Tag: ডা. জাফরুল্লাহ

  • সুস্থ আছি, হোম আইসোলেশনে আছি,সাতদিন পর আমরাই শুরু করবো-ডা. জাফরুল্লাহ

    সুস্থ আছি, হোম আইসোলেশনে আছি,সাতদিন পর আমরাই শুরু করবো-ডা. জাফরুল্লাহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্র তাদের নিজেদের উদ্ভাবিত কিটে নমুনা পরীক্ষা করে ডা. জাফরুল্লাহ র করোনা পজিটিভ আসে।

    বুধবার রাতে তার শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বর্তমানে তিনি সূস্থ আছেন জানিয়ে বলেন,সবচেয়ে ভালো হচ্ছে যতক্ষণ না হাসপাতালে না গিয়ে পারা যায়, ততক্ষণ বাসায় থাকা। হোম আইসোলেশনের থাকা। আমিও হোম আইসোলেশনে আছি।

    এদিকে উদ্ভাবিত কিটের কার্যাকারিতা যাচাইয়ে আজ বুধবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও ৭শ কিট দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী সাত দিনে যদি সেখান থেকে কোনো ফল না পাওয়া যায়, তাহলে তারা নিজেরাই গণস্বাস্থ্য হাসপাতালে ট্রায়াল শুরু করে দেবে।

    বুধবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, আমরা ট্রায়াল শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সরকার অনুরোধ করেছে আরও ২/৩ দিন অপেক্ষা করতে।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও ৭০০ কিট দেয়া হয়েছে। তারা আরও সাত দিন কাটাক, তারপর আমরা শুরু করে দেব।

    প্রসঙ্গত : গত রবিবার শরীরের তাপমাত্রা বাড়লে নিজেদের উদ্ভাবিত কিটে পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ডা. জাফরুল্লাহর।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স