Tag: ডাচবাংলা ব্যাংক

  • ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত, প্রায় ৯ কোটি উদ্ধার : ডিবি প্রধান

    ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত, প্রায় ৯ কোটি উদ্ধার : ডিবি প্রধান

    রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি জানায়, ছিনতাই হওয়া টাকাভর্তি চারটি ট্রাংকের মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছে।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে সাংবাদিকদের এ তথ্য দেন।

    তিনি জানান, মানি প্লান্ট লিংকের দুই পরিচালক ও গাড়িচালকসহ সাতজনকে আটক করা হয়েছে।

    ডিবি পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত ঘটনা। অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। সকালে গাড়িটি মিরপুর-১২ নম্বর থেকে রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি গতিরোধ করে। টাকা নিয়ে যাওয়া গাড়িতে ছয়জন লোক ছিল। ছিনতাইকারীরা ছয়জনকে মারপিট করে টাকার চারটি বক্স নিয়ে গাড়িতে পালিয়ে যায়। চার বক্সটিতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুরাগ থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম। এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় টহল, থানা এবং ডিবি পুলিশ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করে। এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি বক্সসহ সাতজনকে আটক করা হয়।

    টাকা ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত উল্লেখ করে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, সিকিউরিটিজ কম্পানি মানি প্লান্ট লিংক কর্তৃক টাকা আনা-নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা অনেক দিন ধরে ফলো করছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ছিনতাইকারীদের হাতে ছিল না কোন অস্ত্র।

    তিনি আরো বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনের নাম পেয়েছি। মানি প্লান্ট লিংকের দুজন পরিচালসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

  • ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

    ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

    রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নেওয়ার পথে একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ওই গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি থামিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

    পুলিশ বলছে, ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভারের ইপিজেড যাচ্ছিল গাড়িটি। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।

    তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে করে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

  • করোনা ঝুঁকি বাড়াচ্ছে ডিবিবিএল এর বারৈয়ারহাট বুথ!

    করোনা ঝুঁকি বাড়াচ্ছে ডিবিবিএল এর বারৈয়ারহাট বুথ!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : করোনা ভাইরাস বিস্তারে মারাত্মক ঝুকি বাড়াচ্ছে ডাচবাংলা ব্যাংকের বারৈয়ারহাট ক্যাশ বুথ। বুধবার (২২ এপ্রিল) ১২ টায় উক্ত বুথ থেকে টাকা তুলতে গেলে এমন ঝুকি পূর্ণ দৃশ্য দেখা গেছে।

    ফেনীর লালপুল থেকে বারৈয়ারহাট, মিরসরাই থেকে করেরহাট পর্যন্ত প্রায় সাত লাখ মুনুষের জন্য ডাচবাংলা ব্যাংকের পর্যাপ্ত শাখা না থাকায় প্রতিদিন শতশত লোক টাকা উত্তোলনের জন্য সামাজিক দূরত্ব ভেঙে ভিড় জমাচ্ছে এ বুথে।

    কোন প্রকার সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ছোট্ট একটা কক্ষে ৭০ থেকে ৮০ জন লোক গাদাগাদি করে দাড়িয়ে টাকা উত্তোলন করছে। ব্যবহার হচ্ছেনা কোন হ্যান্ড সেনিটাইজার, বেশিভাগ গ্রাহকের মুখে নেই ন্যুনতম মাস্কটিও।

    সিকিউরিটি গার্ড একটু দূরে এক গ্রাহকের সাথে গল্পরত অবস্থায় পাওয়া গেলেও তার হাতের চার আঙুলে পাওয়া গেল ছেড়া একটি গ্লাভস।

    এ ব্যাপারে ওই নিরাপত্তা রক্ষীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার হাত পরিষ্কার আছে চার আঙুলে ছেড়া গ্লাভস শুধুমাত্র ওই সব গ্রাহকদের জন্য যারা নিজেরা টাকা তুলতে পারে না তাদের কে টাকা তুলে দেওয়ার জন্য।

    বুথের দ্বায়িত্বে থাকা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, সকালে একবার সকল ম্যাশিন গুলো স্যাভলন দিয়ে পরিষ্কার করা হয়েছে। বুথে গ্রাহকদের হাত জীবাণু মুক্ত করার জন্য অন্য কোন ব্যবস্থা নেই।

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এটা খুবই ঝুকিপূর্ণ। আমি ম্যানেজারের সাথে কথা বলে সচেতনতার লক্ষ্যে যা যা করণীয় তার দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি