Tag: ড. আহমদ কায়কাউস

  • ‘গ্রাহকরা আতঙ্কে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন’

    ‘গ্রাহকরা আতঙ্কে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন’

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানালেন, ‘ব্যাংকে টাকা নেই’ এই প্রসঙ্গ আলোচনায় আসার পর গ্রাহকরা আতঙ্কে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন।

    তিনি বলেছেন, ‘ব্যাংকে টাকা নেই, এটা বলার পর সত্যিকারের একটা ইমপ্যাক্ট হয়েছিল। প্রায় ৫০ হাজার কোটি টাকা মানুষ উইথড্র করেছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতে বাঁধা দেয়নি। এখন সবাই টের পেয়েছে, আরে! এটা তো ভুল করেছি। এখন সবাই টাকা ফেরত দিতে শুরু করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখন কিন্তু সবাই আবার ফেরত দিচ্ছে।’

    তিন দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)’র বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে গতকাল শনিবার আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ২৪ঘণ্টা/জেআর

  • চট্টগ্রাম আঞ্চলিক থেকে আন্তর্জাতিক গুরুত্বের অভিধায় উন্নীত: চসিক প্রশাসককে মুখ্যসচিব

    চট্টগ্রাম আঞ্চলিক থেকে আন্তর্জাতিক গুরুত্বের অভিধায় উন্নীত: চসিক প্রশাসককে মুখ্যসচিব

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস বলেছেন, চট্টগ্রাম শুধুমাত্র বাংলাদেশর অর্থনৈতিক হৃদপিন্ড নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার নবজাগতি ও সমৃদ্ধির সৃষ্টিশীল বলয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তি যোগের বিষয়টি নিজের মেধা, মনন, চিন্তা-চেতনা ও পরিকল্পনা ধারণ করে কর্ণফুলীর তলদেশ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র ট্যানেল নির্মাণ, একাধিক অর্থনৈতিক জোনসহ মেগা প্রকল্প বাস্তবায়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। কারণ এই চট্টগ্রাম থেকে রিজিওনাল কানেক্টিভিটি কর্মপরিকল্পনা ঘুনধুম হয়ে মিয়ানমার ছুঁয়ে চীনের কুর্মিং সিটি পর্যন্ত আন্তঃদেশিয় সড়ক যোগাযোগ, চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলের ৭টি রাজ্যসহ নেপাল ও ভূটানের সাথে ট্রানিজিট লিংক, অর্থনৈতিক অঞ্চলে ১২টি দেশের বিনিয়োগ প্রস্তাব প্রধানন্ত্রী শেখ হাসিনার মিশন-বিভশন ২০৪০ পূরণের বাস্তবায়নে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তাই চট্টগ্রাম এখন আঞ্চলিকতার গন্ডি পেড়িয়ে আন্তর্জাতিকতার অভিধায় অভিষিক্ত।

    আজ সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে সাক্ষাতকালে তিনি একথা বলেন।

    এই সময় খোরশেদ আলম সুজন চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধিকল্পে বেপজা, বন্দর ও কাস্টমস্ থেকে বাৎসরিক আয়ের একটি নির্ধারিত অংশ পরিশোধ এবং চসিকের শিক্ষা-স্বাস্থ্যসহ সেবাখাতগুলোর কর্মক্ষমতার পরিধি প্রসারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তাঁর দেয়া চাহিদা পত্রে উত্থাপিত দাবীগুলো তুলে ধরেন।

    ড. কায়কাউস আহমেদ এর সাথে সহমত পোষণ করে বলেন, এই মাটির সন্তান হিসেবে আমি চট্টগ্রামের মানুষের চাওয়া-পাওয়ার কথা বুঝি। এই চাওয়া-পাওয়া পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের করনীয় দায়িত্ব কাঁদে তুলে নিয়েছেন।

    তিনি চসিক প্রশাসককে তাঁর চাহিদা পত্র অনুযায়ী দাবী গুলো পূরণের বিষয়টি প্রক্রিয়াধীন রাখতে সহায়তা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

    এদিকে ঢাকায় আজ চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

    তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, স্বাস্থ্য সচিব মোঃ আবদুল মান্নানের সাথ্যে তাদের নিজ নিজ দপ্তরে সাক্ষাত করেন।

    স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র সাথে স্বাক্ষাতকালে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে মাদক, নারী নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে শতভাগ জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। অপরাধী সনাক্ত করণে উন্নত প্রযুক্তির ব্যবহার ও পুরো নগরীকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনতে হবে। স্বরাস্ট মন্ত্রী এই বিষয়গুলো বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের সাথে সাক্ষাতকালে চসিক প্রশাসক মোহাম্মদ খোশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামের সন্তান হিসেবে আপনার ভালো ধারণা আছে। চট্টগ্রামে কভিড-১৯ মোকাবেলায় গঠিত তদারকী কমিটির প্রধান সমন্বয়ক হিসিবে আপনার ইতিবাচক ভূমিকায় চট্টগ্রাম নগরবাসী উপকৃত হয়েছে। করোনার দ্বিতীয় ডেউ মোকাবেলায় চসিক প্রস্তুত। স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন এব্যাপারে সহযোগিতার আম্বাস দেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে বন্দর, বেপজা ও কাস্টমস থেকে তাদের আয়ের একটি অংশ দেয়ার ব্যাপারে করণীয় পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দেন।

    স্বাস্থ্য সচিব মোঃ আবদুল মান্নানের সাথে স্বাক্ষাতকালে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, আমাদের স্বাস্থ্য খাত দেশ-বিদেশে প্রশংসিত হলেও বর্তমানে গতি হারিয়েছে। সরকারি ভাবে এই নগরীতে স্বাস্থ্য সেবা অপ্রতুল। ষাট লাখের বেশি নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিতে যে আর্থিক সক্ষমতা প্রয়োজন তা চসিকের নেই। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক প্রণোদনা খুবই প্রয়োজন।

    এ প্রসঙ্গে স্বাস্থ্য সচিব মোঃ আবদুল মান্নান বলেন, চসিক ইপিজেড এলাকয় মাতৃসদন ও হাসপাতাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ে যে চাহিদা পত্র দিয়েছিল তা বিবেচনায় আজই মন্ত্রণালয়ে সভা হয়েছে এবং সভায় এর অনুকূলে অনুমোদন দেয়া হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • পটিয়ায় বিভিন্ন কর্মসূচীতে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

    পটিয়ায় বিভিন্ন কর্মসূচীতে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

    পটিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর মূখ্য সচিব পটিয়ার কৃতি সন্তান ড. আহমদ কায়কাউস বলেছেন, স্বাধীনতা না আসলে বাংলাদেশ আজকের অবস্থানে আসতে পারতো না। তাই স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারী কর্মকর্তাদের দিনে অন্তত এক ঘন্টা করে বেশী কাজ করতে হবে।

    শুধু তাই নয়, তিনি এ বর্ষকে অর্থবহ করতে সরকারী কর্মকর্তাদেরকে দিনে অন্তত একজন মানুষকে বিশেষভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে মানবতার অনুপম দৃষ্টান্ত স্থাপনের আহবান জানান।

    এছাড়াও তিনি পটিয়ার শিক্ষা ডিজিটেলাইজেশন, জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন, মাদক নির্মূল ও অনাবাদী কৃষি জমি গুলোকে আবাদযোগ্য করা এবং সরকারী কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদীহিতার মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

    তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পটিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এ আহবান জানান।

    চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফারহানা জাহান উপমা, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, থানার অফিসার ইনচার্জ মো: বোরহান উদ্দিন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা গন এতে বক্তব্য রাখেন।

    এর পূর্বে তিনি সকাল ১০ টা থেকে পটিয়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

    এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অপরিকল্পিত অবকাঠামো ও সরকারী বালক উচ্চ বিদ্যালয় না থাকায় বিস্ময় প্রকাশ করে বলেন, পটিয়া একটি সাবেক মহকুমা সদর, এ এলাকাটি অনেক জ্ঞানী-গুণির জন্মস্থান হিসেবে হাজার বছর ধরে শিক্ষা এবং সংস্কৃতিতে নানাভাবে অবদান রেখেছে। যার গৌরবকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার সুষ্ঠ পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

    তিনি মূখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহনের পর চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াছ হোসেন সহ বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে প্রথমবারেরমতো  শুক্রবার নিজ এলাকায় আসলে তাকে পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাংগীর ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা গণ পটিয়ায় স্বাগত জানান।

    তিনি পটিয়ার এয়াকুবদন্ডী স্কুল, পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহ আমির উচ্চ বিদ্যালয়, সুচক্রদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আল্লাই ওখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

    এর মধ্যে তিনি শাহ আমির উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় বিদ্যালয়টির নানান বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় এ বিদ্যালয়টির প্রাইমারী সেকশনটি ৩৮ বছরেও সরকারীকরণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

    এ সময় বিদ্যালয়ের সভাপতি আ ম ম টিপু সোলতান চৌধুরী ও প্রধান শিক্ষক এসএমএকে জাহাঙ্গীর চট্টগ্রাম ১২ আসনের এমপি সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় ৪ তলা বিশিষ্ট একটি ভবনের কাজ এগিয়ে চলার তথ্য তুলে ধরেন। পাশাপাশি তারা বিদ্যালয়টির উন্নয়নের জন্য তার সহযোগিতা কামনা করে একটি প্রোফাইল এবং পটিয়ার ইতিহাস ঐতিহ্য গ্রন্থ সহ একসেট বই ও একটি সম্মাননা স্মারক তার কাছে হস্তান্তর করেন।

    এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াছ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফারহানা জাহান উপমা, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, সরকারী চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আলিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল হক তালুকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন চট্টগ্রামের পটিয়ার সন্তান আহমদ কায়কাউস

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন চট্টগ্রামের পটিয়ার সন্তান আহমদ কায়কাউস

    ২৪ ঘন্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী ইউনিয়নের বাসিন্দা ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব পদ থেকে বদলি করে আহমদ কায়কাউসকে নতুন মুখ্য সচিব নিযুক্ত করেন।

    একই দিনের অপর এক প্রজ্ঞাপনে সরকারি চাকরিবিধি অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানকে অবসর দেয়া হয়েছে।

    পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী ইউনিয়নের বাসিন্দা আহমদ কায়কোবাদের ছেলে আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব পদে যোগদানের আগে ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ (আইএফপিআরআই)-এর পলিসি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি সাপোর্ট প্রোগ্রামের (প্রএসএসপি) উপ-প্রধান হিসেবে ৩ বছর কাজ করেছেন।

    ড. আহমদ কায়কাউস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উইলিয়ামস কলেজ থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্যাল ইকোনমির ওপর পিএইডি ডিগ্রি অর্জন করেন।

    তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন।

    ড. আহমদ কায়কাউস বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের (ইপিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়ামাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও কাজ করেছেন আহমদ কায়কাউস।

    ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি পদোন্নতি পেয়ে তিনি একই বিভাগের সচিব হন।