Tag: ডিএসসিসি

  • দক্ষিণে তাপস-ইশরাকসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ

    দক্ষিণে তাপস-ইশরাকসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ

    আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেনসহ সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন।

    শেখ ফজলে নূর তাপস ও ইশরাক হোসেন ছাড়া আরও যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান, এনপিপির বাহারানে সুলতান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

    মেয়র প্রার্থীদের বৈধতা নিশ্চিত হওয়ার পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।

    ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ (২ জানুয়ারি) হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

    রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

    ঢাকা দক্ষিণ সিটিতে ২৫টি কাউন্সিলর পদের বিপরীতে ৪০৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলদের ২৫টি পদের বিপরীতে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। শেষে কর্মকর্তারা জানান, আগামী ৩ দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থিরা আবেদন করতে পারবেন। নির্বাচন যেন সংঘর্ষে রূপ না নেয় সেদিকে খেয়াল রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে কর্মকর্তারা আরও বলেন, আচরণবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • ডিএসসিসি’র ২১ কাউন্সিলরকে শোকজ

    ডিএসসিসি’র ২১ কাউন্সিলরকে শোকজ

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর ১৯ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও দুইজন সংরক্ষিত কাউন্সিলর টানা তিনটি বোর্ডসভায় উপস্থিত না থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে

    গত ২৩ অক্টোবর ডিএসসিসি সচিব স্বাক্ষরিত পত্রে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদেরকে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

  • কাউন্সিলর সাঈদ বরখাস্ত

    কাউন্সিলর সাঈদ বরখাস্ত

    ক্যাসিনো বাণিজ্যসহ নানা অভিযোগ ওঠায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ বরখাস্ত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মতিঝিল এলাকার এই কাউন্সিলরকে অপসারণ করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

    ক্যাসিনো কাণ্ডে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীম, কৃষক লীগ নেতা সফিকুল আলম ওরফে ফিরোজ, মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, গেণ্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু, রুপম ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান।

    এ পর্যন্ত ১০ জনের বেশি ক্যাসিনো হোতা আটক হলেও অধরা রয়ে গেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার ও কাউন্সিলর মমিনুল হক সাঈদ। তারা দুজন ক্যাসিনো সম্রাটের ক্যাসিনো ব্যবসার দেখভাল করতেন বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে সাঈদ অভিযান শুরুর পর থেকে সিঙ্গাপুরে পলাতক। আবু কাওসার কিছু দিন দেশের বাইরে থেকে এখন ঢাকায় অবস্থান করছেন। সাঈদ ক্যাসিনো ব্যবসায় সম্রাটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত।