Tag: ডকইয়ার্ডে

  • কর্ণফুলীর বিএফডিসি ডকইয়ার্ডে জাহাজে আগুন

    কর্ণফুলীর বিএফডিসি ডকইয়ার্ডে জাহাজে আগুন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ইছানগর গ্রামে অবস্থিত বিএফডিসি মাল্টিচ্যানেল স্লীপওয়ে ডকইয়ার্ডে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানা না গেলেও এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার সময় কর্ণফুলীর বিএফডিসি ডকইয়ার্ডে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এলসিটি কাজল নামক একটি জাহাজে আগুন ধরে যায়।

    এসময় আগুনের কুণ্ডলি ও চারপাশে কালো ধোঁয়া দেখে সবাই আতঙ্খিত হয়ে ছুটোছুটি করতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সোমবার সকাল ১০টার সময় ডকইয়ার্ডে এফভি কাজল নামক একটি জাহাজে আগুন লাগার খবর পায়। আমাদের তিনটি ইউনিটের আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছে মাত্র ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    তিনি বলেন, শ্রমিকদের দেয়া তথ্যে এবং ঘটনাস্থল পরিদর্শণ করে জাহাজে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানালেও তিনি তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

    ডকইয়ার্ড সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন সমুদ্র এলাকায় পর্যটক পরিবহন কাজে নিয়োজিত ছিল এলসিটি কাজল। সোমবার সকালে জাহাজটি মেরামতের সময় ওয়েল্ডিং থেকে আগুন লেগে জাহাজের কেবিনসহ সব মালামাল পুড়ে যায়। এতে পজাহাজের প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছে কর্তৃপক্ষ।