সীতাকুণ্ড প্রতিনিধি: ভিন্ন কৌশল অবলম্বন করে চোরাই কাঠ পাচারের সময় একটি ট্রাক আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকার ছালেহ কার্পেট গেইট সামনে থেকে চোরাই কাট বোঝাই ট্রাকটি আটক করে মাদামবিবিরহাট ফরেষ্ট কার্যলয়ে নিয়ে আসেন। ট্রাকটির মধ্যে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই গামারী কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা।
ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা শাহন শাহ নওশাদ (ফরেস্টার) বলেন, কাঠ পাচারকারীরা ফরেষ্ট কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে বেচে নেয় ভিন্ন কৌশল। ট্রাকের নিচে কাঠ রেখে উপরে খড়ের বস্তা বোঝাই করে। যাতে দেখে বুঝতে না পারে এটি কাঠ পাচারের ট্রাক। কিন্তু সেই কৌশলটিও গোপন সূত্রে জানতে পারেন বিট কর্মকর্তারা। চোরাই কাঠ বোঝায় একটি ট্রাক (চট্ট মেট্রো ম ০৫-০০৪৬) ঢাকার দিকে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা শাহান শাহ নওশাদ (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারসহ কাঠ বোঝাই ট্রাক মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে চলে যেতে থাকে। এক পর্যায়ে বন কর্মকর্তারা ট্রাকের পিছনে ধাওয়া করে ট্রাকটি আটক করে। এই বিষয়ে বন আইনে মামলা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা শাহন শাহ নওশাদ (ফরেস্টার)।
২৪ ঘণ্টা/দুলু