Tag: তরুণ সংঘ

  • অসহায়দের পাশে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর তরুণ সংঘ/ অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণ

    অসহায়দের পাশে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর তরুণ সংঘ/ অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : মহামারি করোনায় দুর্যোগময় পরিস্থিতিতে এলাকার অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গ্রামের তরুণ সংঘ।

    আজ ২০ মে বুধবার সংগঠনটির উদ্দ্যেগে ২য় দফায় ত্রাণ বিতরণ সম্পন্ন করে। দক্ষিণ ধর্মপুর এলাকার ৬০টি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে সংগঠনটি।

    এর আগেও গত ১৮ মে সোমবার স্থানীয় ফরাঙ্গীখীল বড়ুয়া পাড়ার প্রায় ২০টি পরিবারের ঘরে ঘরে ত্রান পৌছে দিয়েছে সংগঠনের কর্মীরা।

    ধর্ম গোত্র সাম্প্রদায়িকতার উর্ধ্বে ওঠে মানবতার শপথ নিয়ে অসহায়দের পাশে দাড়িয়েছে তারা। তাদের ভালবাসার এাণ সামগ্রির মধ্যে রয়েছে মাছ, মাংস, আলু ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী।

    ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তরুন সংঘের উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব এ কে এম বখতেয়ার, নুরুল ইসলাম মানিক, তরুণ সংঘের সভাপতি মাওলানা শহিদুল্লাহ, মাষ্টার দুলাল, জাহাঙ্গীর কন্ট্রাক্টর, মুহাম্মদ নাজিম রেজভী, ভারপ্রাপ্ত সম্পাদক ওমর ফারুক আমান, ডা. আহমদ শরীফ মানিক, ইসমাইল হোসেন মাহিন, মোহাম্মদ সাইফুদ্দিন, মজাহারুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ রিয়াজ, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

    বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো পরিকল্পিতভাবে পালন করার আহবান জানিয়ে তরুণ সংঘের সভাপতি তরুণ সমাজসেবক মওলানা শহিদুল্লাহ বলেন, করোনার কারণে অনেক সচ্ছল পরিবারও কষ্টে দিনাতিপাত করছে। বিপদের এ মুহুর্তে আত্ম সম্মান বোধের কথা চিন্তা করে সাহায্যও চাইতে পারছেন না।

    তাদের কথা চিন্তা করে ফটিকছড়ির ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সামাজিক ও সেবা মুলক সংগঠন দক্ষিণ ধর্মপুর তরুন সংঘ ক্লাবের উদ্দ্যেগে ডোর টু ডোর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।

    অপরিকল্পিত উপায়ে সহায়তা কার্যক্রমের কারণে কোন পরিবার বারবার এাণ পাচ্ছে আবার কিছু পরিবারর একেবারেই এাণ পাচ্ছে না বলে বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো রিকল্পিতভাবে পালন করার আহবান জানিয়ছেন তিনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি