Tag: ট্রাফিক পুলিশের

  • চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

    চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ভয়ানকভাবে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা। প্রায় প্রতিদিনই কয়েকশ নারী-পুরুষ নতুন করে শনাক্ত হচ্ছে। দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরাও করোনার গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না।

    গতকাল ২৯ মে শুক্রবার চট্টগ্রামে নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।

    চট্টগ্রামে প্রধান দুটি ল্যাব সীতাকুণ্ডের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা একদিনের রিপোর্টে আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের সদস্য রয়েছেন ১১ জন। চট্টগ্রাম জেলা পুলিশে ৫ জন সদস্যের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। 

    তাছাড়া চট্টগ্রাম র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাবের বিভিন্ন পদে কর্মরত ১০ সদস্য এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থার জিইসি সার্কেলে কর্মরত ৩৫ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এর আগে ২৮ মে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলেও চট্টগ্রামে একইদিনে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)র ট্রাফিক বিভাগে কর্মরত মো. মহীবুল্লাহ নামে এক পুলিশ সদস্যের সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন।

    আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহ আগে তিনি এবং তার ছেলে করোনা আক্রান্ত হয়। গত তিনদিন আগে নমুনা পরীক্ষার ফলাফলে জানতে পারি আমার পরিবারের বাকি দু সদস্য স্ত্রী ও মেয়ের শরীরেও করোনার অস্থিত্ব মিলেছে।

    তিনি তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, বর্তমানে তিনি এবং তার মেয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে এবং ছেলে ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ফৌজদারহাটে জেলা ট্রাফিক পুলিশের স্থায়ী কার্যালয় উদ্বোধন

    ফৌজদারহাটে জেলা ট্রাফিক পুলিশের স্থায়ী কার্যালয় উদ্বোধন

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাটে জেলা ট্রাফিক পুলিশের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

    চট্টগ্রাম জেলা পুলিশ ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উত্তর পার্শ্বে অবস্থিত সরকারী প্রায় এক একর জায়গার ওপর ট্রাফিক পুলিশের কার্যালয় স্থাপন করা হয়।

    আজ মঙ্গলবার দুপুর ১২ টায় কার্যালয়ের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ সুপার মসিউদৌলা রেজা, এসপি (সীতাকুন্ড সার্কেল) শম্পা রানী শাহা, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা, টি আই (প্রশাসন) মীর নজরুল ইসলাম, টি আই রফিকসহ চট্টগ্রাম জেলার সকল টি আইবৃন্দ উপস্তিত ছিলেন।

    একতলা বিশিষ্ট এই কার্যালয়ে রয়েছে ৯টি কক্ষ। কার্যালয়ের সংশ্লিষ্ট ফাঁড়িতে চাকুরিরত পুলিশ সদস্যদের বসবাসের সুযোগ থাকবে। টিআই, সার্জেন্টদের কার্যলয় ছাড়াও এখানে রয়েছে টিএসআই, কনস্টেবলসহ অন্তত ২০জন পুলিশ সদস্যদের বসবাসের ব্যবস্থা। আছে রন্ধনশালা, গেস্ট রুমসহ নানান কক্ষ।

    এছাড়াও কার্যালয়ের চারপাশে স্থাপন করা হয়েছে বেশকিছু সুদৃশ্য রঙ বেরঙয়ের বাতি। সন্ধ্যা নামলে বাতিগুলো এই কার্যালয়টিকে আরো আকর্ষণীয় করে তুলবে।

    টিআই রফিক আহমেদ মজুমদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কার্যালয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্ব উপলদ্ধি করে নির্মাণ করেছেন। এটি নির্মিত হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায়।

  • সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

    সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

    নতুন প্রণীত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সম্পর্কে পরিবহন শ্রমিকদের সচেতন করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ সীতাকুণ্ড জোন।

    আজ মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পরিবহন মালিক, শ্রমিক, চালক-হেলপারদের নিয়ে উক্ত সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    এ সময় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মালিক-শ্রমিক সমিতি, চালক ও হেলপারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

    এছাড়া চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেওয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো ইত্যাদি বিষয়ে আইন মেনে চলার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।

    উক্ত সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন টিআই রফিক, ফৌজদারহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ খায়রুল হাসান, সীতাকুণ্ড ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ আল আমিন, টিএসআই মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র,ড্রাইভার-হেলপারসহ সচেতন জনসাধারণ।