Tag: ট্রেনের ধাক্কায়

  • মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    মিরসরাই প্রতিনিধি::::চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানষিক ভারসাম্যহীন এক ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    সোমবার ( ৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএসআরএম এলাকার মৃত কোব্বাত আহমেদ এর ছেলে ফরিদ আহমেদ (৬৩)।

    স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম জানান, ফরিদ আহমেদ মানিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে হাটতে গিয়ে বিএসআরএম কারখানার একটু উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

    সীতাকুণ্ড জিআরপি উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন উপস্থিত আছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

    সীতাকুণ্ডে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে রুহুল আমিন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলার ভাটিয়ারী রেললাইনে ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ভোলা জেলার লাল মোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ির বিল্লাত কারিগরের ছেলে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    স্থানীয় সুত্রে জানা যায়, নিহত যুবক আরো কয়েকজনের সাথে রেললাইনে হাঁটার সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেনের সাথে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। নিহতের বোন কুলসুম বেগম জানান, আমার ভাই তিনদিন আগে কাজের সন্ধানে ভাটিয়ারীতে আসে। বুধবার সকালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী রেল স্টেশন থেকে অন্তত ১ কিলোমিটার উত্তরে রেললাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

  • কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

    কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

    কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

    মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে অটোরিকশা চালক শহীদ উল্লাহ (৪৫), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৫৫), আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান (২২), একই উপজেলার ভরনীখন্ড গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম (৩০)।

    লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি জসীম উদ্দিন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী নোয়াখালী এক্সপ্রেস নামের একটি ট্রেন তেঘুরিয়া লেভেল ক্রসিং এলাকায় এলে সিএনজিচালিত অটোরিকশাটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ মাসুদ রানা (২৪) নামে এক নৌ বাহিনীর লেন্স নায়েক নিহত হয়েছে।

    বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ মাসুদ রানার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

    জানা যায়, মাদামবিবির হাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটির অদুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাসুদ রানা।

    তাকে উদ্ধার চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর একজন লেন্স নায়েক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব