Tag: ডাকাতের স্বীকারোক্তি

  • বার আউলিয়া পেট্রোল পাম্পে ডাকাতি, আদালতে আরো দুই ডাকাতের স্বীকারোক্তি

    বার আউলিয়া পেট্রোল পাম্পে ডাকাতি, আদালতে আরো দুই ডাকাতের স্বীকারোক্তি

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বারআউলিয়া পেট্রোল পাম্পে সংগঠিত ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আরো দুই ডাকাত শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে।

    তারা হলো- উপজেলা মধ্যম সোনাইছড়ির নিজাম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন পারভেজ (২৬) ও ভাটিয়ারী জাহানাবাদ এলাকার নুর বসরের ছেলে হারুন(২০)।

    সীতাকুণ্ড থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা জানান, গত বুধবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তারের পরই তারা পুলিশের কাছে তার জড়িত থাকার কথা স্বীকার করে।

    শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে তারা স্বীকারোক্তি দেন। তারা জানান, ইতিমধ্যে সে বেশ কিছু ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্ম করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। গত রবিবার ওই ডাকাতির পর এ পর্যন্ত মোট ৪ আসামি গ্রেপ্তার হয়েছে। এর আগে বিপ্লব ও সবুজ নামে দুই আমামী আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

    মামলার তদন্তকারী অফিসার সীতাকুণ্ড থানার ওসি(অপারেশন) মোঃ আবুল কালাম বলেন, এ ডাকাতির ঘটনার পর এডিশনাল এসপি শম্পা রানী সাহা ও ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা ডাকাতদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করেন। তাদের নেতৃত্বে ওসি (তদন্ত) শামীম শেখ, ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক ও আমিসহ অন্য অফিসাররা প্রতিদিন সারারাত অভিযান পরিচালনা করছি। এতে তিন রাতে ৪ আসামি গ্রেপ্তার হয়েছে।