Tag: তরুণী

  • উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা তরুণীকে অপহরণ

    উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা তরুণীকে অপহরণ

    খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী।

    গতকার শনিবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন তিনি। তবে রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

    ওসিসির কো-অর্ডিনেটর ডা. সুমন রায় জানান, ডুমুরিয়ার ২৮ বছরের এক তরুণী শনিবার রাত সোয়া ১১টার দিকে খুমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। পরে তাকে ওসিসিতে রেফার্ড করা হয়। তাকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

    ওই তরুণী বলেন, ‘মধুগ্রাম কলেজে পড়ার সময় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে সে দীর্ঘদিন আমার সঙ্গে অনৈতিক ব্যবহার করেছে। কিন্তু পরে বিয়ের কথা বললেই সে টালবাহানা করছে। আজও সে (শনিবার রাতে) আমার সঙ্গে অনৈতিক ব্যবহার করেছে।

    ওই তরুণীর ভাই অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান শনিবার রাতে মোবাইল করে তার বোনকে শাহপুর এলাকায় চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে অনেকদিন ধরে তার বোনকে ধর্ষণ করেছেন উপজেলা চেয়ারম্যান। ওই দিন তার বোন চেয়ারম্যানকে বিয়ে করার জন্য চাপ দিলে তিনি তাকে তাড়িয়ে দেন। তিনি ডুমুরিয়া থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

    তবে সাংবাদিকদের কছে অভিযোগ অস্বীকার করে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি।

    ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। ফলে সত্যমিথ্যা কিছুই বলতে পারছি না। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

    তবে বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, রবিবার বিকেলে ধর্ষণের অভিযুক্ত তরুণীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান—স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। এসময় ডুমুরিয়ার ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে আটক করে জনতা। ওই চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদেও চাচাতো ভাই।

    তুলে নিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা জানার সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

     

  • বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বিয়ের করার কথা বলে হোটেলে নিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজারসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে।

    গত শনিবার বিকেলে থেকে রোববার রাত ২টা পর্যন্ত সীতাকুণ্ডের জলসা আবাসিক হোটেলে গণধর্ষণের ঘটনাটি ঘটে।

    থানায় মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল গ্রামের কাসেম মিস্ত্রির ছেলে নয়নের (২২) সাথে এক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় মিরসরাই উপজেলার ওই তরুণীর।

    এরপর থেকে মোবাইল ফোনে নয়নের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। নয়ন গত শনিবার বিকাল ৪টার সময় মোবাইলে বিয়ে করার কথা বলে ওই তরুণীকে সন্ধ্যা ৬ টার মধ্যে সীতাকুণ্ডে আসতে বলে।

    তরুণী সীতাকুণ্ডে আসলে বিশ্রামের কথা বলে নয়ন তাকে পৌর সদরের জলসা আবাসিক হোটেলের ৪র্থ তলার ৪০১ নম্বর কক্ষে নিয়ে যায়। এসময় নয়ন তরুণীকে জোর করে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ায়। এরপর তাকে পর পর তিনবার ধর্ষণ করে।

    রাত ১০ টার দিকে নয়ন খাবার আনার কথা বলে হোটেলের নিচে যায়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে আরো ৫ যুবক পর্যায়ক্রমে রুমে গিয়ে রাত দেড়টা পর্যন্ত তাকে ধর্ষণ করে। এরপর তারা বাহিরে চলে যায়।

    রাত দুইটার দিকে হোটেল ম্যানেজার তরুণীকে জানান, আরো তিনজন যুবক হোটেলে আসবে। এ কথা শুনার পর তরুণী আরেকটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। তিন যুবক তখন তরুণীকে না পেয়ে নিচে চলে যায়।

    মামলা সুত্রে আরো জানা যায়, রাত দুইটার পর ঐ তরুণী হোটেল থেকে বের হয়ে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দিলে গভীর রাত হওয়াতে বাড়ি যাওয়ার গাড়ি না পেয়ে সারারাত পৌরসদর বাসস্ট্যান্ডেই কাটায়। পরদিন সকালে বাড়ি ফিরে যায়।

    এরপর আজ সোমবার সকালে তরুণী সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম হোটেল জলসা ও পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

    আটকরা হলেন- উপজেলার ভাটেরখীল গ্রামের মো. নুর নবীর ছেলে মোহাম্মদ আলীম হোসেন (২২), গুলিয়াখালী খালিদ মেম্বারের বাড়ির মোহাম্মদ জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত (১৯), দক্ষিণ ভাটেরখীল গ্রামের আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমন ইসলাম (২০), একই এলাকার নেছার আহমেদের ছেলে রনি (২০), জসিম উদ্দিনের ছেলে বারেক (২২), আবুল কাসেম মিস্ত্রির ছেলে নয়ন (২২) এবং জলসা হোটেলের ম্যানেজার নুর উদ্দিন (৩৮)।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ধর্ষণের শিকার তরুণীর সাথে এক মাস আগে বিয়ের অনুষ্ঠানে নয়নের পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মোবাইল ফোনে ডেকে এনে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে নয়নসহ তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণ করে।

    ভুক্তভোগী তরুণীর অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বাঁশখালীতে মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী! থানায় মামলা

    বাঁশখালীতে মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী! থানায় মামলা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় মায়ের সাথে ঝগড়া করে কাজের সন্ধানে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৮ বছর বয়সী এক তরুণী।

    গত ২৭ এপ্রিল সোমবার রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন ঘোণাপাড়া এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তবে গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার ধর্ষিতা তরুনীর পিতা বাদি হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করার পর ঘটনাটি জানাজানি হয়।

    থানা সূত্রে জানা যায়, এক তরুণীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছে ভিকটিমের পিতা। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালের ওয়ান এস্টপ ক্রাইসিসি (ওসিসি) পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পারিবারিকভাবে কথা কাটাকাটি শেষে মায়ের সাথে রাগ করে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যান উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামের বাসিন্দা ভিকটিম তরুণীটি।

    সড়কে যানচলাচল না থাকায় সে পায়ে হেটে একই উপজেলার পাশ্ববর্তী ইউনিয়ন বৈলছড়ির ঘোনাপাড়া এলাকার খালেদা আক্তার নামে এক নারীর ঘরে আশ্রয় নেন।

    স্থানীয় বখাটে আব্দুল মজিদ, আবু তালেব ও অপর এক যুবকসহ তরুণীকে আত্মীয় পরিচয় দিয়ে এবং চাকুরির মিথ্যা প্রলোভন দেখিয়ে তরূণীকে তাদের বাড়ি পৌছে দেওয়ার আশ্বাস দিয়ে আশ্রিত বাড়ি থেকে নিয়ে যায়।

    বখাটেরা রাত ৯ টার দিকে চেচুরিয়া ৯ নং ওয়ার্ডের ঘোনাপাড়া জিত্তা পুকুরের উত্তর পার্শ্বে ম্যালেরিয়া ও গামারি গাছের বাগানে নিয়ে তরুণীকে গণ ধর্ষণ করে পালিয়ে যায়।

    পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে চিহ্নিত আসামিদের ধরতে অভিযানে নামে।

    থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হওয়ার তথ্য নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার বলেন, এ মামলায় অভিযুক্ত আসামিরা চিহ্নিত হয়েছে। র্বতমানে তারা পালাতক আছে তবে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ৩২৮৩ কি.মি সাইকেল চালিয়ে ওমরাহ পালনে মক্কা গেলেন তরুণী

    ৩২৮৩ কি.মি সাইকেল চালিয়ে ওমরাহ পালনে মক্কা গেলেন তরুণী

    উড়োজাহাজ নয়, গাড়ি বা মোটরসাইকেলও নয়, সাইকেল চালিয়ে একাই সৌদি আরবের উদ্দেশে গেলেন তিউনিশিয়ার এক তরুণী।

    তার নাম সারা হাবা। ওমরাহ পালনের উদ্দেশ্যে তিউনিশিয়া থেকে সাইকেল চালিয়ে ৩ হাজার ২৮৩ কিলোমিটার (২০৪০ মাইল) পথ পাড়ি দিয়ে সৌদির জেদ্দায় পৌঁছান সারা। এ দুরত্ব অতিক্রম করতে সময় নেন মাত্র ৫৩ দিন।

    তিউনিশিয়া নিউমেরিক জানিয়েছে, সারা হাবার বাড়ি আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। তিনি মিশর ও সুদানের বেশিরভাগ মরুভূমি দিয়ে সাইকেল চালিয়ে ৫৩ দিনে সৌদিতে পৌঁছুতে সক্ষম হন।

    সাইক্লিংটোমেকা নামক হ্যাশট্যাগ ব্যবহার করে যাত্রার সব তথ্য ও তার অবস্থান বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন। তিনি তার সাইকেলের নাম রেখেছেন মেরজুগা, যার অর্থ দোয়া ও অনুগ্রহ।

    পবিত্র কাবায় পৌঁছে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে নিজের ইনস্টাগ্রামে সারা হাবা লিখেছেন, ‘আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশে এ যাত্রা শুরু করি। এজন্য সময় নষ্ট না করতে একটি মুহূর্তের জন্যও থামিনি আমি। আমার ইচ্ছা শক্তিই আমার শরীরকে টেনে নিয়েছে। এত অল্প সময়ে আমি সফর শেষ করতে পারব ভাবতেও পারিনি।’

    সারা আরো বলেন, ‘প্রতিদিন টানা ১০ থেকে ১২ ঘণ্টা করে সাইকেল চালিয়েছি। মরুভূমি পাড় হওয়ার সময় আমার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ, নিজেই সাইকেলটি ঠিক করতে পেরেছি। রাস্তায় আমাকে অনেক মানুষ খাবার ও পানি দিয়ে এবং নানা সহযোগিতা করেছেন।’

    তবে সৌদি আরবে পৌঁছে মক্কা শহরে ঢুকতে পারবেন কি না সে বিষয়ে চিন্তিত ছিলেন সারা।

    তিনি বলেন, ‘মক্কা যতোই কাছে আসছিল ততোই চিন্তা বাড়ছিল যে আমাকে পবিত্র নগরীতে প্রবেশ করতে দেবে কি না সে দেশের প্রশাসন। তবে আমি আল্লাহর ঘরের যাত্রী জেনে পথে অগণিত মানুষের দোয়ায় আমি সফল হয়েছি। আমার এ কষ্ট আল্লাহ কবুল করুন এ কামনা করি।’

    উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী, ৪৫ বছরের কম বয়সী যে কোনো নারী ওমরাহ বা হজ আদায় করতে মাহরাম সঙ্গে নিয়ে যেতে হয়।

  • ৯৯৯ এ ফোন করে ধর্ষণ থেকে রক্ষা পেল তরুণী

    ৯৯৯ এ ফোন করে ধর্ষণ থেকে রক্ষা পেল তরুণী

    বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় এলাকায় রবিবার দিবাগত রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেয়েছেন এক তরুণী।

    এ ঘটনায় ইয়াসমিন আক্তার, রনি দত্ত (২৩), মো. জোবায়ের (২৮) এবং নেয়ামতকে (৩৮) আটক করেছে পুলিশ।

    জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টা ৫৬ মিনিটে ভীত, সন্ত্রস্ত ও উদ্বিগ্ন একজন তরুণী ৯৯৯ এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান।

    কলার জানায় তাকে কাঠগড়ের একটি বাড়িতে চাকরি দেয়ার কথা বলে আটকে রাখা হয়েছে। তাকে দিয়ে খারাপ কাজ করানো হতে পারে, তাই সে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে লুকিয়ে সেখান থেকে ৯৯৯ এ ফোন করেছে তাকে উদ্ধার করার জন্য।

    ৯৯৯ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় এবং পতেঙ্গা থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে পতেঙ্গা থানার এসআই সুমন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।

    এ বিষয়ে এসআই সুমন জানান, কাঠগড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিম ১৭ বছর বয়সী তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

    তিনি আরও জানান, তরুণী চাকরির সন্ধানে চট্টগ্রাম এসেছিলেন। পরে আটক ইয়াসমিন আক্তারের সাথে তার পরিচয় হয়। তাকে চাকরি দেয়ার কথা বলে কাঠগড়ে তার বাসায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল পতিতাবৃত্তি করানোর জন্য। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

  • বাঁশখালীর জঙ্গল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

    বাঁশখালীর জঙ্গল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার জঙ্গল থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মুমিন এস্টেট নামক পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয়রা ধারণা করছেন লাশটি কোন পাগল মহিলার হতে পারে। তার মাথার এক পাশে থেঁতলানো ও বিচ্ছিন্ন পা দেখে মনে হচ্ছে ১০-১২দিন আগে বণ্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

    বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার জানান, আজ রবিবার সকাল সোয়া ১০টার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুরিয়া বৈলগাঁও চা বাগান থেকে দুই কিলোমিটার দূরে গভীর জঙ্গলে গিয়ে বাঁশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ওই তরুণীর পরনে রঙ্গিন কাপড় পড়া ছিলো। তবে লাশের পরিচয় স্থানীয়রা কেউ জানাতে পারেনি।

    মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকাল সাড়ে ১১টার সময় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।