Tag: ডিআইজি

  • দুদকের মামলায় ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

    দুদকের মামলায় ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

    অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    বুধবার (২১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন।

    এর আগে গত ৫ জুন রায় ঘোষণার জন্য ২১ জুন দিন ধার্য করেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ।

    মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

    মামলার অন্য আসামিরা হলেন মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, তার ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান। আসামিদের মধ্যে ডিআইজি মিজান কারাগারে আছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।

    মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ জানুয়ারি মিজানসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দুদকের পক্ষ থেকে ২৭ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

    এর আগে ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গত বছরের ২৩ ফেব্রুয়ারি ডিআইজি মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত।

  • মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তুলে ধরতে হবে : রাউজানে ডিআইজি আনোয়ার

    মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তুলে ধরতে হবে : রাউজানে ডিআইজি আনোয়ার

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তুলে ধরতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

    তিনি মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে শায়িত বীর মুক্তিযোদ্ধা শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রমের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    আবুরখীল কেন্দ্রীয় বিহারে রাউজান থানা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোঃ ইকবাল হোসেন,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক,টুরিস্ট পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আপেল মাহমুদ।

    রাঙুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় ও উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেলের সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, হাটহাজারী সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

    বক্তব্য রাখেন শহীদ কনস্টেবল আব্দুল মান্নানের সহযোগী মুক্তিযোদ্ধা যীশু বড়ুয়া,শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রমের ভাতিজা আশরাফুল হক হিমেল,গবেষক এস কে মাহবুব।

    উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার, মোঃ অলি উল্ল্যাহ,
    আওয়ামীলীগ নেতা দুলাল কান্তি বড়ুয়া, দীলিপ কুমার বড়ুয়া, শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান, সাধন পালিত,এস এম হারুনুর রশিদ, দীলিপ বড়ুয়া, রাখাল ঘোষ, মনোরঞ্জন বিশ্বাস, ধনঞ্জয় বড়ুয়া, বিদ্যুত বড়ুয়া, অমিত বিজয় বড়ুয়া,ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

    ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

    বাংলাদেশ পুলিশ’র অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

    প্রজ্ঞাপন

    আজ (২৪ অক্টোবর’১৯) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

  • ডিআইজি বজলুর গ্রেপ্তার

    ডিআইজি বজলুর গ্রেপ্তার

    সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    ঘুষ লেনদেনের অভিযোগে সেগুনবাগিচার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানিয়েছেন।

    জানা গেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদের রহস্য উন্মোচনে বজলুর রশীদ ও তার স্ত্রীকে রোববার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

    জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদের তথ্যের সত্যতা পায় সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করা হয়েছে।

    কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ এখন ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন। ডিআইজি হিসেবে এর আগে সর্বশেষ রাজশাহীতে ছিলেন। জেল সুপার পদে বরগুনায় কর্মজীবন শুরু করে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার ও খাগড়াছড়ি এবং জ্যেষ্ঠ জেল সুপার হিসেবে চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন তিনি।

    তথ্য মতে, ঘুষের টাকা লেনদেন করতে ডিআইজি প্রিজন বজলুর রশীদ প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে মোবাইল ফোনের সিম তোলেন। সরাসরি টাকা না পাঠিয়ে ঘুষ চ্যানেলের সোর্স ব্যবহার করেন তিনি। এর মধ্যে এসএ পরিবহনের মাধ্যমে ঘুষের টাকা কুরিয়ার করার ২৪টি রসিদের কথা উল্লেখ করা হয়। এসব রসিদে অঙ্কের যোগফল প্রায় কোটি টাকা।

    এছাড়া কারা অধিদপ্তরে স্টোরকিপার, অফিস সহকারি, গাড়িচালক, দর্জি মাস্টারসহ বিভিন্ন পদে বেশ কিছুসংখ্যক লোক নিয়োগের ক্ষেত্রেও ঘুষ লেনদেনে ডিআইজি প্রিজন ও তার স্ত্রী জড়িত বলে অভিযোগ রয়েছে।

    অভিযোগের বিষয়ে সূত্র জানায়, তার স্ত্রী রাজ্জাকুন নাহারের নামে ২০১৭ সাল থেকেই মোবাইল নম্বরের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে গত ২০ জানুয়ারি ৯৫৮৮২৫ রসিদে ৫০ হাজার টাকা, ১৭ ফেব্রুয়ারি ৯৫৮১০৮ রসিদে ১ লাখ ২ হাজার টাকা, ২৪ ফেব্রুয়ারি ৯৫৮১৪৩ রসিদে ২ লাখ টাকা, ২০ মে ৯৫৯০৬০ রসিদে ১ লাখ টাকা, ২৩ মে ১ লাখ ১৫ হাজার টাকা, ২৭ মে ৯৫৯১৪১ রসিদে ১ লাখ ৯৮ হাজার ৩৫০ টাকা, ৬ জুলাই ৯৫৯৪৬৯ রসিদে ৩ লাখ টাকা, ১৪ জুলাই ৯৫৮৯৭২ রসিদে ১ লাখ টাকা, ২২ জুলাই ৯৫৯৫১২ রসিদে ১০ লাখ ১০ হাজার, ১৬ জুলাই ৯৫৯৪৭০ রসিদে ৩ লাখ টাকা, ৪ মার্চ ৯৫৮২১৮ রসিদে ২ লাখ টাকা, ২৬ সেপ্টেম্বর ৯৫৯৫৪১ রসিদে ১১ লাখ ৫০ হাজার টাকা, ৪ অক্টোবর ৯৫৯৭৪৯ রসিদে ৬ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠানো হয়।

    ২০১৮ সালের ৮ ডিসেম্বর ৯৫৮৪৮১ রসিদে ২ লাখ ৯৮ হাজার টাকা, ১৯ মার্চ ৯৫৮৩৪৫ রসিদে ৪ লাখ ৯৪ হাজার টাকা, ১১ এপ্রিল ৮৪২১২৮ রসিদে ৩ লাখ টাকা, ২০ নভেম্বর ৮৪২২৩৯ রসিদে ২ লাখ ৬০ হাজার টাকা, ৩০ সেপ্টেম্বর ২ লাখ ৬০ হাজার টাকা, ৯৫৭৬৪০ রসিদে (তারিখ অস্পষ্ট) ২ লাখ টাকা, ২০১৭ সালের ৪ মার্চ ৯৫৮১৬৯ রসিদে ৬ লাখ ৮ হাজার টাকা, (১৬ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭২৩৮ রসিদে ১ লাখ টাকা, (৮ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭১৫৭ রসিদে ১ লাখ ২০ হাজার টাকা, ৯৫৯৭১৩ রসিদে (তারিখ অস্পষ্ট) ৬ লাখ ৪৪ হাজার টাকা, ২০১৭ সালের ১৪ অক্টোবর ৮১৭২১৭ রসিদে ৩ লাখ টাকা, ১২ অক্টোবর ৮১৭২০৭ রসিদে ৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন করা হয়।