Tag: ট্রাফিক সার্জেন্ট

  • সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাফিক সার্জেন্ট

    সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাফিক সার্জেন্ট

    চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মোহাম্মদ মুজাহিদ চৌধুরী নামের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে বন্দরের আউটার রিং রোড এলাকায় এ ঘটনা ঘটে।

    তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এ ট্রাফিক সার্জেন্ট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির বন্দর ট্রাফিক জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

    তিনি বলেন, পতেঙ্গা এলাকায় ডিউটি ছিল মুজাহিদের। আরেক সার্জেন্ট ও কনস্টেবলের সঙ্গে আলাদা আলাদা মোটরসাইকেলে তারা ফৌজদারহাটের দিকে যাচ্ছিলেন। পথে ওয়াই জংশন এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন মুজাহিদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পাহাড়তলি থানার পুলিশ প্রাইভেটকারচালককে আটক করেছে।

    পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মুজাহিদের স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। আগামী মাসেই তিনি সন্তান প্রসব করবেন বলে চিকিৎসক সম্ভাব্য তারিখ জানিয়েছেন। প্রিয় সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন মুজাহিদ। সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।

  • ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া গলির মুখে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জামাল নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছে।

    গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত মো. জামাল চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের ট্রাফিক বন্দর জোনে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন আছে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দর জোনে কর্মরত ট্রাফিক পুলিশ জামাল তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দেন। এসময় বাইক থেকে দুরে ছিটকে পড়ে ট্রাফিক পুলিশের এ সদস্য।

    পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ডবলমুরিং থানার মোবাইল টিম গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধিন আছেন। তিনি কোমড়ে ও পায়ে আঘাত প্রাপ্ত হন।

    ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, দুর্ঘটনার ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে।

    তাছাড়া ঘটনাস্থলে জনগণের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার ট্রাক চালককেও আটক করে তার চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেন ওসি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ’র মৃত্যু

    চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ’র মৃত্যু

    চট্টগ্রাম নগরীর বন্দর টোল রোড এলাকায় টোল প্লাজার সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আবদুল্লাহ (২৮) নামে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

    আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার সময় দায়িত্ব পালনকালে দুর্ঘটনাটি ঘটে। কুড়িগ্রামের বাসিন্দা ট্রাফিক সার্জেন্ট আবদুল্লাহ (২০১৫ ব্যাচ) সিএমপির বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ভূঁইয়া জানিয়েছেন, সন্ধ্যার সময় চট্টগ্রাম বন্দর টোল রোড এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ নামে এক ট্রাফিক সার্জেন্টকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে।

    মোটর সাইকেলে করে দায়িত্ব পালন করার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মইনুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করার চেষ্টা চলছে।