Tag: ডাঃ কাজী হারুনুর রশীদ

  • মসজিদে নববীর ইমামের ব্যাক্তিগত চিকিৎসকের পাশে সুজন

    মসজিদে নববীর ইমামের ব্যাক্তিগত চিকিৎসকের পাশে সুজন

    মসজিদে নববীর ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি’র ব্যাক্তিগত চিকিৎসক অসুস্থ ডাঃ কাজী হারুনুর রশীদের শারীরিক খোঁজ খবর নিতে গতকাল বুধবার রাতে নাছিরাবাদস্থ তার মেয়ের বাসভবনে উপস্থিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    ডা. হারুন বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে বাকরুদ্ধ অবস্থায় আছেন। সুজন কিছু সময় সেখানে অতিবাহিত করেন এবং সর্বশেষ পরিস্থিতির খবরা খবর নেন। তাঁর পরিবারের সদস্যরা এ সময় চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।

    সুজন তার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করেন এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার অনুরোধ জানান।

    উল্লেখ্য ডাঃ কাজী হারুনুর রশীদ চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সনে প্রথম মদিনা শরীফ গমন করেন। তিনি মসজিদে নববীর ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি’র ব্যাক্তিগত চিকিৎসকের পাশাপাশি মসজিদে নববীর পাশে অবস্থিত হাসপাতালেরও চিকিৎসক ছিলেন। পবিত্র হজব্রত পালন উপলক্ষ্যে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গমন করা হাজীদের তিনি সবসময় সেবা শুশ্রুষা করতেন। তার কাজে সন্তুষ্ট হয়ে সৌদি সরকার তাকে ঐ দেশের নাগরিকত্ব প্রদান করেন। এছাড়া তিনি সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিরও সদস্য ছিলেন।

    তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমন্ত্রণে মসজিদে নববীর ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি’র ব্যাক্তিগত চিকিৎসক হিসেবেও বাংলাদেশে সফরে আসেন। বর্তমানে তিনি কিছুদিন বাংলাদেশে অবস্থান করে পূণরায় সৌদি আরবে ফিরে যাবেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নূরুল কবির, স্বরূপ দত্ত রাজুসহ পরিবারের সদস্যবৃন্দ।