২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ভয়ানকভাবে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা। প্রায় প্রতিদিনই কয়েকশ নারী-পুরুষ নতুন করে শনাক্ত হচ্ছে। দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরাও করোনার গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না।
গতকাল ২৯ মে শুক্রবার চট্টগ্রামে নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।
চট্টগ্রামে প্রধান দুটি ল্যাব সীতাকুণ্ডের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা একদিনের রিপোর্টে আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের সদস্য রয়েছেন ১১ জন। চট্টগ্রাম জেলা পুলিশে ৫ জন সদস্যের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
তাছাড়া চট্টগ্রাম র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র্যাবের বিভিন্ন পদে কর্মরত ১০ সদস্য এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থার জিইসি সার্কেলে কর্মরত ৩৫ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে ২৮ মে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলেও চট্টগ্রামে একইদিনে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)র ট্রাফিক বিভাগে কর্মরত মো. মহীবুল্লাহ নামে এক পুলিশ সদস্যের সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহ আগে তিনি এবং তার ছেলে করোনা আক্রান্ত হয়। গত তিনদিন আগে নমুনা পরীক্ষার ফলাফলে জানতে পারি আমার পরিবারের বাকি দু সদস্য স্ত্রী ও মেয়ের শরীরেও করোনার অস্থিত্ব মিলেছে।
তিনি তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, বর্তমানে তিনি এবং তার মেয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে এবং ছেলে ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স