Tag: ডিআরইউ

  • ডিআরইউর সভাপতি আকন, সম্পাদক সোহেল

    ডিআরইউর সভাপতি আকন, সম্পাদক সোহেল

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

    শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন ৩৬৪ ভোট পেয়েছেন।

    নির্বাচিত হলেন যারা—

    সভাপতি: আবু সালেহ আকন

    সহ-সভাপতি: গাযী আনোয়ার

    সাধারণ সম্পাদক: মাঈনুল হাসেন সোহেল

    যুগ্ম সম্পাদক: নাদিয়া শারমিন

    সাংগঠনিক সম্পাদক: আবদুল হাই তুহিন

    অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

    দফতর সম্পাদক: রফিক রাফি

    নারীবিষয়ক সম্পাদক: রোজিনা রোজী

    প্রচার সম্পাদক: মিজান চৌধুরী

    তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: শরিফুল ইসলাম

    এর আগে, নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩১ জন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৪৪ জন।

    সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

  • করোনা পরীক্ষা করাতে গিয়ে মারা গেলেন ফটোসাংবাদিক মিজানুর

    করোনা পরীক্ষা করাতে গিয়ে মারা গেলেন ফটোসাংবাদিক মিজানুর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। গণমাধ্যম সংবাদ : বাংলাদেশের খবর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক মিজানুর রহমান খান (৫৪) বেশ কয়েকদিন ধরে জ্বর এবং সর্দির মতো করোনা উপসর্গে ভুগছিলেন।

    বুধবার (২০ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনাভাইরাস পরীক্ষা করার জন্য টেস্টিং বুথে নমুনা জমা দিতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞা হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ফটোসাংবাদিক মিজানুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী শিমলা রহমান। তিনি জানান, জ্বর এবং সর্দির মতো করোনা উপসর্গ দেখা দিলে বুধবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্থাপিত করোনাভাইরাস টেস্টিং বুথে নমুনা জমা দিতে যান।

    সেখানে অপেক্ষারত অবস্থায় অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি সংজ্ঞা হারিয়ে পড়ে যান। দীর্ঘক্ষণ তিনি সেখানেই পড়েছিলেন। অবশেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    সেখানে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মিজানুর আগে থেকেই কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

    মিজানুর রহমান খান বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকায় ১২ বছর কাজ করার পর বাংলাদেশের খবর পত্রিকায় যোগ দিয়েছিলেন তিনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি