Tag: তফসিল ঘোষণা

  • কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

    কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

    কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ।

    বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

    জাহাংগীর আলম বলেন, এই ২৩৩টি নির্বাচনের মধ্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।

    ইসি সচিব বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    জাহাংগীর আলম আরও বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

  • কর্ণফুলী উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২ নভেম্বর

    কর্ণফুলী উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২ নভেম্বর

    কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর জানান, এ উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে তফসিলে আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

    ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর। এরআগে ২০১৭ সালের ২০ আগস্ট উপজেলা গঠনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

    চারটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত কর্ণফুলী উপজেলাকে গত ১৬ আগস্ট ৮টি ইউনিয়নের রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৯ মে ২০১৬ কর্ণফুলী উপজেলার পথচলা শুরু। এর আয়তন ৫৫ দশমিক ৩৬ বর্গকিলোমিটার। প্রায় সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে সরকার কর্ণফুলী উপজেলা কমপ্লেক্স নির্মাণ করছে। সরকারের নানা উন্নয়ন নীতি এবং ভূমিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রচেষ্টায় বদলে যাচ্ছে কর্ণফুলী নদীর তীরের এই উপজেলা।

  • বোয়ালখালী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

    বোয়ালখালী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : অবশেষে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল বোয়ালখালী পৌরসভায় ভোট।

    গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পৌর নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে ২৪ মার্চ।

    জানা গেছে, প্রায় দেড় বছর আগে এই পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে। পৌরবাসী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও নানা অজুহাতে সেই ভোটদান থেকে বঞ্চিত হচ্ছিলেন হাজার হাজার ভোটার।

    বোয়ালখালী থানা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ভোটার বিষয়ে কিছু আইনি জটিলতা ছিল। সেটি এখন কেটে গেছে। কিছু ভোটার নিয়ে অভিযোগ উঠেছিল।

    চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২১ মে। এ সময় বিএনপির প্রার্থী হাজী আবুল কালাম মেয়র নির্বাচিত হন। একই সালের ১৯ জুন প্রথম সভা অনুষ্ঠিত হয় এ পৌরসভায়। সে হিসাবে গত বছর ১৯ জুন এ পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

    চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

    চট্টগ্রাম প্রেস ক্লাব দ্বিবার্ষিক নিবাচন ২০২০ উপলক্ষে নির্বাচনী কমিটির এক সভা কমিশনার ওমর কায়সারের সভাপতিত্বে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

    সভায় আগামী ৩১ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

    সভায় নির্বাচনী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযামউদ্দিন, জাকির হোসেন লুলু এবং শেখর ত্রিপাঠি উপস্থিত ছিলেন।

    নির্বাচনী তফসিল নিম্নরূপ:

    ১. মনোনয়নপত্র প্রদান : ১৪ ও ১৫ ডিসেম্বর সোম ও মঙ্গলবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত।

    ২. মনোনয়নপত্র গ্রহণ : ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত।

    ৩. মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ : ১৮ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টা পর্যন্ত।

    ৪. প্রার্থীতা প্রত্যাহার : ১৯ ডিসেম্বর, শনিবার বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত।

    ৫. চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ : ২০ ডিসেম্বর রোববার বেলা ৩ টা পর্যন্ত।

    ৬. ভোট গ্রহণ : ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার
    সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত(বিরতিহীন)।

  • ৩০ জানুয়ারি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন : তফসিল ঘোষণা

    ৩০ জানুয়ারি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন : তফসিল ঘোষণা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

    সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক, মোহাম্মদ মামুনুর রশীদ।

    ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ করা হবে। ১৭ জানুয়ারি সকাল ১১টা থেকে ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা এবং ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ করা হবে।

    তাছাড়া আগামী ২০ জানুয়ারি সকাল ১১টা থেকে ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ২১ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল-৪টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জসীম চৌধুরী সবুজ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল এবং সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস’র কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন।

    এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ শামসুল হক, মুহাম্মদ মোরশেদ আলম, মামুনুর রশীদ।

    জানা যায়, নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নির্বাহী পরিষদের একটি সদস্যপদ সহ মোট ৯ (নয়)টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৪শ ৪জন সদস্য নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • জানুয়ারিতে ঢাকার দুই সিটির নির্বাচন

    জানুয়ারিতে ঢাকার দুই সিটির নির্বাচন

    আগামী বছরের জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ১৫ নভেম্বরের পর।

    রোববার (৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

    দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব।

    ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচন একযোগে সম্পন্ন হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

    উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে ঢাকা দক্ষিণের মেয়র হন সাঈদ খোকন। আর ঢাকা উত্তরে মেয়র নির্বাচিত হন ব্যবসায়ী নেতা আনিসুল হক। আনিসুল হকের মৃত্যুর পর ভোটে নির্বাচিত হয়ে ঢাকা উত্তর সিটির মেয়র হন আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। আর চট্টগ্রামের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন আ জ ম নাছির উদ্দীন।