২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল পৌণে ১১টার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু ওয়াজিহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আধু বাপের বাড়ি এলাকার ওয়াহিদুল হক গনীর মেয়ে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় তথ্যটি নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের বরাতে তিনি জানান, সকালে খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে শিশু ওয়াজিহাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন।