Tag: ডবলমুরিং থানা

  • নবম শ্রেনী পাস তিনি ও সাংবাদিক!

    নবম শ্রেনী পাস তিনি ও সাংবাদিক!

    মোঃ ইমরান (২৯)।  ইয়াবা ব্যবসায়ী। মামলা আছে ২ টি। কিন্তু ৯ম শ্রেণি পাশ করা এই ইয়াবা ব্যবসায়ী হঠাৎ করেই বনে যান সাংবাদিক!

    দুইটি সাংবাদিকের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে এবং হাতে মোবাইল ক্যামেরা নিয়ে গতকাল রাতে ঢুকে যান হাজী কাচ্চিঘরে। দাবি করেন এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা! নাহলে ‘লাইভে’ হোটেলের ‘১২ টা বাজানোর’ হুমকি দেন!

    কৌশলে হোটেল ম্যানেজার পুলিশকে ফোন দিলে হোটেলে গিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।

    ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইমরানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার বাবা ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল প্রকাশ ডাইল বাবুল। তার বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। আর তার মা শারমিন আক্তার প্রকাশ ডাইল শারমিন প্রকাশ শামীমা আগ্রাবাদ ডেবার পূর্ব পাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা আছে ৩ টি।ইমরানের বিরুদ্ধেও মামলা ২ টি। শিক্ষার দৌড় ৯ম শ্রেণি পর্যন্ত হলেও হঠাৎই বনে যান সাংবাদিক!

    দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুইটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন। গতকাল রাত সাড়ে ১১ টায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে “হাজী কাচ্চি ঘর” নামের এক বিরিয়ানি দোকানে যান ইমরান।

    হোটেলের ম্যানেজার শামীম জানান, লকডাউনের জন্য তাদের শুধুমাত্র পার্সেলের খাবার চালু আছে এবং তা ৫ টা পর্যন্ত।

    কিন্তু দোকান মেরামতের কিছু কাজ থাকায় সাটার নামিয়ে কিছু কাজ চলছিল। এমন সময় ইমরান চলে আসেন। এসেই তিনি নিজেকে সাংবাদিক দাবি করে বিরিয়ানি দিতে বলেন।

    বিরিয়ানি নেই বললে তিনি বলেন, ‘ আমাদেরও যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন কাকে?’ এরপরও আমরা বিরিয়ানি নেই বললে তিনি ক্ষেপে যান এবং মোবাইল দিয়ে ভিডিও করতে থাকেন।

    তিনি বলেন, লাইভে এখন এই হোটেলের ১২ টা বাজানো হবে! হোটেল কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও ১ হাজার টাকা দাবি করেন!

    তার দাবি পূরণ করার আশ্বাস দিয়ে দোকান থেকে পুলিশের কাছে অভিযোগ করা হলে ইমরানকে গ্রেফতার করা হয়।

    এসময় তার কাছ থেকে ২ টি সাংবাদিক পরিচয়পত্র, মোবাইল এবং মোটরসাইকেল জব্দ করা হয়।

    ২৪ঘণ্টা /রাসেল

  • চট্টগ্রামের ডবলমুরিংয়ে অস্ত্রসহ গ্রেফতার ৮ ডাকাত

    চট্টগ্রামের ডবলমুরিংয়ে অস্ত্রসহ গ্রেফতার ৮ ডাকাত

    চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

    তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতার আটজন হলো- তাজুল ইসলাম প্রকাশ তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০), জনি শাহ (৩২)। এছাড়া পলাতক রয়েছে মো. আব্বাস উদ্দিন প্রকাশ জুয়েল প্রকাশ পার্টি জুয়েল (২৬)।

    ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

    তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    ওসি জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা গ্রুপ নিয়ে ঘোরাফেরা করে। টার্গেট নির্ধারণ করে ঘিরে ধরে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়।

  • চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, চমেকের বার্ন ইউনিটে বাবা-মা ও বোন

    চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, চমেকের বার্ন ইউনিটে বাবা-মা ও বোন

    চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেছে মো. আশরাফুল নামে ৫ বছর বয়সী এক শিশু। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন নিহত শিশুর বাবা-মা ও বড় বোন। বর্তমানে তারা চমেক হাসপাতালের ৩৬ নং বার্ন ইউনিটে চিকিৎসাধিন আছেন।

    শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়ার নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সকালে চিকিৎসাধিন অবস্থায় পরিবারের শিশু পুত্র আশরাফুল মারা যায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

    তাদেরকে চমেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসাধিন অবস্থায় শিশু আশরাফুলের মৃত্যু হয়। হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডের বার্ন ইউনিটে নিহত শিশুটির পিতা আমীর হোসেন (৪৫), মা খালেদা আক্তার (৩০) ও তার বড়বোন অনিয়া (০৭) বর্তমানে চিকিৎসাধিন বলে তিনি জানিয়েছেন।

    এদিকে বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থাও গুরুতর জানিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।