Tag: ট্রেন চলাচল বন্ধ

  • নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ

    নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ

    নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ট্রেনগুলো। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

    বন্ধ করা ট্রেন হচ্ছে- ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপুর, জামালপুর থেকে সরিষাবাড়ি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। রাত্রিকালীন ঝুঁকিপূর্ণ মনে করায় এগুলো বন্ধ করা হয়েছে।

    সারাদেশে রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে জানিয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, নাশকতার ধরন যেহেতু পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা দুই হাজার ৭০০ আনসার সদস্য পেয়েছি। অলরেডি তারা মোতায়েন আছেন।

    তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয় দেখছে রেলওয়ে পুলিশ। এর আগে ২০১৪ সাল আমরা আনসার বাহিনীর মাধ্যমে ট্রাক পেট্রোলিং করেছিলাম। এজন্য এ বছরও রেলের রক্ষণাবেক্ষণের জন্য আনসার মোতায়েন করা হয়েছে।

  • আবারও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

    আবারও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

    সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। গতকাল শনিবার রেললাইনের পাশে লাইনচ্যুত তিনটি বগি রেখে রাত ৮টার দিকে প্রায় ১৫ ঘণ্টার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু আজ রোববার ভোর ৫টা থেকে রেলওয়ের ওই তিন বগি উদ্ধারের কাজ করছে কুলাউড়া ও আখাউড়া স্টেশন। যার ফলে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    আজ ভোরে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। কাজের বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। বগি তিনটি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে। সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী কালনী ট্রেন সকাল ৬টা ১৫-তে ছেড়ে এসে ৭টা ৫০ মিনিটে শমশেরনগর স্টেশনে অবস্থান করছে। কাজ শেষ হওয়ার পর ট্রেন ছেড়ে যাবে।

    লাউয়াছড়া খাসিয়াপুঞ্জির বাসিন্দা সাজু মার্চিয়াং বলেন, আমি কাজের জন্য সকালে বের হলে দেখি, সকাল ৯টার দিকে দুটি রিলিফ ট্রেন এসেছে বগি তিনটি উদ্ধারের জন্য।

    শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম কুমার জানান, আন্তঃনগর কালনী ট্রেন দাঁড়িয়ে আছে শমশেরনগর স্টেশনে। লাইন ক্লিয়ার হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

  • ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রবিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।

  • মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

    মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিআরপি থানার ওসি মোশারফ হোসেন।

    তিনি জানান, রাত ৯টার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ফাতেমা নগর স্টেশনে পৌঁছার ২০০ মিটার আগে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় একই সঙ্গে পেছনে থাকা পাঁচটি বগিও লাইনচ্যুত হয়।

    এ ঘটনায় কোনও হতাহত নাই দাবি করে ওসি মোশারফ আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ফাতেমা নগর স্টেশনে আটকা পড়ে আছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে বলেও জানান তিনি।