এবারের বঙ্গবন্ধু বিপিএলে বেশ শক্ত দল গড়েছে ঢাকা প্লাটুন। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের পাশাপাশি শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, লরি ইভান্সের মত বিদেশি নিয়েও হতশ্রী শুরু ঢাকার। লিটন দাস, হযরতউল্লাহ জাজাইদের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকাকে হেসেখেলে হারালো রাজশাহী রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী।
এদিন ঢাকার দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলেন লিটন। জাজাইকে সাথে নিয়ে ইনিংস শুরু করতে এসে প্রথম ওভার থেকেই ঢাকার বোলারদের উপর চড়াও হন তিনি। সাথে যোগ্য সঙ্গ দেন জাজাইও। উদ্বোধনী জুটিতে দুজনের ব্যাট থেকে আসে ৬২ রান। যেখানে ৩৯ রান করে আউট হন লিটন।
পরে জাজাইয়ের সাথে জুটি বাঁধেন শোয়েব মালিক। দেখেশুনে খেলতে থাকেন এই দুজন। মাঝে নিজের অর্ধশতকটা তুলে নেন জাজাই। আর কোনো বিপদ হতে না দিয়ে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। পরবর্তীতে ১০ বল ও ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী রয়্যালস। যেখানে জাজাই ৫৬ ও মালিক অপরাজিত থাকেন ৩৬ রান নিয়ে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামে ঢাকা প্লাটুন। দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন দুই ব্যাটসম্যান তামিম ও এনামুল হক বিজয়। তবে শুরুটা একেবারেই সুখকর হয়নি ঢাকার। দলীয় ১৫ রানের মাথায় তামিম আউট হয়ে যান ৫ রান করে। খানিক বাদে ব্যক্তিগত ১৩ রান করে একই পথের অনুসারী হন ইভান্স।
এরপর জাকের আলীকে নিয়ে ঢাকার হাল ধরেন বিজয়। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ৩৯ রান। ইনিংসের ১২ তম ওভারে জাকের রান আউটে কাটা পড়লে ভাঙে এই পার্টনারশিপ। পরে পেরেরা, আফ্রিদিরা ব্যর্থ হলে শেষদিকে দলের রান বাড়ানোর চেষ্টা করেন ওয়াহাব রিয়াজ ও অধিনায়ক মাশরাফি।
ওয়াহাবের ১৯ ও মাশরাফি অপরাজিত ১৮ রানের সুবাদে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৩৪ রানের সংগ্রহ পায় ঢাকা প্লাটুন। রাজশাহীর হয়ে রাহী ২ এবং তাইজুল, কাপালি, ফরহাদ রেজা ও বোপারা প্রত্যেকে নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা প্লাটুন: ১৩৪/৯ (২০ ওভার)
বিজয় ৩৮, জাকের ২১, ওয়াহাব ১৯; আবু জায়েদ ২/৪৩, ফরহাদ রেজা ১/১৪, বোপারা ১/১৫।
রাজশাহী রয়্যালস: ১৩৬/১ (১৮.২ ওভার)
জাজাই ৫৬*, লিটন ৩৯, মালিক ৩৬*; মেহেদী ১/২৩।
ফলাফল: রাজশাহী ৯ উইকেটে জয়ী।