Tag: ড. শিরীণ আখতার

  • চবি উপাচার্য পবিবারের ৫ সদস্যসহ করোনা আক্রান্ত

    চবি উপাচার্য পবিবারের ৫ সদস্যসহ করোনা আক্রান্ত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ তাঁর মেয়ে-নাতি-নাতনীসহ পরিবারের পাঁচ সদস্যের করোনা শনাক্ত হয়েছেন।

    এ ছাড়া উপাচার্যের বাসার দুই কেয়াটেকারেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    আজ শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তাঁদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

    বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, সামান্য জ্বর আসায় পরিবারের সাতজনের নমুনা পরীক্ষার জন্য জমা দেওয়া হয়। সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে। চিকিৎসা শুরু করেছি।

    চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান জানান, গত দুই মাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে অন্তত ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দু জন সম্পূর্ণ সুস্থ্য। আর বাকিরা চিকিৎসাধীন আছেন।

    উল্লেখ্য, গত ৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের জন্য লকডাউন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/এম আর