Tag: ঢাকা

  • ঢাকা থেকে দাওয়াত করে চট্টগ্রামে এনে ৪ বন্ধুকে অপহরণ!

    ঢাকা থেকে দাওয়াত করে চট্টগ্রামে এনে ৪ বন্ধুকে অপহরণ!

    রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন চার তরুন। গতকাল শুক্রবার রাতে (৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।

    অপহরনের শিকার হওয়া তরুনরা হলো, রিয়াজ হোসেন (১৮) পিতা-মোঃ হোসেন, রাকিব হাওলাদার (১৮) পিতা -জলিল হাওলাদার, সুমন (১৯) পিতা-মোহাম্মদ সাদেক, মিল্লাত হোসেন (২১) পিতা-নুরুস সাফা।

    জানা যায়, ঢাকার সাভার এলাকা থেকে বৃহস্প্রতিবার রাতে রয়েল পরিবহনের একটি গাড়িতে করে চট্টগ্রাম বেড়াতে আসেন চার তরুন। শুক্রবার বিকেলে তাদের দাওয়াত দিয়ে ফটিকছড়ির হেয়াকো বাজারে নিয়ে যায় স্থানীয় পূর্বপরিচিত বন্ধু সুমন।

    তাদের অভিযোগ সুমনের সহযোগিতায় হেয়াকো বাজার থেকে তাদের মাইক্রো করে গহীন জঙ্গলে নিয়ে আটকে রাখে সন্ত্রাসীরা। অপহৃত হওয়া তরুনদের ধারনা আটকে রাখা জায়গাটি রামগড়ের কোন গভীর জঙ্গল। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনসহ ১২ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে তাদের মোবাইল ফোন থেকে যার যার বাসায় দুই লক্ষ টাকা মুক্তিপন চেয়ে ফোন দেয় সন্ত্রাসীরা।

    মুক্তিপন চেয়ে ফোন পেয়ে সাভার থানায় গিয়ে জিডি করে তাদের স্বজনরা। পরে পুলিশের তৎপরতা টের পেয়ে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে তাদের জঙ্গলে এনে ছেড়ে দেয় অপহরনকারিরা। ছেড়ে দেয়া স্থান থেকে গাড়িতে করে গভীর রাতে বারোইয়ার হাট এসে পৌছে চার তরুন।

    এই বিষয়ে নগর পুলিশের গোয়েন্দা শাখা ও রামগড় থানায় যোগাযোগ করা হলে এমন কোন অভিযোগ পুলিশ পায় নি বলে জানানো হয়। সাভার থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, চার তরুনের স্বজনরা শুক্রবার সাভার থানায় একটি সাধারন ডায়েরী করেছে।

    অপহৃত রিয়াজ প্রতিবেদককে জানায়, অপহরণকারীরা সংখ্যায় ছিল ৭ জন। এদের মধ্যে সুমন তাদের পুর্ব পরিচিত। সুমনই মুলত বাড়িতে দাওয়াত দিয়ে হেয়াকোঁ এলাকায় নিয়ে যায় তাদের। পরে তাদের ধরে নিয়ে মারধর করে বলেও জানায় রিয়াজ।

  • জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

    জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

    আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে লাইনচ্যুত হয়েছে।

    শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ শেষ করতে আরও ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে।

    আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলস্টেশনে ঢোকার মুহূর্তে সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

    আখাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। ওই পথে বেলা ১টার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধারকাজ শেষ করতে ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।

  • সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন হবে: কাদের

    সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন হবে: কাদের

    সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন করা হবে বলে জানিয়েছন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেছেন, ‘মূল চার লেন সড়কের পাশে ছোট যানবাহনের জন্য হবে আরও দুটি সার্ভিস লেন। ফান্ডিংয়ের অভাবে আগে থেকে কাজ শুরু করা যায়নি। এবার ছয় লেন করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ফান্ড দেবে। কাজের অগ্রগতি খুব দ্রুত হবে।’

    শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়কে করিমন, নসিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এ যানের আমদানির বিষয়টা বাণিজ্য মন্ত্রণালয়ের। আমদানি বন্ধ করতে একাধিক চিঠি দিয়েছি। এছাড়া নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিতে আগে থেকেই প্রশাসনকে বলে রাখা আছে।’

    ক্যাসিনোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে, তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

    এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।