Tag: ড্রাইভার-হেলপার আটক

  • বাসের জগের ভিতর করে ইয়াবা পাচার, ফৌজদারহাট থেকে ড্রাইভার-হেলপার আটক

    বাসের জগের ভিতর করে ইয়াবা পাচার, ফৌজদারহাট থেকে ড্রাইভার-হেলপার আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

    বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকামূখী একটি সৌদিয়া পরিবহণ (চট্টমেট্টো ব-১১-১০৮২) বাসে তল্লাসী চালিয়ে বাসে ড্রাইভার মোঃ আলমগীর (৩৮) ও হেলপার মোঃ হায়দার (২৫) নামে দুইজনকে আটক করা হয়।

    তারা অভিনব কায়দায় গাড়ির জগ এর ভিতরে করে ইয়াবা নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার ও এএসআই শফিউল্লাহ এর নেতৃত্বে পুলিশ ফৌজদার হাটের বাইপাস এলাকায় সৌদিয়া পরিবহণ গাড়ির জগ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

    আটককৃত ড্রাইভার মোঃ আলমগীর ও হেলপার মোঃ হায়দার নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদ পুর আমির আলী (সওঃ) এর বাড়ির মৃত নুর মিয়া সওদাগরের পুত্র। তারা দুইজনই আপন ভাই।

    বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, সৌদিয়া বাসের জগ ( চাকা খুলার যন্ত্র) এর ভিতর থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসসহ গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।