত মাদক ব্যবসায়িরা হলেন, বগুরা জেলার শিবগঞ্জ দাইমুল্ল্যা গ্রামের মো. দিলবরের ছেলে মো. বাছের (২৭) ও একই গ্রামের মৃত শাহাজাহানের ছেলে মো. শাফায়েত।

    তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মো. মাহমুদুল হাসান মামুন জানায়, দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে আটককৃতরা ইয়াবা পাচারে জড়িত ছিলেন। গোপন সূত্রের খবরে মঙ্গলবার ভোরে নগরীর নিমতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশী করলে জব্দকৃত ট্রাকের ড্রাইভিং সিটের নিচে সুকৌশালে লুকানো ৬ হাজার ৭শত ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

    পরে ইয়াবাগুলো পরিবহণের দায়ে দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা জানিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই মাদক ব্যবসায়িসহ উদ্ধারকৃত ইয়াবাগুলো নগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ

    মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ

    মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়েছে।

    সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের হাদি মুছা এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় অভিযান চালিয়ে স্কেভেটর ও ট্রাক দুটি জব্দ করা হয়।

    জানাগেছে, ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় স্কেভেটর ও ট্রাক মালিক পালিয়ে যায়। মালিক না পেয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেনের জিম্মায় দেয়া হয়েছে স্কেভেটরটি এবং ট্রাক দুটি মিরসরাই থানার জিম্মায় রাখা হয়।

    স্থানীয় এলাকাবাসি অভিযোগ করেন, গত ৮/১০দিন ধরে শরিফ উদ্দিন শোভন নামে জনৈক ব্যক্তি কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছে।

    এলাকার সচেতন মহল অভিযোগ করেন, পরিবেশ বিষয়ে সচেতনতার অভাবে জমির মালিকরা এক শ্রেনীর মুনাফা লোভীর প্রলোভনে পড়ে কৃষি জমির টপ সয়েল বিক্রি করে দীর্ঘ মেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিরসরাই সহকারি কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম জানান,এভাবে মাটি কাটার ফলে মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়ছে মানুষ। মিরসরাই উপজেলা প্রশাসন এ ধরনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবে।

    মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে জমির উর্বরতা হারাচ্ছে। আগামীতে খাদ্য ঘাটতিসহ পরিবেশ বিপর্যয়ের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়বে। এধরণের অপরাধ মূলক কাজে কখনো সামান্যতম ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।

  • ফিরিঙ্গিবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক এক

    ফিরিঙ্গিবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক এক

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে ট্রাকচালক মো. মিলন প্রামানিক (৩৮) কে আটক করে পুলিশ।

    গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত দেড়টার সময় ট্রাকসহ ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। আটক মিলন বগুড়া জেলার কাহালু সাঘাটিয়া গোলাম মোস্তাফার বাড়ির গোলাম মোস্তাফার ছেলে বলে জানা গেছে।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করে বলেন, ইয়াবার একটি চালান ট্রাকযোগে নগরে আসছে এমন সংবাদে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি টিম।

    রাত দেড়টার সময় কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার এলাকায় নির্দ্দিষ্ট ট্রাকটি থামিয়ে তল্লাশী করা হলে ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পরিবহনের দায়ে ট্রাকটি জব্দ করার পাশাপাশি ট্রাকচালক মিলনকে আটক করা হয়।

    তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।