Tag: ট্রেন লাইনচ্যুত

  • লাউয়াছড়ায় নয় ঘণ্টায়ও উদ্ধার হয়নি বগি, চার ট্রেনের যাত্রা বাতিল

    লাউয়াছড়ায় নয় ঘণ্টায়ও উদ্ধার হয়নি বগি, চার ট্রেনের যাত্রা বাতিল

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এই দুর্ঘটনায় ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে। ইতোমধ্যে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে শমশের নগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় বাংলাদেশ রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের ৪টি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেন ২টি ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে ২ বার করে মোট ৪ বারের যাত্রা বাতিল হলো। শ্রীমঙ্গল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা পথে চলাচল করবে।

    কুলাউড়া রেলস্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, ওই ৪ ট্রেনের টিকিট ফেরত দিয়ে তার টাকা নিয়ে নেওয়ার তথ্য যাত্রীদের ইতোমধ্যে জানানো হয়েছে।

    এদিকে দুপুর দুইটা পর্যন্ত নয় ঘণ্টায়ও উদ্ধার হয়নি দুর্ঘটনা কবলিত বগি ও ইঞ্জিন। এসব উদ্ধারে দুপুর তিনটার বেশি বেজে যেতে পারে।

    ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, ‘উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেজে যেতে পারে।’

    শনিবার ভোর পাঁচটার দিকে ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়।

    জানা গেছে, রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের ওপরে পরে যায়। ভোর ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়।

  • সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

    সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

    মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    উদয়ন এক্সপ্রেসের যাত্রী আলমগীর হোসাইনী বলেন, খুব বাজেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়ার বনের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। এতে সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

    শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনেরর উপর গাছ হেলে পড়েছিল। ট্রেন সঙ্গে গাছের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

  • কালুরঘাট সেতুতে ওয়াগন ট্রেনের বগি লাইন চ্যুত, যানচলাচল বন্ধ

    কালুরঘাট সেতুতে ওয়াগন ট্রেনের বগি লাইন চ্যুত, যানচলাচল বন্ধ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ওয়াগন ট্রেন লাইন চ্যুত হওয়ায় যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে। এতে সেতুপারাকারী জন সাধারণ দুর্ভোগে পড়েছেন।

    শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরগামী ওয়াগন ট্রেনের একটি বগি সেতু মাঝখানে লাইন চ্যুত হয়।

    তবে দূর্ঘটনা কবলিত বগিটি সেতুতে রেখে ইঞ্জিনসহ অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু জানান, নগরমুখী ওয়াগণ ট্রেনের শেষ বগিটি সেতু ঠিক মাঝখানে লাইন চ্যুত হয়েছে। ফলে সেতুতে যানচলাচল বন্ধ রয়েছে। সেতুর দু’প্রান্তে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

    এঘটনায় অনেকে নদী দিয়ে নৌকা ও সেতু হেঁটে পারাপার করছেন বলে জানিয়েছেন নগরগামী বোয়ালখালী বাসিন্দা শ্রীচরণ বিশ্বাস।

    চট্টগ্রাম-দোহাজারী এ রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। সেটি আজ বিকেলে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেল নিয়ে যায় এবং নগরে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

    এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেতু বন্ধ রেখে সেতুটি সংস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৫টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড.মো.হুমায়ুন কবীর সেতুটি পরিদর্শন করেন।

  • জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

    জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

    আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে লাইনচ্যুত হয়েছে।

    শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ শেষ করতে আরও ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে।

    আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলস্টেশনে ঢোকার মুহূর্তে সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

    আখাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। ওই পথে বেলা ১টার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধারকাজ শেষ করতে ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।