Tag: ঢামেক

  • ঢামেকে প্রথম টিকা নিলেন অধ্যাপক ডা. ফাত্তাহ রুমি

    ঢামেকে প্রথম টিকা নিলেন অধ্যাপক ডা. ফাত্তাহ রুমি

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই হাসপাতালে ৪টি বুথে করোনার টিকা দেয়া হচ্ছে। এই কেন্দ্রে প্রথম টিকা নেন হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি।

    বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন আন্ডারগ্রাউন্ডে তৈরি করা বুথে এ টিকাদান কর্মসূচি শুরু হয়।

    অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমির পরেই মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফসহ কয়েকজন চিকিৎসক টিকা নেন।

    এসময় নার্স মাজহারুল ইসলাম জানান, নিজের ইচ্ছায় করোনা টিকা নেওয়ার জন্য এসেছি। আমিসহ এখানে ১৫ নার্সের নাম দেওয়া হয়েছে।

    এর আগে বুধবার (২৭ জানুয়ারি) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে সিবিআরএন কমপ্লেক্সে টিকা প্রয়োগের স্থানটি পরিদর্শন করেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। এ সময় তিনি বলেন, ২০ থেকে ৩০ জন চিকিৎসকসহ নার্স ও কয়েক জন স্টাফকে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে।

    সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম জামাল ও মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরীসহ আরো অনেক চিকিৎসক করোনার টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া, নার্স, স্টাফরাসহ সরকারি কর্মচারীদের নিয়ম অনুযায়ী টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

  • সরকারি ওষুধ পাচারের সময় কেন্দ্রীয় নার্স নেতা তপন আটক

    সরকারি ওষুধ পাচারের সময় কেন্দ্রীয় নার্স নেতা তপন আটক

    শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিটিউট থেকে অবৈধভাবে সরকারি ওষধ নিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে (৪৫) হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই।

    আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের সামনে থেকে ওষধসহ তাকে আটক করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

    তিনি বলেন, ‘বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তপন কুমারকে আটক করার পর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।’

    ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ‘আটক হওয়া তপন কুমার আমাদের হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থাসহ যেকোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবেন বলেও জানান তিনি।

    গোয়েন্দা সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ চুরি করে আসছিলেন তপন।

    সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাস স্বাধীনতা নার্সেস পরিষদ-স্বানাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢামেক বার্ন ইউনিট শাখার সভাপতি। তিনি বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে কর্মরত।

    এ ব্যাপারে স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ইকবাল হোসেন সবুজ গণমাধ্যমকে বলেন, সংগঠনের কোনো ইউনিটের কারও বিরুদ্ধে যদি কোনো অপকর্মে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    তপন কুমার বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ওষুধসহ আটক হওয়ায় প্রচলিত আইনে তাকে কঠোর শাস্তি দেয়া হোক। আমাদের সংগঠনে কোনো চোর-প্রতারকের জায়গা নেই।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঢামেকে ২ জনের প্লাজমায় প্রয়োজনীয় মাত্রায় অ্যান্টিবডি পাওয়া গেছে

    ঢামেকে ২ জনের প্লাজমায় প্রয়োজনীয় মাত্রায় অ্যান্টিবডি পাওয়া গেছে

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা ডোনেট করেছেন এমন ২ জনের রক্তের নমুনায় প্রয়োজনীয় মাত্রা অনুযায়ী অ্যান্টিবডি পাওয়া গেছে।

    রোববার (১৭ মে) দিনগত রাতে এ তথ্য জানিয়েছে কিওর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশন।

    করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত একাধিক চিকিৎসক জানিয়েছেন, করোনায় সংক্রমিত হওয়ার পর যারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তাদের প্রত্যেকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অর্থাৎ রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। করোনাজয়ী ব্যক্তির দেহে তৈরি অ্যান্টিবডি যদি করোনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তাহলে তিনি সুস্থ হয়ে ওঠেন।

    এর আগে শনিবার (১৬ মে) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে এ কার্যক্রম শুরু হয়। এসময় কোভিডজয়ী চিকিৎসকের দেহ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়।

    এ থেরাপির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট মানে উত্তীর্ণ হলেই প্রথম ঢাকা মেডিকেলে করোনা রোগীদের দেহে প্রয়োগ করা হবে এ প্লাজমা।

    অত্যাধুনিক অ্যাফারেসিস মেশিনের মাধ্যমে রক্তের প্লাজমা দান করেন দেলোয়ার হোসেন নামে এক চিকিৎসক। সেসময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সীমিত সুযোগের প্রেক্ষাপটে এ থেরাপি আশার আলো হয়ে উঠেছে। কোভিড নাইন্টিন থেকে সেরে ওঠা সামর্থ্যবান মানুষদের প্লাজমা দেওয়ার অনুরোধ করেন এ চিকিৎসক।

    অসুস্থ ব্যক্তির শরীরে করোনাজয়ীর অ্যান্টিবডি প্রয়োগের পর অনেকে সুস্থ হয়ে ওঠায় চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে প্লাজমা থেরাপির প্রয়োগ শুরু হয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। রক্তে প্লাজমা থাকে ৫৫ ভাগ। করোনাজয়ীর অ্যান্টিবডি থাকে রক্তের প্লাজমায়। সুস্থ ব্যক্তির দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে তা করোনায় সংক্রমিত অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয় বলে এই চিকিৎসাপদ্ধতির নাম হয়েছে ‘প্লাজমা থেরাপি’।

    উল্লেখ্য, এই প্লাজমা থেরাপি ঠিকঠাক কার্যকর হলে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের করোনা রোগীদের চিকিৎসায় এটি হবে নতুন দিগন্ত। এমনটা মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

    ২৪ ঘণ্টা/এম আর