Tag: ট্রাফিক বিভাগ

  • চট্টগ্রামে বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক

    চট্টগ্রামে বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে সড়কে সচেতনতামূলক অভিযান চালিয়ে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক বিভাগ (বন্দর)।

    শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে থেকে রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সচেতনতামূলক এ অভিযানে অন্তত ২০০ চালকের কাছ থেকে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা করার অঙ্গীকার নেওয়া হয়।

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সল্টগোলার সী-ম্যানস হোস্টেল গেট এলাকায় সচেতনতামূলক অভিযানে প্রাথমিকভাবে চালকদের সতর্ক করে অঙ্গিকার নেওয়া হলেও পরবর্তীতে কঠোর আইনের প্রয়োগ করে জরিমানা করা হবে বললেন ট্রাফিক বিভাগ।

    বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, আপাতত আমরা সচেতনমূলক অভিযান চালিয়ে তাদের থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর নিচ্ছি। পরবর্তীতে অঙ্গীকার ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

    তিনি বলেন সচেতনমূলক এ অভিযানের ফলে চালক-হেলপার সতর্ক হবে। যত্রতত্র গাড়ি থামাবে না। নির্ধারিত স্টপেজে বাস থামিয়ে সতর্কতার সাথে যাত্রী ওঠানামা করলে যানজট ও দুর্ঘটনা কমবে।

  • সিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্টদের সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু

    সিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্টদের সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট, টিএসআইদের একঘেয়েমিভাব দূর করে কাজের প্রতি নতুন উদ্দীপনা তৈরি করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির আদলে ডে-অফ প্রথা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। 

    প্রথমবারের মত ট্রাফিক বিভাগে এ প্রথা চালু করে যুগান্তকারী এ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। বাস্তবায়নে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান। 

    বুধবার ৪ ডিসেম্বর সকালে সিএমপির জনসংযোগ শাখা থেকে গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত সার্জেন্ট, টিএসআইগণ সপ্তাহের শুক্রবার ও শনিবার পালাক্রমে তাদের পছন্দমত যে কোন একদিন ছুটি পাবেন।

    সিএমপি সূত্র জানায়, এ প্রথা চালু হওয়ায় অফিসারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবেন যা আগে ছিল না। কর্মকর্তাদের মধ্যে একঘেয়েমিভাব দূর হয়ে কাজের প্রতি নতুন করে উদ্দীপনা বৃদ্ধি পাবে।

    সিএমপির উদ্ধতন কর্মকর্তারা মনে করেন, আগে সপ্তাহের সাত দিন নিয়ম মেনে অফিসারগণ ডিউটি পালন করতেন। ফলে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাওয়া যেত না। এতে ব্যক্তিগত ও পারিবারিক কাজকর্ম সম্পাদন বিঘ্নিত হত।

    চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)’দ্বয়ের আন্তরিকতায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তর ও বন্দর এর সহযোগিতায় সিএমপি ট্রাফিক বিভাগ নতুন এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।