Tag: ট্রাফিক আইন

  • ট্রাফিক আইন অমান্য: নিজের গাড়ি চালকের নামে পুলিশ সুপারের মামলা

    ট্রাফিক আইন অমান্য: নিজের গাড়ি চালকের নামে পুলিশ সুপারের মামলা

    ট্রাফিক আইন অমান্য করায় নিজের গাড়ি চালকের নামে মামলা দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। এজন্য গাড়ি চালক পুলিশ সদস্য আ. কদ্দুছকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা গুণতে হবে। এতে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার আহমার উজ্জামান।

    জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। তার গাড়িটি গাঙ্গিনারপাড় এলাকায় আসলে গাড়ি চালক ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের উপর দিয়ে গাড়ির দিক পরিবর্তন করেন। এসময় গাড়িতে খোদ পুলিশ সুপার বসা ছিলেন। তাৎক্ষণিক তিনি এ অনিয়মের জন্য চালকের নামে মামলা দেন। বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, আইন সবার জন্য সমান। আইন ভাঙলে শাস্তি পেতে হবে। ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের উপর দিয়ে গাড়ি ঘোরানোয় চালককে মামলা দেয়া হয়েছে। এজন্য তাকে জরিমানা দিতে হবে।

    ট্রফিক আইন ভাঙার জন্য নিজের গাড়ি চালকের নামে পুলিশ সুপারের মামলার বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা।

    নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের মুন্না বলেন, এটি একটি শুভ পদক্ষেপ। জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা হয়ে তার নিজ গাড়ি চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার তা সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    সম্প্রতি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহা. আহমার উজ্জামান।

    যোগদানের পরপরই মাদক নির্মূল ও অপরাধ দমনে ব্লক রেইড, পেট্রোল টহল জোরদার, ব্যাচেলর মেসগুলোতে অবস্থানকারীদের তালিকা ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। পুলিশ সদস্যদেরও দিয়েছেন কঠোর বার্তা। এছাড়া প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর প্রটোকল ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণে বের হন তিনি।

  • স্কুলে শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দেয়া উচিত : প্রধানমন্ত্রী

    স্কুলে শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দেয়া উচিত : প্রধানমন্ত্রী

    চালক থেকে শুরু করে পথচারী সকলকেই সড়কে যাতায়াতের ক্ষেত্রে আরো সচেতন হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই দেশে উন্নয়ন হয়। তাই বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

    শেখ হাসিনা বলেন, মানুষ অল্প সময়ের মধ্যে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যোগাযোগ করতে পারবে তার ব্যবস্থা করা হচ্ছে। এসময় সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে আরো সচেতন হবার আহ্বান জানান তিনি। ড়ধরণের ট্রাক কোন কোন সড়কে চলতে পারবে না, সেদিকে খেয়াল রাখতে হবে।

    এছাড়া, স্কুল থেকেই শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দেয়ার উপরও গুরুত্ব দেন তিনি।

    সরকার প্রধান বলেন, ট্রাফিক আইনসহ রাস্তায় চলাচল ও পারাপার সম্পর্কে সকলকে আরো সতর্ক থাকতে হবে।