Tag: ডা.জিল্লুর রহমান

  • বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জিল্লুর রহমান করোনা আক্রান্ত

    বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জিল্লুর রহমান করোনা আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা.মোহাম্মদ জিল্লুর রহমান করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

    গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষার ফলাফলে এ কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ফজলে রাব্বি। ডা. জিল্লুর রহমান বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

    প্রসঙ্গত ডা. জিল্লুর রহমান বোয়ালখালীতে ‘করোনা’ দূর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি, হোমকোয়ারেন্টিনে থাকাদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আলাদা আইসোলেশন সেন্টার রেডি করা ও কোভিড-ননকোভিড রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করায় কাজ করছিলেন।

    এরই মাঝে পুষ্টি সপ্তাহে অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করেন মানবিক এ চিকিৎসক।

    ২৪ ঘণ্টা/পূজন সেন/ আর এস পি

  • বোয়ালখালী’তে পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর

    বোয়ালখালী’তে পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল ও অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিল্লুর রহমান।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.জিল্লুর রহমান জানান, উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল দেওয়া হয়েছে। এছাড়া ৫০টি অসহায় পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি ছোলা, ১ লিটার তৈল, এবং ১কেজি করে লবণ বিতরণ করা হয়েছে।

    সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারহানা কাদেরী।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/ আর এস পি