Tag: তথ্য প্রতিমন্ত্রী

  • অপতথ্য প্রতিরোধ করতে চাই : তথ্য প্রতিমন্ত্রী

    অপতথ্য প্রতিরোধ করতে চাই : তথ্য প্রতিমন্ত্রী

    তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আমি আগেও বলেছি, অপতথ্য প্রতিরোধ করতে চাই, কিন্তু মতপ্রকাশের অবাধ স্বাধীনতাকে সংকুচিত করে নয়। কাজেই দুটো একইসঙ্গে আমাদের করতে হবে।

    রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যের কারণে পশ্চিমারা এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমাদের মধ্যে সেই আলাপই হয়েছে। এ নিয়ে নৈতিকভাবে আমরা একমত আছি। পশ্চিমারা বিভিন্ন ধরনের আইন করছেন। সেই আইনের খসড়া, আইন প্রণয়নের বিষয়গুলো আমাদের শেয়ার করবেন।

    মোহাম্মদ এ আরাফাত বলেন, আপনারা দেখেছেন, অপতথ্য মানবসমাজকে বিরাট ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রযুক্তি ব্যবহার করে এগুলো করা হচ্ছে। কিছুদিন আগে দাভোসে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামেও এ নিয়ে আলোচনা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে মানুষকে যে বিষয়গুলো সবচেয়ে ঝুঁকিতে ফেলবে, তার মধ্যে সবার আগে এই প্রোপাগান্ডা ও মিস-ইনফরমেশন (ভুল তথ্য)।

    তিনি আরো বলেন, বিশ্বজুড়ে এই উদ্বেগটা আছে। ইউরোপীয় ইউনিয়নের যেমন আছে, তেমনই আমাদেরও আছে। সে ক্ষেত্রে আমরা কীভাবে পরস্পরকে সহায়তা করতে পারি, সেটা নিয়ে আলাপ হয়েছে। এছাড়া আমাদের অংশীদার হিসেবে ইউরোপীয় ইউনিয়ন তো আছেই। এগুলো ছাড়াও আরো বিভিন্ন স্তরে সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি।

    আরাফাত বলেন, আজ মূলত আমরা ডিজইনফরমেশন ও মিসইনফরমেশন নিয়ে আলোচনা করেছি, কীভাবে ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) একটি ব্যবস্থার মাধ্যমে এটার বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারি।

    কী ধরনের সহযোগিতা পরস্পরকে করা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আইডিয়া বিনিময় করা, প্রযুক্তিগত সহযোগিতা থাকবে। সমস্যা হচ্ছে, তারা এটার সমাধান করে ফেলেছে, তা-ও কিন্তু না। সমাধান কেউ করেনি। নতুন একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা নিয়ে তারাও চিন্তা করছেন, আমরাও করছি। এখানে আমরা অংশীদার হচ্ছি। পরস্পরকে সহযোগিতা করে বৈশ্বিকভাবে আমরা এর একটা সুরাহা করতে পারি কি না; সেই আলাপ হয়েছে।

    সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ-বিগ্রহে সাংবাদিকদের ঝুঁকির মধ্যে পড়া, সেটা তো আছেই। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে সেগুলো নিয়ে একটা আলাপ হয়েছে। ইউরোপেও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে বলে রাষ্ট্রদূত বলেছেন। আমাদের দেশেও কোথায় কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি, সেটা নিয়ে আলাপ হয়েছে। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে ওপেন করে দেওয়া হয়েছে, গণমাধ্যমের বিস্তৃতি ঘটেছে। এই উদার করতে এমনও হয়েছে, গণমাধ্যমের মধ্যেও একটা ইনডিসিপ্লিন হয়ে গেছে। এটা আমরা বলছি না, গণমাধ্যমকর্মী হিসেবে আপনারাই বলছেন।

    ‘পেশাদার সাংবাদিকরাই বলছেন যে এটাকে রেগুলেশন, ডিসিপ্লিনে আনা দরকার। আপনারাই বলছেন একটু রেগুলেট করতে হবে। এগুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা একটি স্বাস্থ্যকর পরিবেশ চাই। গণতন্ত্র হচ্ছে আইনের শাসন। স্বাধীনতার নামে আমরা তো জঙ্গল বানিয়ে ফেলতে পারি না।’

  • তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছেও বলে জানিয়েছেন তিনি। কাদের জানান, আগামীকাল মঙ্গলবারের মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলা হয়েছে।

    সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে নারীবিদ্বেষী মন্তব্যের জেরে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হয়েছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ। নারী অধিকারকর্মীদের পাশাপাশি সরকারদলীয় প্রভাবশালী অনেক নেতাও বলছেন, প্রতিমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। তবে এসব মন্তব্য করেননি বলে দাবি ডা. মুরাদের।

    মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এ রাজনীতিবিদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। পরে ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি।

    এন-কে

  • কাল রাউজানে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি

    কাল রাউজানে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি

    নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : মাদক নির্মূল, সামাজিক অবক্ষয় রোধ ও করোনাকালে মানবিক প্রসংশনীয় কর্মকান্ডের জন্য চট্টগ্রামের রাউজানে তরুণ সমাজের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী কে উরকিরচর ইউনিয়নবাসীর পক্ষ হতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগামীকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারী) গনসংবর্ধনা অনুষ্ঠিত হবে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোহাম্মদ মুরাদ হাসান এম পি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, একুশে পদক প্রাপ্ত ড.বিকিরণ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবীর সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী, বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া পি এইচ ডি, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএএম হোসাইন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব এস এম ইউছুপ সি আই পি।

    এতে সভাপতিত্ব করবেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।

    অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দ।

  • ক্যান্সার প্রতিরোধে আরও সচেতনতা বৃদ্ধির জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী

    ক্যান্সার প্রতিরোধে আরও সচেতনতা বৃদ্ধির জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী

    তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ক্যান্সার প্রতিরোধে আরও সচেতনতা বৃদ্ধির জন্য তার মন্ত্রণালয় কাজ করবে। জেলা ও উপজেলা তথ্য অফিসসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে এই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হবে।

    তিনি বলেন, ইতোমধ্যেই সরকার বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধ, এসিড নক্ষেপ সন্ত্রাস প্রতিরোধ, মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

    আজ বিকেলে রাজধানীর মতিঝিলে অবস্থিত নটর ডেম কলেজ মিলনায়তনে ‘নভেম্বর ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নটর ডেম কলেজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে বিকন ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের অনকোলজি ও রেডিও থেরাপির কনসালটেন্ট অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী।

    এতে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমান্ত পিয়াস ও বিকন ফার্মাসিটিউক্যালস লিমিটেডের কর্মকর্তা মাহাবুবুর রহমান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

    নটর ডেম কলেজের সাবেক ছাত্র তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, নটরডেম কলেজ দেশের একটি ঐত্যিবাহি কলেজ- দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে এই কলেজের নাম জড়িয়ে আছে। এই কলেজটি শিক্ষার্থীদের কাছে স্বপ্ন, প্যাশন ও দৃষ্টান্ত।

    প্রতিমন্ত্রী কলেজের উপস্থিত তার উত্তরসূরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যারা আজ আমাদের সামনে বসে আছ, তোমরাই আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।’

    তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মাধ্যমে স্পিড, স্প্রিট ও কনফিডেন্স তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়ে এই কলেজে পড়ার সময়কার বিভিন্ন স্মৃতি শিক্ষার্থীদের কাছে তুলে ধরে তাদের উৎসাহিত করেন।

    মূল প্রবন্ধে অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ফুসফুস ক্যান্সার নির্মূল করা সম্ভব। ধূমপানই ফুসফুস ক্যান্সারের মূল কারণ। তাই যারা ধূমপান করেন তা তাদেরকে পরিত্যাগ করতে হবে। ধূমপান পরিত্যাগই ফুসফুস ক্যান্সার প্রতিরোধের বড় উপায়।

    তিনি বলেন, বাংলাদেশে গত এক দশকে ফুসফুস ক্যান্সার চিকিৎসার উন্নতি হয়েছে। দেশে যে জনসংখ্যা রয়েছে সেই হিসেবে এখানে ৩০০টি ক্যান্স্যার সেন্টার থাকার কথা। কিন্তু দেশে বর্তমানে মাত্র ২০টি ক্যান্সার সেন্টার রয়েছে।

  • ‘আমাকে নিয়েও একটু ভাবুন’, বার্তাপ্রধানদের তথ্য প্রতিমন্ত্রী

    ‘আমাকে নিয়েও একটু ভাবুন’, বার্তাপ্রধানদের তথ্য প্রতিমন্ত্রী

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়া কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল তার কর্মসূচি কাভার করে না জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধানদের উদ্দেশে বলেছেন, আপনারা আমাকে নিয়েও একটু ভাবুন।

    তিনি বলেন, পাঁচ মাসেরও বেশি সময় ধরে আমি তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার অনুষ্ঠানে শুধু বিটিভি যাচ্ছে, বিটিভি হয়তো বড় একটা অংশ কাভার করে রুরাল এরিয়ায়। আরবান এরিয়ায় প্রাইভেট চ্যানেলগুলোই মানুষ দেখে থাকে। এ কারণে আমাদের একটা বড় গ্যাপ হচ্ছে, এই গ্যাপগুলো না থাকুক-এটাই আমার প্রত্যাশা।

    বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এখানে অপূর্ণ ও অসম্পূর্ণ থাকব যদি আমি আপনাদের সবার সদয় ও আন্তরিক সহযোগিতা না পাই। মন্ত্রী মহোদয় এই মন্ত্রণালয়ের অভিভাবক, উনি রাষ্ট্রের সকল গুত্বপূর্ণ তথ্য প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় ইস্যুতে বলে থাকেন। আমার ওইভাবে এত কথা বলার প্রয়োজনীয়তা নেই। তারপরও উনি যখন থাকেন না অথবা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যান…মন্ত্রী মহোদয় সব অনুষ্ঠানে যেতে পারেন না, তখন আমাদের বলেন, আমি যাই। ওইসব প্রোগ্রামে দেখি আমাদের বিটিভির ক্যামেরা-ওরা যায়। কিন্তু আমাদের বেসরকারি প্রায় ৩৫টি চ্যানেল তাদের তেমন দেখা যায় না।

    মুরাদ হাসান বলেন, ‘আমার কর্মসূচিগুলো আমাদের পিআরও, পিএস, এপিএস আপনাদের কাছে পাঠাবেন। এক্ষেত্রে আমার অনুরোধ হলো আপনারা যদি আপনাদের ক্যামেরা, রিপোর্টার পাঠান তবে শূন্যতাটা কাভার হবে। এটা আমি পাঁচ মাস ধরে অনুভব করছি, আমার উপলব্ধিতে বারবার এসেছে।’

    মুরাদ হাসান বলেন, আজকে থেকে আপনাদের সঙ্গে সম্পর্কটা ডেভেলপ যেন হয়। আন্তরিক দৃষ্টি আমার প্রতি যেন থাকে যে, মুরাদ ভাই কোথায় গেল, তার আজকে কী প্রোগ্রাম? আপনারা আমাকে নিয়েও একটু ভাবুন। এটা আমার জন্য অনেক ভালো হবে।’

    এ সময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের ডাকার চিঠিটা ফরমাল হয়ে গেছে। টেলিভিশনগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। ব্যবসা-বাণিজ্য খারাপ। তথ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন সমস্যার কথা বলছি, আপনাকেও বলব, আপনাকেও দায়িত্ব নিতে হবে।’

    তার এ কথার পরিপ্রেক্ষিতে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এগুলো অলমোস্ট জানি। নিশ্চয়ই দায়িত্ব নিয়ে কাজ করার জন্যই প্রধানমন্ত্রী এই দায়িত্ব আমাকে দিয়েছেন। নিশ্চয়ই দায়িত্ব নিয়ে আমি কাজ করতে চাই। আমি প্রমাণও করতে চাই, আমার আন্তরিকতা কতটুকু। আপনাদের পাশে থাকার জন্য আমার মানসিকতা কতটুকু। সেটা নিশ্চয়ই কাজের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ হবে।