Tag: ডোমার

  • এবার রেললাইনের ৭২টি ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা

    এবার রেললাইনের ৭২টি ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা

    নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়া দোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডোমার-চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

    এলাকাবাসী জানায়, বুধবার রাতে ওই এলাকায় রেললাইনের লোহা লস্কর খোলার শব্দ শুনতে পাওয়া যায়। এগিয়ে গিয়ে একদল দুর্বৃত্তদের রেললাইনের ফিসপ্লেট পিন খুলতে দেখা গেলে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    ওই গ্রামের হরিদাস চন্দ্র রায় (৩৫) বলেন, ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় ঘটনাস্থলে ৩০০ থেকে ৪০০ লোকজন উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।

    বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।

    জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াৎ হাবীব বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেললাইনের বিভিন্নস্থানে ফিসপ্লেট ক্লিপ খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে।

    নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র একপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা ডোমার স্টেশনে আটকা পড়ে।

    সীমান্ত এক্সপ্রেস ট্রেনের গার্ড হাফিজুর রহমান বলেন, আমরা এখানে আসার পর এলাকাবাসী আমাদের ট্রেনটি দাঁড় করায়। তারপর তারা আমাদের বলে যে রেললাইনের ফিসপ্লেট খুলে রাখা আছে। যারা এগুলো খুলেছিল তাদেরকে তারা ধরতে পারেনি কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছিল। এখানে লাইনের যারা কাজ করে তারা কিছু কাজ করে দেওয়ার পর আমরা চলাচলের অনুমতি পাই। তবে আমাদেরকে এখন সর্তকর্তার সঙ্গে ধীরে ধীরে ট্রেন চালাতে হবে।

    ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ বলেন, আমি ঘটনাস্থলে দেখতে পাই রেললাইনের প্রায় ৭২টি ফিসপ্লেট খোলা হয়েছে। আমাদের ডোমারের ‍ওপরে দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। আমরা সরকারকে অবহিত করব যাতে যে স্থান দিয়ে রেললাইন গেছে সে স্থানের নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি তারা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন আমরা তাদেরকে সে ধরনের সহযোগিতা প্রদান করব।

    উল্লেখ্য, এর আগে বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।

  • ডোমারের নদীতে পড়ে নিখোঁজ দুই শিশু আজও উদ্ধার হয়নি!

    ডোমারের নদীতে পড়ে নিখোঁজ দুই শিশু আজও উদ্ধার হয়নি!

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারের নদীতে পড়ে নিখোঁজ দুই শিশু দুইদিনেও উদ্ধার হয়নি।

    শনিবার(৪ জুলাই)রাত ১০টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

    ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরী দল শিশু দুইটিকে উদ্ধার করতে না পেরে গতকাল শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ফিরে গেছে।

    তবে শিশু দুটির পরিবার সহ এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

    নিখোঁজ শিশু দুইজন হলো উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের সুরুজ্জামানের ছেলে মনোয়ার হোসেন (৬) ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বিএসসি পাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে মনি আক্তার (৫)। ওই দুই শিশু খালাতো ভাই-বোন।

    স্থানীয়রা জানায়, গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের আত্মীয়র বাড়ি হতে জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ বিএসসি পাড়া গ্রামের ময়নুল ইসলাম স্ত্রী, তিন নাতি-নাতনীসহ ব্যাটারী চালিত ইজিবাইক যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

    এসময় আমবাড়ি হাটের অদুরে পাঙ্গা নদী পারাপারের ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজের পাটাতনে ফাকে ইজিবাইকের চাকা ঢুকে উল্টে গেলে ময়নুলের স্ত্রী রওশন আরা (৫৫), তার তিন নাতি-নাতনি লিপু (১০), মনি ও মনোয়ার নদীতে পড়ে যায়।

    স্থানীয়রা তাৎক্ষনিক রওশন আরা ও লিপুকে উদ্ধার করলেও অপর দুই শিশু মনি ও মনোয়ার নদীতে নিখোঁজ হয়।

    গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, স্থানীয় লোকজন ও ডোমার দমকল বাহিনীর কর্মীদের সহায়তায় রংপুরের একটি ডুবুরী দল শিশু দুটিকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

    ডোমার দমকল বাহিনীর দলনেতা ফরহাদ হোসেন বলেন, আমরা রংপুর থেকে দমকলবাহিনীর ডুবুরী দল এনে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি।

    নদীতে প্রচন্ড স্রোতের কারনে ডুবুরী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

    ডোমার থানার ওসি মোস্তফিজার রহমান বলেন, ঘটনার পর থেকে পুলিশ বাহিনীর লোকজন এলাকায় রয়েছে।শনিবার রাত ১০টা পর্যন্ত শিশু দুইটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • ডোমারে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

    ডোমারে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডোমার উপজেলায় যুবক জাকিরুল হত্যা মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

    মঙ্গলবার(২ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    এর আগে সোমবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতাকৃতরা হলেন-ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা আন্ধারুর মোড় এলাকার আন্ধারু কর্মকারের ছেলে কমল কর্মকার (৩০) ও ছোটরাউতা ফকির পাড়ার ওবায়দুলের ছেলে রাশেদ (২০) ।

    ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান (পিপিএম বিপিএম) স্যারের নির্দেশে জাকিরুল হত্যা মামলায় সন্দেহমূলক ভাবে অটোচালক রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে সে হত্যার কথা স্বীকার করে বিভিন্ন তথ্য দেয়। তার তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কমলের বাড়ি হতে কমলকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। জাকিরুলকে হত্যা করে ডোবায় লাশ ফেলার কাজে ব্যবহৃত একটি অটো-রিকশা উদ্ধার করা হয়েছে।

    উল্লেখ্য:- গত ১০ মে উপজেলার পূর্ব বোড়াগাড়ী এলাকায় একটি পরিত্যাক্ত ডোবা হতে জাকিরুল ইসলাম বাচ্চাবাউ (২৫) নামের অর্ধ গলিত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের এক সপ্তাহ আগে হতে জাকিরুল নিখোঁজ ছিল। এতে জাকিরুলের বাবা আব্দুল গনি লাশ উদ্ধারের দিনেই একটি হত্যা মামলা দায়ের করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

     

  • সরকারের ২৫০০ টাকা সহায়তার তালিকায় নাম অন্যের মোবাইল নম্বর ইউপি সদস্যের

    সরকারের ২৫০০ টাকা সহায়তার তালিকায় নাম অন্যের মোবাইল নম্বর ইউপি সদস্যের

    নীলফামারী প্রতিনিধি:সরকারের মানবিক সহায়তার ২৫০০ করে টাকার পাবার তথ্য তালিকায় নীলফামারীর ডোমারে প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের নামের তালিকার সাথে সেই ব্যক্তির দেয়া তথ্যে তার মোবাইল নম্বর উল্লেখ না করে সেখানে যুক্ত করা হয়েছে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর! ঘটনাটি শনিবার(১৬মে) ফাঁস হয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

    তবে উপজেলা প্রশাসনের দাবি যাচাই বাছাই চলছে। সকল ক্রুটি খুঁজে বের করে স্বচ্ছতার তালিকা প্রনয়ন করা হচ্ছে।

    করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত দুই হাজার পাঁচশত টাকা সহায়তা প্রদানে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চারজন অসহায় পরিবারের নামের সাথে ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীনের মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।

    তালিকায় নাম থাকা অসহায় পরিবারের আনিছুর রহমান ও মোকবুল ইসলাম জানান, সরকারী সহায়তা ২৫০০ টাকা দেওয়ার কথা বলে তাদের নাম ও মোবাইল নম্বর ইউপি সদস্য জয়নাল আবেদীন নেয় এক সপ্তাহ আগে। কিন্তু জানতে পেরেছি আমাদের মোবাইল নম্বর না দিয়ে ইউপি সদস্য তার ও তার পরিবারের মোবাইল নম্বর দিয়ে রেখেছেন। এতে ওই টাকা তার মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে জমা হবে।

    ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, আমি ঠিকমত নামের সাথে তাদের মোবাইল নম্বর ইউপি চেয়ারম্যানের নিকট জমা দিয়েছি। কিন্তু চেয়ারম্যানের ভাই তামিম শত্রুতা করে চার ব্যক্তির নামের সাথে আমার মোবইল নম্বর যুক্ত করে দিয়ে আমাকে হয়রানী করার পায়তারা করছে।

    ইউপি চেয়ারম্যানের ভাই তামিম ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের আমি কেউ নই। আমি ইউনিয়ন পরিষদে যাইওনা। অথচ আমাকে দোষারোপ করছেন ইউপি সদস্য জয়নাল আবেদীন।

    এ বিষয়ে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তালিকা জমা দেওয়ার পর ইউপি সদস্য জয়নালের মোবাইল নম্বর চার জনের নামের সাথে পাওয়া গেছে। ইউপি সদস্য এর দায় এড়িয়ে অন্যের উপর দোষ চাপাতে পারেননা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ইউপি সদস্য আমাকে বলেছে, সে লেখাপড়া জানে না। শত্রুতা করে তার নম্বর দেওয়া হয়েছে। কিন্তু তালিকায় অন্যের নামের সাথে তার নিজের, স্ত্রী ও ছেলের মোবাইল নম্বর রয়েছে। এখন সংশোধনের কাজ চলছে। আরো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • ডোমার-জলঢাকাসহ নীলফামারীতে আরও ২ জন করোনায় আক্রান্ত

    ডোমার-জলঢাকাসহ নীলফামারীতে আরও ২ জন করোনায় আক্রান্ত

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে দিনে দিনে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা।

    শনিবার (১৬ মে) রাতে আরও ২ জনের করোনা আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে এক মেয়ে শিশু ও এক যুবক রয়েছে।

    এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জন।জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, নতুন করে জেলার করোনা শনাক্ত দুইজনের তথ্য পাওয়া গেছে। এ মধ্যে জেলার ডোমার উপজেলায় ঢাকা ফেরত ৩০ বছরের যুবক ও জলঢাকা উপজেলায় ১০ বছরের এক শিশু রয়েছে।

    এ নিয়ে জেলায় ৬১ জন আক্রান্তের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ১৫ জন নিজ নিজ বাড়ি ফিরেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • ডোমারে শিশুর গলাকাটা, যুবকের গলিত ও গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    ডোমারে শিশুর গলাকাটা, যুবকের গলিত ও গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক পৃথক ঘটনায় শিশুর গলাকাটা মৃতদেহ, যুবকের গলিত মরদেহ ও গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১০মে) সকালে ও দুপুরে পৃথক স্থানে এই তিনটি ঘটনা ঘটে। এ ঘটনায় ডোমার ও দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলার মর্গে লাশ প্রেরন করা হয়েছে।

    রবিবার (১০মে) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের লালার খামার এলাকায় কাজি নজরুল সরকারি প্রাঃ বিদ্যালয় সংলগ্ন রাস্তার ধারে শুকনো একটি ডোবায় জাকিরুল ইসলাম(২৫) নামে এক যুবকের গলিত মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সকালে এলাকাবাসী গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মৃত্যুদেহ উদ্ধার করে। নিহত জাকিরুল ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ভাটিয়া পাড়ার আব্দুল গনির ছেলে।

    স্থানীয়রা জানিয়েছেন, নিহত জাকিরুলের প্যান্ট ও স্যান্ডেল রাস্তার ধারে পরে ছিল এবং তার মৃতদেহ ডোবার ধারে জঙ্গলের মধ্যে চিৎ অবস্থায় পরে ছিল। নিহত জাকিরুলের শরীরে পচন ধরে পোকা ধরায় দুর্গন্ধ বের হচ্ছিল।

    ধারনা করা হচ্ছে মৃতদেহেদটি তিন-চারদিন আগের। নিহত জাকিরুলের পরিবার সুত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকালে সে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি। খবর পেয়ে এখানে এসে তার লাশ শনাক্ত করে পরিবার।

    একই দিনে দুপুরে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামে একরামুল হকের বাড়ীতে মাহফুজা বেগম (২০) নামে এক গৃহবধূ পারিবারিক কলহে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার ১৮ মাসের একটি ছেলে শিশু সন্তান রয়েছে। নিহত মাহফুজা বেগম হরিনচড়া খানাবাড়ী এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

    জানাযায়, শনিবার বিকালে শাশুড়ী ও বউয়ের মাঝে ঝগড়া হয়। রাতে সকলেই এক সাথে খাবার খায়। সকালে অসুস্থ্য শশুরের জন্য ভাত রান্না করে সে। রবিবার সকাল ১০ টার পরে সকলের অগোচড়ে পাশ্ববর্তী দাদি শ্বাশুড়ি মহিমা বেগমের ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

    খবর পেয়ে বিকেলে ডোমার থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    অন্যদিকে জেলার ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তের ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়ার চিলাপাড়া বনবিভাগের একটি বেতবাগান থেকে মোবাশ্বের (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    রবিবার(১০মে)সকালে নীলফামারীর ডোমার থানা ও চিলাহাটি তদন্ত কেন্দ্র ও পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই লাশ উদ্ধার করে।

    এ ঘটনায় পুলিশ নবম শ্রেনীর এক ছাত্র সিয়াম হোসেন মিঠু(১৫)কে আটক করেছে পুলিশ। নিহত শিশুটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েক পাড়া গ্রামের আলমের ছেলে। আটক ছাত্রটি একই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

    জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েক পাড়া গ্রামের আশিকুর রহমান স্বপনের ছেলে সিয়াম হোসেন মিঠু (১৫) একই গ্রামের আলমের ছেলে মোবাশ্বরকে নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেলে নীলফামারী জেলার ডোমার থানার ভোগডাবুড়ি চিলাপাড়া গ্রামে ফুফা আব্দুল রশিদের বাড়িতে আসে।

    এরপর দিন শুক্রবার বিকাল হতে ৫ বছরের শিশুটি নিখোঁজ হয়। শনিবার(৯মে) সন্ধ্যায় দেবীগঞ্জ থানায় জিডি করেন নিখোঁজ শিশুটির বাবা আলম।

    এ ঘটনায় পুলিশ রাতে নবম শ্রেনীর ছাত্র সিয়াম হোসেন মিঠুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটক মিঠু পুলিশের জিজ্ঞাসাবাদে ৫ বছরের শিশু মোবাশ্বেরকে হত্যা করার কথা স্বীকার করে।

    তার স্বীকারোক্তি অনুযায়ী দেবীগঞ্জ ও ডোমার থানা এবং চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে রবিবার (১০মে) সকালে ভোগডাবুড়ির বনবিভাগের একটি বেতবাগান থেকে গলাকাটা মোবাশ্বেরের লাশ উদ্ধার করেন।

    দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে মোবাশ্বেরকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে নবম শ্রেনীর ছাত্র সিয়াম হোসেন মিঠু। তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করে পঞ্চগড় জেলার মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

    এ ঘটনায় মোবাশ্বেরের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছে।

    ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান,চিলাহাটিতে এক শিশুর উদ্ধারকৃত মৃতদেহ পার্শ্ববতী উপজেলার বাসিন্দা হওয়ায় দেবিগঞ্জ থানা পুলিশ শিশুর মৃত্যুদেহ নিয়ে যান।

    দুপুরে এক যুবকের গলিত মৃতদেহ ও বিকেলে গৃহবধুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনা পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • সালিশের দুইঘন্টা পরেই গৃহবধুর আত্মহত্যা

    সালিশের দুইঘন্টা পরেই গৃহবধুর আত্মহত্যা

    নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীর ডোমারে সালিশের দুই ঘন্টা পরেই মিশু আক্তার(২৭) নামে এক গৃহবধু ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।

    রবিবার(১৯এপ্রিল) সন্ধায় উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা আদর্শপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

    নিহত মিশু আক্তার টংবান্ধা আদর্শপাড়া গ্রামের মাওলানা মমিনুর রহমানের স্ত্রী এবং ভোগডাবুড়ি ইউনিয়নের মৃত, মঞ্জু রহমানের মেয়ে।

    ময়না তদন্তের জন্য তার লাশ পঞ্চগড়ের মর্গে প্রেরন করা হয়েছে। মিশু আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মমিনুর রহমান।
    জানাযায়,বৃহস্পতিবার রাতে স্থানীয় বাবুল হোসেনের ছেলে আলিফ ইসলামকে নিহত মিশু আক্তারের ঘড়ের আশে-পাশে ঘুরাঘুরি করতে দেখেন তার স্বামী মমিনুর রহমান।মমিনুর রহমানকে দেখে পালিয়ে যান আলিফ ইসলাম। পরদিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য বাবুকে জানায় মমিনুর রহমান। রবিবার মমিনুর রহমানের বাড়ীতে বিষয়টি জানতে পেরে মিশুর মা ও চাচা আসেন। সেখানে উপস্থিত হন ইউপি সদস্য বাবু।

    দুপুরে আলিফের বিষয়টি মমিনুর রহমান তার শাশুড়ী ও চাচা শশুর কে ইউপি সদস্যের সামনে জানালে দুই পক্ষের আলোচনায় বিষয়টি আপোষ-মিমাংসা করে দেন ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু। ইউপি সদস্য,মা ও চাচা বাড়ী থেকে চলে যাওয়ার দুই ঘন্টা পরেই সকলের অগোচড়ে বাড়ীতে রাখা ইদুর মারা ওষুধ খেয়ে নেন গৃহবধু মিশু আক্তার।বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে কাছে হওয়ার সুবাধে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    তার মৃত্যুর খবরে গা-ঢাকা দিয়েছেন আলিফ ইসলাম।এলাকাবাসীর ধারনা আপোষ-মিমাংসায় গৃহবধু মিশুকে মিথ্যে অপবাদ দিয়েছেন সেখানে উপস্থিত থাকা ব্যক্তিরা।তাই তিনি তা মেনে নিতে না পেরেই সালিশের মাত্র দুই ঘন্টার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

    সোনারায় ইউনিয়নের ২নং ইউপি সদস্য বাবু বলেন,আলিফের বিষয়টি আমার জানা নেই।আমি মিশু ও তার স্বামীর দীর্ঘদিনের অবনতা মিমাংসা করে দিয়েছি মাত্র তার চাচা সহ।মিমাংসায় ওই গৃহবধুকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,না মিশুকে কোনো অপবাদ দেয়া হয়নি।আমি সহ সকলে ঘটনাস্থল থেকে চলে আসবার কয়েকঘন্টা পর জানতে পারি সে আত্মহত্যা করেছে।

    দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান জানান,এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হয়েছে॥

  • ডোমারে তিনটি মিনিবাসে রহস্যজনক আগুন!

    ডোমারে তিনটি মিনিবাসে রহস্যজনক আগুন!

    নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলা বাস টার্মিনালে তিনটি মিনিবাস রহস্যজনক আগুনে পুড়ে গেছে।

    সোমবার(৬ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। এতে একটি মিনি বাস সম্পূর্ণ এবং দুটি মিনি বাস আংশিক ভাবে আগুনে ক্ষতিগ্রস্থ হয়। করোনা ভাইরাস মোকাবেলায় গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা থাকায় ডোমার বাস টার্মিনালে অন্যান্য বাসের সাথে এই তিনটি বাস সারিবদ্ধ ভাবে রাখা ছিল।

    স্থানীয় সুত্র জানায়, কয়েকজন মুসল্লি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে ডোমার বাস স্ট্যান্ডে থাকা বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

    পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও উৎস-হাচান এন্টার প্রাইজের একটি মিনিবাস (কুমিল্লা জ-০৪-০২০৩) সম্পূর্ণ ও ডোমার ট্রাভেলস ও ডোমার শাপলা সমবায় সমিতি-১ নামের মিনিবাস দুটি আংশিক পুড়ে যায়।

    উৎস-হাচান এন্টার প্রইজ মিনিবাসের মালিক ইবাদত হোসেন জানান পরিকল্পিতভাবে কে বা কারা আমার মিনিবাসটিতে আগুন দিয়ে সম্পূর্ন পুড়িয়ে দিয়েছে। আমি থানায় লিখিত অভিযেগ করেছি।

    বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ওসি মোস্তফিজার রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ডোমারে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

    ডোমারে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

    নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের দাবীতে গত দুই দিন হতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক প্রেমিকা।

    সোমবার(৬ এপ্রিল) বিকেলে ঘটনাস্থলে গেলে জানা যায়,গত রবিবার(৫ এপ্রিল)বিকেলে হতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা কামারপাড়া এলাকার সুদেন রায়ের ছেলে সুমন রায় অর্পনের (২৪) বাড়িতে সে অবস্থান নেয়। প্রেমিকা মেয়েটি ঢাকার ঢাকার বেসরকারী গার্মেন্টস কোম্পানীতে চাকরি করেন। প্রেমিক সুজন ও প্রেমিকা মেয়েটি দুজনে প্রতিবেশী।

    বিয়ের দাবিতে অবস্থান করা মেয়েটি জানান, সুমন আর আমার ছয় মাস হতে প্রেমের সম্পর্ক। সে বিয়ের কথা বলে একাধিকবার আমার সাথে শারিরীক ভাবে মেলা-মেশা (ধর্ষন) করেছে।
    কিন্তু এখন অন্যত্রে বিয়ের জন্য কনে দেখে বেড়াচ্ছে। তাই আমি বিয়ের দাবীতে সুমনের বাড়িতে অবস্থান নিয়েছি।

    তবে প্রেমিক সুমন বলেন, মেয়েটির সঙ্গে তার কোন প্রকার সম্পর্ক ছিলনা। তবে সে আমার প্রতিবেশী।

    হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ছেলে মেয়ের বিয়ে মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। মেয়ের পরিবার ছেলের পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছেন।

  • ডোমারে ছাত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রধান শিক্ষক সিরাজুল কারাগারে

    ডোমারে ছাত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রধান শিক্ষক সিরাজুল কারাগারে

    নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর ডোমারে আলোচিত এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষককে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

    রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাগডোকরা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৮) কে গ্রেফতার করেন ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান।

    এ বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে মৃত তৃষ্ণা রানীর বাবা দুলাল রায় হত্যার প্ররোচনার দায়ে মামলা নং-০৮, তারিখ-০৯/০২/২০ দায়ের করেন।

    উল্লেখ্যঃ গত ২ ফেব্রুয়ারী ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায় (১৫) প্রবেশ পত্রে বানিজ্য বিভাগের জায়গায় প্রধান শিক্ষকের অবহেলায় মানবিক বিভাগ আসে।

    তৃষ্ণা রানী এর প্রতিবাদ করায় প্রধান শিক্ষক ভীষন ভাবে তৃষ্ণাকে অপমান করে স্কুল থেকে বের করে দেয়। শেষে নিরুপায় হয়ে বাড়ীতে এসে নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে।

    এই মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে একাধীক বার মানব বন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ করতে থাকে।

    ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তিনি জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

  • ডোমারে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

    ডোমারে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

    নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে চোরাচালান মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও একই উপজেলার গোমনাতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুজনসহ অন্যান্য মামলায় ৪জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

    আটককৃতদের আজ সোমবার(১০ ফেব্রুয়ারি)আদালতে প্রেরণ করা হয়েছে।

    রবিবার গভীর রাতে ডোমার থানা পুলিশ গোমনাতীর ভারতীয় সীমান্ত এলাকা থেকে গোমনাতী বাজার এলাকার আব্দুর রউফ এর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা সুজন(৪০)কে আটক করে।

    ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সুজন বিশেষ ক্ষমতা আইনে ২৫/ বি ধারায় চোরাচালানী মামলা নং- ০৮, তারিখ- ১৩/১২/১৯ এর এজাহার ভুক্ত আসামী।সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে মাদক, চোরাচালানসহ থানায় একাধিক মামলা রয়েছে। এবং পাশ্ববর্তি ডিমলা থানায় সে ছিনতাই মামলায় পূর্বে একবার গ্রেফতার হয়ে হাজত খেটেছিল।

    অপরদিকে গতরাতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা বোদাপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আপেল (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে দুলাল হোসেন (২৩), কালাম হোসেন (২৫) কে চিলাহাটি এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জিআর মামলা নং- ৭১/১৮ দায়ের আছে। সোমবার সকালে সকল আসামীকে জেলা আদালতে পাঠানো হয়।

  • ছাত্রী আত্মহত্যার প্ররোচনা: সেই প্রধান শিক্ষক সিরাজুল গ্রেফতার

    ছাত্রী আত্মহত্যার প্ররোচনা: সেই প্রধান শিক্ষক সিরাজুল গ্রেফতার

    নীলফামারী প্রতিনিধি॥ আত্মহত্যার প্ররোচনা মামলায় নীলফামারীর ডোমারের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার(৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বোড়াগাড়ি ইউনিয়নের বাকডোকরা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

    বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আত্মহননকারী তৃষ্ণা রায়ের বাবা দুলাল চন্দ্র রায়ের মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

    এরআগে একই দিনের সকালে ডোমার-চিলাহাটি সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন বিক্ষুদ্ধ সহপাঠীসহ এলাকাবাসী।

    উল্লেখ্যঃ চলমান এসএসসি পরীক্ষার আগেরদিন (২ ফেব্রুয়ারী) প্রবেশপত্র দেয়া হয় ওই ছাত্রীটিকে।বাণিজ্য বিভাগের ছাত্রী হয়েও প্রবেশ পত্রে বিভাগ পরিবর্তন হয়ে আসে তার প্রবেশ পত্রে। এনিয়ে প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি গালমন্দ করে তাড়িয়ে দেন। সেদিন বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ছাত্রী তৃষ্ণা রায়।

    এনিয়ে জড়িত শিক্ষকদের বিচার দাবী করে বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে সহপাঠী সহ স্থানীয়রা। শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গঠন করা হয় পৃথক তিনটি তদন্ত কমিটিও।

    ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তৃষ্ণার বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।