Tag: ডেভিড ওয়ার্নার

  • শততম টেস্টে ডাবল সেঞ্চুরি ওয়ার্নারের

    শততম টেস্টে ডাবল সেঞ্চুরি ওয়ার্নারের

    মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় দিনেই বড় লিডের পথে রয়েছে অজিবাহিনী। শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

    শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় ব্যাটার ওয়ার্নার।

    এর আগে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ডাবল শতক হাঁকানোর পরপরই পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার। এরপর উইকেটে এসেছেন ক্রিস গ্রিন। প্রতিবেদন লেখার সময় অজিদের স্কোর ৩ উইকেটে ৩৩৯ রান। ট্রাভিস হেড ১৭ ও গ্রিন শূন্য রানে ব্যাট করছেন।
    শততম টেস্টে তিন অংকের ঘরে পৌঁছে ওয়ার্নার ঢুকে গেছেন একটি এলিট ক্লাবেও। শততম টেস্টে শতক হাঁকানো মাত্র দশম ব্যাটার তিনি। আর অস্ট্রেলিয়ান হিসেবে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেছেন। এর আগে অজিদের মধ্যে এই গৌরব ছিল কেবল রিকি পন্টিংয়ের।

    ওয়ার্নারের আগে শততম টেস্টে শতক হাঁকানো ব্যাটাররা হলেন ইংল্যান্ডের মাইকেল কলিন কউন্ড্রি, অ্যালেক স্টুয়ার্ট, জো রুট, পাকিস্তানের জাবেদ মিয়াদাদ, ইনজামাম উল হক, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, হাশিম আমলা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। এদের মধ্যে পন্টিং হলেন ব্যতিক্রম। তিনি শততম টেস্টের উভয় ইনিংসেই শতক হাঁকিয়েছিলেন।

  • আইপিএলে কোহলির রেকর্ড ভেঙ্গে ৫ হাজার রানের ক্লাবে ওয়ার্নার

    আইপিএলে কোহলির রেকর্ড ভেঙ্গে ৫ হাজার রানের ক্লাবে ওয়ার্নার

    ২৪ ঘণ্টা, খেলাধুলা ডেস্ক : চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের এলিট ক্লাবের সদস্য হলেন এই অজি তারকা ডেভিড ওয়ার্নার।

    আইপিএলের ৩৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলকে জেতাতে না পারলেও এদিন ব্যক্তিগত নজির গড়লেন তিনি। ম্যাচে ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত থেকে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের এলিট ক্লাবের সদস্য হলেন এই অজি তারকা।

    এর আগে আইপিএলে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৫৭টি ইনিংস খেলে ৫ হাজার রানের ক্লাবের রেকর্ড স্পর্শ করেছিলেন আরসিসি অধিনায়ক বিরাট কোহলি। তবে তার রেকর্ড ভেঙ্গে তার থেকে আরো ২২টি ম্যাচ কম খেলেও ৫ হাজারের এলিট ক্লাবের সদস্য হলেন ওয়ার্নার।

    সামগ্রিকভাবে চতুর্থ হলেও বিদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ার্নারই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম এই মাইলস্টোন স্পর্শ করলেন।

    এর আগে আইপিএলে ৫ হাজার রানের ক্লাবে পা দেওয়া বাকি আরো ২ ব্যাটসম্যান হলেন সুরেশ রায়না এবং রোহিত শর্মা। তৃতীয় দ্রুততম হিসেবে ১৭৩ ইনিংসে এই নজির ছুঁয়েছিলেন রায়না।

    এদিন সুপার ওভারে ৩ রান করে ম্যাচ জিতে নেয় কেকেআর৷ প্রথম ম্যাচে এবং সুপার ওভারে দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা পুরস্কার জিতে নিলেন ফার্গুসন৷ তাঁর হাত ধরেই ফের জয়ে ফিরল কেকেআর৷

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ওয়ার্নার-ফিঞ্চ ঝড়ে উড়ে গেল ভারত

    ওয়ার্নার-ফিঞ্চ ঝড়ে উড়ে গেল ভারত

    মুম্বাইয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত। দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের জোড়া শতকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১০ উইকেটের ব্যবধানে।

    টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি ভারত। ইনিংসের ৫ বল বাকি থাকতেই বিরাট কোহলির দল গুটিয়ে যায় ২৫৫ রানে।

    ঘরের মাঠে ভারতের ব্যাটিং লাইনআপ এদিন সুবিধা করতে পারেনি মিচেল স্টার্ক , কেন রিচার্ডসন, প্যাট কামিন্সদের বোলিং তোপে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। এছাড়া আর কেউই অর্ধ-শতক পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি নিজের ইনিংসকে।

    অন্যান্যদের মধ্যে লোকেশ রাহুল ৪৭, রিশাভ পান্ট ২৮ ও রবীন্দ্র জাদেজা ২৫ রান করেন।

    অজিদের পক্ষে স্টার্ক একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন কেন রিচার্ডসন ও প্যাট কামিন্স।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া কোনো বিপদ ঘটার আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা ওয়ার্নারের সাথে দুর্দান্ত ব্যাট করতে থাকেন আরেক ওপেনার ও অধিনায়ক ফিঞ্চ। ওয়ার্নের দ্রুতগতির ইনিংসের পাশে থেকে ফিঞ্চ রানের চাকা সচল রাখেন। অস্ট্রেলিয়া জয় পায় সবকটি উইকেট ও ৭৪ বল হাতে রেখেই।

    ওয়ার্নার ১১২ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন,হাঁকান ১৭টি চার ও ৩টি ছক্কা। ১৩টি চার ও ২টি ছক্কায় ১১০ বল মোকাবেলা করা ফিঞ্চ করেছেন ১১০ রান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফিঞ্চের দল।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত ২৫৫ (৪৯.১ ওভার)
    ধাওয়ান ৭৪, রাহুল ৪৭
    স্টার্ক ৫৬/৩, রিচার্ডসন ৪৩/২

    অস্ট্রেলিয়া ২৫৮/০ (৩৭.৪ ওভার)
    ওয়ার্নার ১২৮*, ফিঞ্চ ১১০*

    ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।

  • ওয়ার্নারের ‘দেড়শো’তে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

    ওয়ার্নারের ‘দেড়শো’তে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

    দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ২৪০ রানের ইনিংসের জবাবে দুর্দান্ত শতক হাঁকানো ডেভিড ওয়ার্নার অপরাজিত ১৫১ রানের ইনিংস খেলে দ্বিতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া।

    টস জিতে পাকিস্তান ব্যাট করতে নামলে প্রথম ইনিংসের সবকয়টি উইকেট হারিয়ে ২৪০ রান তুলতে সক্ষম হয়। যেখানে দলের হয়ে সর্বোচ্চ রান করেন শফিক ৭৬, আজহার আলী ৩৯ ও রিজওয়ান করেন ৩৭ রান। বল হাতে স্টার্ক নেন ৪ টি উইকেট এবং কামিন্স নেন ৩টি উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতক হাঁকান ডেভিড ওয়ার্নার। ৭ চারে তার ক্যারিয়ারের ২২ তম শতক তুলে নেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান। কিন্তু আরেক ওপেনার জো বার্নস শতকের আক্ষেপ নিয়ে ফিরেন। ১০ চারে ৯৭ রান করে ইয়াসির শাহ এর বলে ফিরেন।

    দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন ওয়ার্নার- ল্যাবুশানে। ওয়ার্নার ২৫৭ বলে ১৫০ রান করেছেন। ৯১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ল্যাবুশানে। শেষ পর্যন্ত ১৫১ রানে ওয়ার্নার এবং ৫৫ রানে ল্যাবুশানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ৮৭ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ৩১২ রান।

    সংক্ষিপ্ত স্কোরঃ (২য় দিন শেষে)

    পাকিস্তান (প্রথম ইনিংস):২৪০/১০(৮৬.২)
    আসাদ ৭৬, আজহার ৩৯
    স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০

    অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস):৩১২/১(৮৭)
    ওয়ার্নার ১৫১*, বার্নস ৯৭
    ইয়াসির শাহ্‌ ১/১০১