Tag: ডা. সাদেকুর রহমান

  • চট্টগ্রামে মৃত্যুর মিছিলে যোগ হল আরো এক চিকিৎসকের নাম/ডা. সাদেকুর এর মৃত্যুও করোনা উপসর্গে

    চট্টগ্রামে মৃত্যুর মিছিলে যোগ হল আরো এক চিকিৎসকের নাম/ডা. সাদেকুর এর মৃত্যুও করোনা উপসর্গে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর মৃত্যুর মিছিলে এবার নতুন করে যুক্ত হয়েছে চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকুর রহমানের (৬৫) নাম।

    রোববার (১৪ জুন) ভোরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে ডা. সাদেককে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। আজ ভোরে তিনি মারা যান।

    বিষয়টি নিশ্চিত করে মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক। তিনি বলেন, ডা. সাদেকুর রহমান বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গতকাল শনিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার মা ও শিশু হাসপাতালে শিফট করা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি হয়। সকালে সেখানেই তিনি মারা যান।

    জানা যায়, ডা. সাদেকুর রহমানের গ্রামের বাড়ি সাতকানিয়া। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

    প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মো. আরিফ হাসান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে ৫ জন চিকিৎসক মৃত্যু বরণ করেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স