Tag: ডিমলা

  • ডিমলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসি মালিককে জরিমানা

    ডিমলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসি মালিককে জরিমানা

    ডিমলা প্রতিনিধি॥নীলফামারীর ডিমলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে ফার্মেসি পরিচালনার অপরাধে কামরুজ্জামান ওরফে কামরুল(৪৫) নামে এক ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ঔষধও সেখান থেকে জব্দ করা হয়।

    সোমবার( ২৭জানুয়ারি) সন্ধ্যার সময় উপজেলা সদরের হাসপাতাল মোড়ের জামান ফার্মেসিতে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ফার্মেসিটির মালিকের কাছে ড্রাগ লাইসেন্স দেখতে চাইলে মালিক হালনাগাদ লাইসেন্স দেখাতে না পেরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।
    পরে ফার্মেসির মালিক কামরুজ্জামানকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

    ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ড্রাগ লাইসেন্স পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আশ-পাশের অন্যান্য ফার্মেসি গুলোর মালিকেরা দোকান বন্ধ রাখেন।আমাদের মোবাইল কোর্ট পরিচালনার উদ্যেশ্য হলো মানুষকে সচেতন করা। মানুষ পুরোপুরি সচেতন হলে আমাদের আর মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজন হবেনা।

    তবে এলাকাবাসীর অভিযোগ, অভিযানের সময়ে হাসপাতাল মোড়ের সকল ফার্মেসি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তাদেরকে নতুন করে ভাবিয়ে তুলেছেন। অনেকের দাবি হাসপাতাল মোড় সহ উপজেলার অধিকাংশ ফার্মেসিতে অভিযান চালালেই পাওয়া যাবে মেয়াদোত্তীর্ণ কোনো না কোনো ঔষধ এবং ড্রাগ লাইসেন্স। তাই মালিকেরা ফার্মেসি গুলো ওই সময় বন্ধ করে রেখেছিলেন।এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

  • প্রতীক বার্ষিক লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত

    প্রতীক বার্ষিক লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত

    নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীর ডিমলায় গবেষনা মূলক কার্যক্রম লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(২৬ডিসেম্বর)দুপুরে নীলফামারী অষ্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থায়নে,অক্সফাম জিবির সহযোগীতায় ও বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী প্রতীক প্রকল্পের আয়োজনে ডিমলা ইসলামীয়া ডিগ্রী মহাবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    এ সময়ে দিনাজপুর পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,সহকারী কমিশনার(ভুমি)নুর-ই আলম সিদ্দিকী এবং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক,পল্লীশ্রী প্রতীক প্রকল্প প্রজেক্ট অফিসার এম,এ,মকিম চৌধুরী, ফিল্ড ফ্যাসিলিটেটর সুচিত্রা রানী,এনিমেটর(সদস্য) শিল্পী বেগম প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিমলা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়ক পুরান চন্দ্র বর্মন।

    এছাড়াও জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান,টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের ১০০জন নারী এনিমেটর(সদস্য),বিভিন্ন সরকারী-বেসরকারী-কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,গণমাধ্যমকর্মী,জনপ্রতিনিধি,শিক্ষক,ইউডিসি প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ডিমলায় কৃষি প্রণোদনা ২০১৯ কর্মসূচি’র সার ও বীজ বিতরণ

    ডিমলায় কৃষি প্রণোদনা ২০১৯ কর্মসূচি’র সার ও বীজ বিতরণ

    নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০১৯ এর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তি ৩৫জন কৃষকের প্রত্যেকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

    এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে রোববার(১০নভেম্বর) দুপুরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা পাট কর্মকতা মহিবুর রহমান লোহানী,ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার ,বালাপাড়া চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া প্রমূখ।

    এ সময় উপজেলার ৩৫০ জন কৃষকদের প্রত্যেকের মাঝে ১কেজি করে সরিষা বীজ, ২০কেজি ডিএপি, ১০কেজি করে কৃষি প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হয়।

  • ডিমলায় বিনম্র শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত

    ডিমলায় বিনম্র শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত

    নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত হয়েছে।গভীর শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে শহীদ জাতীয় চার নেতাকে।

    দিবসটি পালনে রবিবার (৩রা নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা,কালো পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

    পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়ে তা উপজেলা সদরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে আবারও ফিরে এসে সেখানে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বারী ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, ডিমলা সদর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মহিত কুমার রায়,পুর্বছাতনাই আ.লীগ সাধারন সম্পাদক আব্দুল লতিফ,উক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান,নাউতারা ইউপিচেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লেলিন,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া,উক্ত ইউনিয়ন আ.লীগ সভাপতি সাইদুল ইসলাম বারী, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আ.লীগ সভাপতি মোজাম্মেল হক,খালিশা চাপানী ইউনিয়ন আ.লীগ সভাপতি সোহরাব হোসেন,গয়াবাড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি-আব্দুল বারেক.সাধারন সম্পাদক আব্দুল সামাদ,পশ্চিম ছাতনাই ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল গফুর,খগাখড়িবাড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি হামিদুল ইসলাম,টেপাখড়িবাড়ি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, আ.লীগ নেতা কামরুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক শৈলেন চন্দ্র রায়,উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।

  • ডিমলায় গাছের চারা বিতরণ করলেন এমপি আফতাব

    ডিমলায় গাছের চারা বিতরণ করলেন এমপি আফতাব

    আজকের শিশু সু-শিক্ষায় শিক্ষিত হয়ে যেমন আগামী দিনের জন্য ভবিষৎ হয়ে গড়ে উঠছে, তেমনি আজকের একটি চারা গাছও আগামী দিনের জন্য সম্পদ।

    বাড়ির আশপাশে কিংবা ফসলী জমির সাথে আজ একটি বৃক্ষ রোপন করলে তা বিভিন্নভাবে মানুষের উপকারে আসে। যেমন জ্বালানী কাজে ব্যবহার, গাছ থেকে অক্সিজেন গ্রহণ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, আসবাব পত্র তৈরী সহ নানান কাজে ব্যবহার। সেই সাথে ভবিৎষতে হবে সম্পদ।

    গতকাল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে বন বিভাগ (নার্সারী) তে জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার পাঁচশত শিক্ষার্থীর মাঝে বন বিভাগের বরাদ্দকৃত বিনামূল্যে গাছের চারা বিতরণ করার পুর্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এ সব কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের ডিমলা উপজেলা রেঞ্জ অফিসার মাহাবুবর রহমান, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপাধক্ষ্য আলহাজ্ব আব্দুল হক, উক্ত স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান সোহাগ, প্রভাষক জুয়েল রানা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম প্রমুখ।

  • ইউপি সদস্য কর্তৃক ধর্ষনের শিকার হয়ে বিধবার আত্মহত্যার অভিযোগ!

    ইউপি সদস্য কর্তৃক ধর্ষনের শিকার হয়ে বিধবার আত্মহত্যার অভিযোগ!

    নীলফামারীর ডিমলায় ইউপি সদস্য ও তার সহচর কর্তৃক জাহানারা বেগম (৪২)নামের এক তিন সন্তানের জননী বিধবা ধর্ষনের শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

    ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার বেশ কিছু প্রভাবশালীরা চেস্টা করলেও পুলিশের জরুরী সেবা ৯৯৯ কল সেন্টারে মোবাইল করে অভিযোগ করলে শনিবার(১৯অক্টোবর) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের পূর্বছাতুনামা চর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বিধবার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

    এ ঘটনায় গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত ধর্ষক উক্ত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম(৪৮)ও নিহত বিধবার ফুফাতো দেবর এবং ধর্ষক ইউপি সদস্যের সহচর মান্নান(আনুমানিক ৩৭)।

    এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের আব্দুল জলিল দেড় বছর আগে রোগজনিত কারনে মারা যায়। সে মারা যাওয়ার পর তিন সন্তানের জননী তার বিধবা স্ত্রী জাহানারা বেগম ওই চর গ্রামে বসবাস করে আসছিলেন।

    গত বুধবার(১৬অক্টোবর) রাতে উক্ত ইউপি সদস্য সাইফুল ইসলাম সহ বিধবার ফুফাতো ভাই মান্নান মিলে বিধবা ভাতার কার্ড করে দেবার নামে ওই বিধবার বাড়িতে যায়।এ পর্যায়ে দুজনে ওই বিধবাকে জোড়পূর্বক ধর্ষন করতে থাকলে ওই বিধবার আত্মচিৎকারে লোকজন ছুটে এসে ইউপি সদস্য ও মান্নানকে হাতে নাতে আটক করেন।

    এরপর ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মান্নানের পক্ষ নিয়ে কিছু প্রভাবশালী তাদের দুজনকে নিয়ে ছটকে পড়েন।ঘটনার পর ওই বিধবা থানায় অভিযোগ করতে চাইলে তাতেও বাধা দেয় স্থানীয় কিছু প্রভাবশালী।

    আবার অনেকেই বলছেন, নিহত বিধবা আত্মহত্যার দিনেও ধর্ষনের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হতে পারেন? পুর্বে ধর্ষিত হবার ঘটনায় নিরউপায় হয়ে আত্মহত্যা করতেও পারেন?এবং তাকে পুর্বপরিকল্পিতভাবে হত্যা করেও আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে তার লাশ হত্যাকারীরা ঝুলিয়ে রাখতেও পারেন?তাদের দাবি ঘটনা যাই হোক না কেনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঠিক ঘটনা উৎঘটন করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

    ঘটনার দিন শনিবার(১৯অক্টোবর) দুপুরের দিকে প্রতিবেশি লোকজন ওই বিধবার লাশ ঝুলন্ত অবস্থায় তার ঘরে দেখতে পেলে মুহুর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে নিহতের বাড়ির অদুরে স্বামীর বাড়িতে থাকা দুই বোন নাজমা ও নাসিমা ছুটে এসে পরিস্থিতি দেখে এলাকাবাসীর সহায়তায় পুলিশের জরুরী সেবা ৯৯৯ কল সেন্টারে মোবাইল করে বিস্তারিত জানালে ডিমলা থানা পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার চেস্টা করেও ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখের ব্যবহৃত সরকারি(০১৭১৩৩৭৩৯১৪)নম্বরটি ঘটনারদিন রাত ৯টা ১৮মিনিট থেকে ৩৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকায় তার কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি!

    তবে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার এসআই আতিকুর রহমান জানান,থানার ওসি ও তিনি সহ সঙ্গীয়ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।

    রোববার(২০অক্টোবর)নীলফামারীতে লাশের ময়না তদন্ত করা হবে।

    এ ঘটনায় এখন পর্যন্ত (শনিবার রাত ১১টা মিনিট) কোনো মামলা না হলেও নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে বিশ্বস্ত একটি সুত্রে জানা গেছে।

  • ডিমলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

    ডিমলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

    “সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এবং “সকলের হাত পরিষ্কার থাক”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় স্যানিটেশন সপ্তাহ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

    এ উপলক্ষে মঙ্গলবার(অক্টোবর) সকালে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এর আগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

    ইউনিয়ন সিবিও এলায়েন্স কমিটির সভাপতি মহছেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

    এতে আরো উপস্থিত ছিলেন পল্লীশ্রীর ফিল্ড কো অর্ডিনেটর দবিরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম, আজিদুল ইসলাম ও হাসিনা বেগম প্রমুখ।

    পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প ডিমলার সহযোগীতায় ও ইউনিয়ন এলায়েন্স সিবিও কমিটির আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সাধারন মানুষজন উপস্থিত ছিলেন।

  • ডিমলায় আ’লীগের সম্মেলন: আফতাব সভাপতি ও মিন্টু সাধারণ সম্পাদক

    ডিমলায় আ’লীগের সম্মেলন: আফতাব সভাপতি ও মিন্টু সাধারণ সম্পাদক

    নীলফামারী জেলার ডিমলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার(২অক্টোবর)দিনব্যাপী ডিমলা ইসলামিয়া মহাবিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    একই দিনে দুপুরে ভোট গ্রহন শুরু হয়ে সন্ধ্যায় তা গননা শেষে ফলাফলা ঘোষনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং অনুষ্ঠানের প্রধান বক্তা ও সংগঠনটির জেলা সাধারন সম্পাদক এড.মমতাজুল হক।

    সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে মোট ১৯৮ভোট পেয়ে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু নির্বাচিত হন।তার নিটকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম ৬৩টি ভোট পেয়ে পরাজিত হন। একই পদে অন্য দুই প্রার্থীর মধ্যে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক লুৎফর রহমান ৪৭টি ভোট এবং শাহআলম ৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

    সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে মোট ভোটার সংখ্যা ৩২৫জন হলেও বিভিন্ন কারনে ভোট নষ্ট হয়েছে ৯টি।

    এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

    এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক-বিএম মোজাম্মেল হক।

  • ডিমলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

    ডিমলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

    নীলফামারীর ডিমলায় বন্যা,অগ্নিকান্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯৫টি পরিবারের মাঝে ১০৬ বান্ডিল ঢেউটিন, নগদ তিনলাখ ১৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে বরাদ্দের এ সকল টিন ও নগদ অর্থ রোববার(২৯সেপ্টেম্বর)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান,পাট কর্মকর্তা মহিবুর রহমান লোহানী,ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম সরকার,ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়,৯৫ পরিবারের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা ও বাকী ৮৪ পরিবারকে ৩ হাজার টাকা করে টাকা এবং এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।