Tag: ডেঙ্গুজ্বরে

  • ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ৭দিনে ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

    ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ৭দিনে ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

    সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে নারী শিশুসহ এক সাপ্তাহের ব্যবধানে ১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তাদেরকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

    গত শনিবার থেকে পর্যায়ক্রমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং  চিকিৎসা নিচ্ছে রোগীরা।

    আক্রান্ত রোগীরা হচ্ছে মেহেদী হাসান(১৯), মিনহাজ উদ্দিন (১২), শাহরিয়া (২১), আবদুল কাইয়ুম (২৩), তানজিন সাজ্জাদ (২৯), কামরুল হাসান (৩৩), মাইন উদ্দিন (২৮), শাহিন (৩২), শরীফ (১৭), সামিয়া (৮), ফিরোজা বেগম (৪০), ডালিয়া আকতার (১৭), ফেরদৌস (২০), মাসুদা বেগম (৬০), নারগিস আকতার (৪০) এবং রোকেয়া বেগম (১৮)।

    এদের সকলের বাড়ি নগরীর কর্ণেলহাটস্থ সিডিএ বিশ্ব কলোনী এলাকায়।

    এব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমার ওয়ার্ডে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ডেঙ্গু ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হচ্ছে এরপরও কেন যে হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো বুঝতে পারছিনা। আমরা আরো ব্যাপকহারে কার্যক্রম চালাবাে।

    এব্যাপারে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালের অধ্যাপক ডা. মামুনুর রশিদ মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।

    এদিকে হাসপাতালে সরজমিনে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের অভিভাবকদের সাথে কথা বললে তারা ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বিআইটিআইডি হাসপাতালে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন, সারাক্ষণই ডাক্তাররা খোঁজ খবর নিচ্ছে। কোন অসুবিধা হচ্ছেনা।