Tag: ডাকাত আটক

  • সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ রাইজিং সিএনজি ষ্টেশনের সামনে মহাসড়কের উপর থেকে তাদের তাদের আটক করে।

    আটককৃত ৪জন হচ্ছে- মোঃ সোহেল (১৯), পিতা- আঃ হান্নান, মোঃ নাহিদ (২০), পিতা- মোঃ মনির আহম্মদ বাবুল, মোঃ আসিকুল(২০), পিতা- একরামুল হক, ইমন হোসেন (১৯), পিতা- মোঃ হানিফ। এদের সবার বাড়ি উপজেলার বাড়বকুণ্ডে।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের সূত্রে থানার এসআই ফারুকের নেতৃত্ব অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে গেলেও ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় সিলভার রংয়ের একটি প্রাইভেটকার (নং- ঢাকা মেট্টো খ-১২-৪৪৪৩) জব্দ করা হয়। ব্যাপারে ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

  • মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

    মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাই থানা পুলিশের অভিযানে ১ অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার। এসময় আন্তঃজেলা অপরাধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    রবিবার ( ১২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে মিরসরাই থানা পুলিশ সাংবাদিকদের এসব তথ্য দেন।

    আটককৃত আন্তঃজেলা অপরাধ চক্রের সদস্যরা হলো সন্দীপ উপজেলার ২নং গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবির (৪০), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অম্বল নগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে চট্রগ্রাম বাইজিদ থানার বাইজিদ মাজার গেইট সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মালিক দেলোয়ার হোসেন(৩৮) ও চট্টগ্রামের বাইজিদ থানা এলাকার অজুদ ভূঁইয়ার ছেলে অপ্পো দোকান কর্মচারী আক্তারুজ্জামান রাজু (৩২)।

    মিরসরাই থানা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর মিরসরাই ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৩টি ল্যাপটপ, ২২ নভেম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২টি ল্যাপটপ এবং ২ ফেব্রুয়ারি মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ৩ টি ল্যাপটপ ও সুফিয়া উচ্চ বিদ্যালয়ের ১টি ল্যাপটপ চুরি হয়। এছাড়া মিরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকায় গত ৩ মাসে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এতে পুলিশ থানা এলাকায় টহল জোরদার করে ও ছদ্মবেশে রাতদিন ছায়া তদন্ত শুরু করে।

    থানা পুলিশের এসআই খাইরুল ও এএসআই রাম হরিনাথ মহাসড়কে টহল দেয়ার সময় সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে দাওয়া করে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেল টি চুরি করে পালাচ্ছিল বলে জানায়। আটককৃত হুমায়ুন কবিরকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে থানা হাজতে নিয়ে তাকে আরো বিশদ জিজ্ঞাসাবাদ করলে সাম্প্রতিক সময়ে চুরি হওয়া ঘটনাগুলোর সাথে সেও তার সঙ্গীদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তারই দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের বাইজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে বাইজিদ মাজার সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মালিক দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ১০টি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় তার দোকান কর্মচারী আক্তারুজ্জামান রাজুকেও গ্রেফতার করা হয়।

    প্রেস ব্রিফিংয়ে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, আন্তঃজেলা অপরাধ চক্রের সদস্য হুমায়ূন কবিরকে অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার অভিযানে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হই। চুরি ও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত অন্য সদস্যদের গ্রেফতার অভিযান চলমান থাকবে।

    মিরসরাই সার্কেল এএসপি ইফতেখার হাসান জানান, এটা মিরসরাই থানার একটা সফল অভিযান। এই অভিযানের মধ্যদিয়ে মিরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা পালন করবে।

  • চট্টগ্রামের ডবলমুরিংয়ে অস্ত্রসহ গ্রেফতার ৮ ডাকাত

    চট্টগ্রামের ডবলমুরিংয়ে অস্ত্রসহ গ্রেফতার ৮ ডাকাত

    চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

    তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতার আটজন হলো- তাজুল ইসলাম প্রকাশ তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০), জনি শাহ (৩২)। এছাড়া পলাতক রয়েছে মো. আব্বাস উদ্দিন প্রকাশ জুয়েল প্রকাশ পার্টি জুয়েল (২৬)।

    ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

    তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    ওসি জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা গ্রুপ নিয়ে ঘোরাফেরা করে। টার্গেট নির্ধারণ করে ঘিরে ধরে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়।

  • সীতাকুণ্ডে বিপুল পরিমান অস্ত্র,স্বর্ণ ও নগদ টাকাসহ আন্তঃজেলা ডাকাত আটক

    সীতাকুণ্ডে বিপুল পরিমান অস্ত্র,স্বর্ণ ও নগদ টাকাসহ আন্তঃজেলা ডাকাত আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে অভিযান চালিয় ১০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও বিপুল পরিমান অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানান।

    তিনি বলেন, গত ৪ ফ্রেব্রুয়ারী ডাকাত রফিকুল ইসলাম রাকিব(২৫)কে পুলিশ গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি মতে আন্তঃজেলা ডাকাতের সর্দার নোয়াখালীর বাসিন্দা আব্দুল কাদের মোতালেব ও শাহিনকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে আটক করা হয়। মোতালেবের স্বীকার মতে তার বাসা থেকে ২টি দেশীয় সচল এলজি, ২টি কার্তুজ, ৬টি বিভিন্ন সাইজের ছোরা, ২টি কোরাবারি, ১০টি বিভিন্ন সাইজের টর্চ লাইট, ১টি কালো রঙের হাতলসহ চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ হক মার্কেটের উত্তম জুয়েলার্স দোকান থেকে ১০ ভরি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। ডাকাত সর্দার মোতালেবের বিরুদ্ধে ফেনী জেলাসহ নোয়াখালী জেলার সদর থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

    জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের ২০ জনের একটি আন্তঃজেলা ডাকাত গ্রুপ রয়েছে। সম্প্রতি দুই মাস ধরে সিরিজ ডাকাতি হওয়ার কারণে পুলিশ তৎপর হয়ে এ পর্যন্ত আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ১৩/১৪ জন ডাকাতকে ধরতে সক্ষম হয়। থানার অধিকাংশ অফিসারের অক্লান্ত পরিশ্রমের কারণে ডাকাতদের ধরা এবং ডাকাতি বন্ধে অনেকটা সফল বলে দাবী করেন আশরাফুল করিম।

    প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ও ওসি তদন্ত সুমন চন্দ্র বনিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ তিন ডাকাত আটক

    সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ তিন ডাকাত আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

    আটকের পর আজ বুধবার (১০ জুন) তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

    তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উত্তর সোনাপাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেন র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি এবং বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    আটক তিন ডাকাত হলো- সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার আবু তালেবের ছেলে মো. ইমাম হোসেন (২০) ও নুরুল আলমের ছেলে মো. ইকবাল হোসেন (২৫) এবং ফকিরহাট এলাকার খোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল (২২)।

    আসামি ইকবালের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে।

    আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি এবং বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    আটককৃত তিনজন এবং উদ্ধারকৃত অস্ত্র সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ডাকাতি প্রস্তুতিকালে সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

    ডাকাতি প্রস্তুতিকালে সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুসিকালে ৫ জনকে আটক করেছে মডেল থানার পুলিশ।

    বুধবার ভোর রাতে এসআই মোহাম্মদ কায়েমুল ইসলাম, এসআই হাসান তারেক এবং এএসআই এমরান হোসেনের নেতৃত্ব পুলিশ উপজেলার পৌরসভাস্থ নুনাছড়া সাইনবোর্ড নামক এলাকা থেকে পাঁচ ডাকাতকে আটক করে।

    আটককৃত ডাকাতরা হলো- নজরুল ইসলাম,পিতা রবিউল হক; মোহাম্মদ জাহিদ হোসেন প্রকাশ এরশাদ, পিতা-মৃত নুরুল আফসার;নুরুল হুদা প্রকাশ তারেক,পিতা মৃত নুরুল হক; মোঃ কামাল পারভেজ, পিতা আবুল হোসেন প্রকাশ ডাকাত হোসেন সওদাগর এবং সোহেল প্রকাশ মহব্বত, পিতা-নিজামুদ্দিন বাবুল

    তাদের কাছ থেকে ১ টি লোহার পাইপ, ৩ টি লোহার রড, ১ টি লোহার তৈরী কোরাবাড়ি, ৩ টি লাল স্কচটেপ প্যাচনো লাঠি, ১ টি বাংলা দা, ১ টি প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করা হয়।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ( ইন্টিলিজেন্স) সুমন বনিক বলেন, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা রাতে মহাসড়কে সুযোগ বুঝে ডাকাতি করে। বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। উল্লেখিত ৫জনকে গ্রেফতার দেখিয়ে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩,ধারা-৩৯৯/৪০২) রুজু পূর্বক কোর্টে প্রেরন করা হয়।