Tag: তথ্যমন্ত্রীর

  • আল্লামা আহমদ শফী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    আল্লামা আহমদ শফী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    প্রেস বিজ্ঞপ্তি : দেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস, বাংলাদেশ ও হেফাজত-ই-ইসলাম সংগঠনের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের সংবাদে ব্রাসেলস সফররত তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে আল্লামা শফীর বয়স হয়েছিল ১০৪ বছর।

    ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করেন এবং চট্টগ্রামের একই উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে আন্তরিক শ্রদ্ধা জানান।

    মন্ত্রী বলেন, মাওলানা আল্লামা শফী দীর্ঘ তিন দশকেরও বেশি দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীন ও বৃহত্তম চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অনস্বীকার্য।

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ।

    এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    তথ্যমন্ত্রী শোকবার্তায় আরো বলেন, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম আজীবন জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অটল ছিলেন।

    মন্ত্রী এসময় ২০১৪-২০১৮ মেয়াদে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোহাম্মদ নাসিমের দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    ড. হাছান মাহমুদ বলেন, মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অপরদিকে, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

    নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নেতা কর্মীদের বিনয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, বিনয়ী মানুষকে মহান করে। সমস্ত উন্নয়ন, অর্জন ও অগ্রগতিতে যদি আমরা বিনয়ী না হই তবে সেগুলো ভুলুন্ঠিত হবে।

    তাই বিনয়ী হওয়ার পাশাপাশি অতিতের কথা মনে রেখে ভবিষ্যতেও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সকল নেতা কর্মীকে প্রস্তুত থাকতে হবে। সবসময় রাজনীতি একই রকম যায়না, তাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আরো খবর : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভীর বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া কিছু নয়-তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দ্যেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিলো। আজকে বিএনপি তার দোষরেরা স্বাধীনতার পরাজিত শক্তি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আরো খবর : মায়ের মমতায়, বোনের স্নেহে আওয়ামী লীগকে সুসংগঠিত করে শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

    সে কারণে দেশে মাঝে মধ্যে গুজব ছড়ানো হয়, সে কারণে দেশের শিক্ষাঙ্গনকে অস্থির করার অপচেষ্টা চালানো হয়। এ সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সতর্ক থাকতে হবে। আরো খবর : শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে আমাদের দলে অনেক সুযোগসন্ধানীর অনুপ্রবেশ ঘটেছে। দলে অন্তুভুক্ত সুযোগ সন্ধানীদের চিহ্নিত করে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদেরকে দলের কোন পদ দেওয়া যাবে না।

    এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এর আগে আওয়ামী লীগের সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে সকাল থেকে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নের্তৃবৃন্দরা বিমান বন্দরে জড়ো হন। তাদের শুভেচ্ছা অভিনন্দনে শিক্ত হন তথ্যমন্ত্রী।