Tag: ডাকসু

  • হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় ভিপি নুরের জিডি

    হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় ভিপি নুরের জিডি

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

    সোমবার মধ্যরাতে মোবাইল ফোনে মেসেজ দিয়ে এই হুমকি দেয়া হয়েছে। ফলে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার শাহবাগ থানায় জিডি করেছেন নুরুল হক নুর।

    এর আগেও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের পদধারী এক নেতা নুরকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। তবে এবার ভিপি নুরের নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

    মেসেজ দিয়ে হুমকি দেয়া হয়েছে বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন ভিপি নুর। সেখানে তিনি মেসেজের স্ক্রিনশটও প্রকাশ করেন। তার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরো কয়েকজন নেতাকে হুমকি দেয়া হয়েছে বলেও জানান ভিপি নুর।

    এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক বলেন, এ পর্যন্ত আমরা বিভিন্ন সময়েই হামলার শিকার হয়েছি। আর সেগুলো ক্ষমতাসীন দলের নেতারাই করেছে। আমার মনে হয় এতদিন আমরা ছাত্র সংগঠন ছিলাম এখন রাজনৈতিক দলে পরিণত হচ্ছি। আর আমরা স্পষ্ট ভাষায়ই বলছি বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ভোটারবিহীন অবৈধ সরকার। ফলে আমাদের আন্দোলন সংগ্রাম তাদের বিরদ্ধেই। হয়তো বা এর পরিপ্রেক্ষিতেই ক্ষমতাসীন দলেই নেতা-কর্মীরাই এই ধরনের হুমকি ধামকি দিতে পারে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভিপি নুরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

    ভিপি নুরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলা করার আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন।

    মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে মামলার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানির পর পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

    মামলা ও পরে আদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ কে এম এনামুল হক রুপম। মামলায় বলা হয়, ভিপি নুরুল হক তার পদটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন। গত ৫ ডিসেম্বর দৈনিক পত্রিকার মাধ্যমে তা জানতে পারি। নুরের এসব কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন।

    সম্প্রতি ডাকসুর ভিপি নুরের ফোনালাপ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানে দেখা যায়, নুর ভিপি পদের প্রভাব খাটিয়ে ১৩ কোটি টাকা গ্রহণ করেছেন। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বাদীসহ নির্বাচিত সবার মানহানি ঘটিয়েছেন।

    এদিকে ফোনালাপের বিষয়ে ভিপি নুর দাবি করেন, ওই সংবাদমাধ্যমগুলোয় প্রচারিত ফোনালাপ তার কয়েকটি ফোনালাপের মিশ্রন। যা উদ্দেশ্যমূলকভাবে একটি মহল করেছে। প্রকৃতপক্ষে ফোনালাপটি ছিল তার এক খালার কাজের ব্যাংক গ্যারান্টি করিয়ে দেয়া নিয়ে। সেখানে কোনো প্রভাব বা দুর্নীতির বিষয় নেই।

    এর আগে একই ঘটনা নিয়ে গত ৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নুরের পদত্যাগ দাবি করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীসহ ২৩ জন।

  • ভিপি নুরকে পদত্যাগের আহ্বান জিএস রাব্বানীর

    ভিপি নুরকে পদত্যাগের আহ্বান জিএস রাব্বানীর

    সম্প্রতি দুইটি ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে ভিপি নুরুল হক নুরকে ‘অপকর্মের দায়ভার’ নিয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ডাকসুর জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন ছাত্রলীগ সমর্থিতরা।

    রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে নুরের প্রতি এই আহ্বান জানান রাব্বানীসহ ছাত্রলীগের প্যানেল থেকে বিজয়ী ১৬ জন ডাকসুর নেতা।

    রাব্বানী বলেন, ‘আমরা ডাকসু পরিবার নূরের এই অপকর্মের দায়ভার নিতে রাজি নই। আমাদের আহ্বান থাকবে, নূর যেন তার ডাকসুর ভিপির পদ থেকে অনতিবিলম্বে পদত্যাগ করেন।

    তিনি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা ডাকসুর সংখ্যাগরিষ্ঠ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতির প্রতি তিনি যেন নৈতিক স্খলনের দায়ে নুরকে বহিষ্কারের ব্যবস্থা করে।

    এর আগে ডাকসুর পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন সদস্য রাকিবুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের আপামর ছাত্র সমাজের পক্ষে নুরুল হক নুরের প্রতি আহ্বান জানাই, নিজের সকল অপকর্ম, ব্যর্থতা, অক্ষমতা স্বীকার করে ডাকসুর ভিপি পদ থেকে আপনাকে পদত্যাগ করতে হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতির নিকট আমরা আহ্বান জানাই, ভিপি পদটিকে অপবিত্র, অপব্যবহার করার অপরাধ স্বীকার করে নুর যদি পদত্যাগ না করে, তাহলে যথাযথ নিয়ম অনুসরণ করে তাকে ডাকসু থেকে বহিষ্কার করা হোক। আমরা একইসাথে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানাই, নুরের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে তদন্তের ব্যবস্থা করা হোক। ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করা হোক।