Tag: তাবিথ আউয়াল

  • তাবিথ আউয়ালকে ৪ ভোটে হারালেন মহিউদ্দিন মহি

    তাবিথ আউয়ালকে ৪ ভোটে হারালেন মহিউদ্দিন মহি

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে লড়াইয়ে জিতেছেন মহিউদ্দিন মহি।

    ৪ ভোটে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল।

    ৬৭ ভোট পেয়েছেন শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি। আর তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।

    দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বাফুফে সূত্র।

    শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জন্য প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয় ভোটগ্রহণ।

    চলতি মাসের ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে চার সহ-সভাপতি পদের মধ্যে চতুর্থটিতে টাই হয়েছিল তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে। সমান ৬৫ করে ভোট পেয়েছিলেন সর্বশেষ কমিটির দুই সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল।

    সহ-সভাপতির চার পদের জন্য লড়েছিলেন ৭ জন। কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী হয়েছেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক।

    তবে সমান ভোট পেয়ে টাই করায় ভাগ্য ঝুলে থাকে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি ও স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালের ভাগ্য ঝুলে থাকে।

    কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং তিনজন সহ-সভাপতি পদে জিতেছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ১৫টি সদস্যপদের মধ্যে ৯ জনই জিতেছেন কাজী মো. সালাউদ্দিনের প্যানেল থেকে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সিটি নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

    সিটি নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

    গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়ম হয়েছে উল্লেখ করে তার ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন চেয়ে মামলা করেছেন বিএনপির সমর্থনে নির্বাচন করে হেরে যাওয়া প্রার্থী তাবিথ আউয়াল।

    আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি হাজির হয়ে এ মামলা করেছেন।

    মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম সচিব, আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করে জয়ী প্রার্থী আতিকুল ইসলাম, নির্বাচনে পরাজিত প্রার্থী কমিউনিস্ট পার্টির প্রার্থী আহমেদ সাজেদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসুদকে বিবাদী করা হয়েছে।

    মামলার বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘আমরা গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অনিয়মের নির্বাচন এবং ফলাফল বাতিল চেয়েছি এবং নতুন নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আবেদন করেছিল। আদালত আমাদের মামলা গ্রহণ করেছেন এবং কয়েকদিনের মধ্যে শুনানির একটি দিন ধার্য করবেন।‘

    প্রসঙ্গত, গত ১ ফেব্রয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নৌকায় তার ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোটের বিপরীতে তাবিথ আউয়াল ধানের শীষে পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

    নির্বাচন কমিশন ৪ ফেব্রুয়ারি আতিকুল ইসলামকে উত্তর সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সে অনুযায়ী সংক্ষুব্ধ প্রার্থীরা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ পাবেন।

  • সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান তাবিথ-ইশরাকের

    সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান তাবিথ-ইশরাকের

    রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গুলশান ইমানুয়েল কনভেনশন সেন্টারে যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন দুই প্রার্থী।

    এ সময় তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট জালিয়াতি, এজেন্ট বের করে দেয়া, অভিযোগ দেয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নীরব ভূমিকার কথা তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ইভিএম প্রক্রিয়ায় নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, অনেক মেশিনে ধানের শীষ প্রতীকই রাখা হয়নি। কমিশন একটি মনগড়া ও বানোয়াট ফলাফল ঘোষণা করেছে। এ নির্বাচনে ভোটারদের সাথে অন্যায়-অবিচার করা হয়েছে।

    উত্তর সিটিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নির্দেশে ভোটারদের কেন্দ্রে প্রবেশে ঢুকতে দেয়া হয়নি। বানানো লাইনে নেতাকর্মীদের দাঁড় করিয়ে রেখে কেন্দ্র নিয়ন্ত্রেণের চেষ্টা করা হয়। পুলিশের পোশাকে ক্ষমতাসীন দলের কর্মীদের দখলে ছিলো কেন্দ্রগুলোতে ভোট কারচুপির জন্য। নির্বাচনের দিন পরিকল্পিতভাবেই ভোটারদের আসতে দেয়নি ক্ষমতাসীনরা।

    তিনি বলেন, ফলাফল প্রকাশ পেতে ভোর ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হলেও আওয়ামী লীগের প্রার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৯টায় দেখা করে নিজেদের মেয়র ঘোষণা করেন। এতেই প্রমাণ হয় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইঁয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

  • সাংবা‌দিক সুমন‌কে দেখ‌তে হাসপাতালে তা‌বিথ-ইশরাক

    সাংবা‌দিক সুমন‌কে দেখ‌তে হাসপাতালে তা‌বিথ-ইশরাক

    নির্বাচনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীর হামলায় আহত সাংবা‌দিক মোস্তা‌ফিজুর রহমান সুমন‌কে দেখ‌তে হাসপাতালে গেছেন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির উত্তরের মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল ও দক্ষিণের ইশরাক হো‌সেন।

    মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মো. সাদ্দাম হো‌সেনকে দেখতে যান তারা। এসময় ‌বিএন‌পির মেয়র প্রার্থীরা তার সা‌থে কথা ব‌লেন এবং শারিরীক খোঁজ-খবর নেন।

    পরে সাংবাদিকদেরকে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো উপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সকলের জন্য বজায় রাখার জন্য। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এবিষয়টি আমাদের আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরও বেশি দূরে ঠেলে দেয়।

    তি‌নি ব‌লেন, নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, তাদের প্রতিশ্রুতির সাথে কর্মের কোন মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।সাংবা‌দিক‌দের উপর হামলার তীব্র নিন্দা জানান তাবিথ।

    ‌ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তিন চারদিন আগে আমাদের প্রচারণায় হামলা করেছিল সেইখানেও তিনজন সাংবাদিক আহত হয়েছে। নির্বাচন যেসকল সংবাদিক দায়িত্ব পালন করেছিল, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছে বলেই তাদের ওপর ন্যাক্কার জনক হামলা চালিয়েছে।

    এসময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলা‌দেশ লেবারপা‌র্টির চেয়ারম্যান ডা.‌ মোস্তা‌ফিজুর রহমান ইরান, বিএন‌পি চেয়ারপারস‌নের মি‌ডিয়া ইউং সদস্য শায়রুল ক‌বির খান প্রমুখ।

  • আগামী ৪৮ ঘণ্টা দেশবাসী ইসির দিকে তাকিয়ে আছে: তাবিথ

    আগামী ৪৮ ঘণ্টা দেশবাসী ইসির দিকে তাকিয়ে আছে: তাবিথ

    সুষ্ঠু নির্বাচ‌নের লক্ষ্য আগামী ৪৮ ঘণ্টা দেশবাসী নির্বাচন ক‌মিশনের(ইসি) দি‌কে তা‌কি‌য়ে আছে ব‌লে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

    বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারী) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জাতীয় প্রেসক্লা‌বে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময়ের সময় তি‌নি এ কথা ব‌লেন।

    তা‌বিথ আউয়াল ব‌লেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইভিএমের বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগুচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার উপর নির্ভর করে নিবার্চন কেমন হবে।

    তি‌নি ব‌লেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। এসময় তি‌নি বি‌ভিন্ন সম‌য়ে সাংবা‌দিক‌দের উপর হামলার নিন্দা জানান।

    মতবিনিময় সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ব‌লেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে।

    আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। আশা করি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাবেন। প্রার্থীরাও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করি।

    এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক সভাপ‌তি ইকবাল সোবহান চৌধুরী, কোষাধক্ষ শ্যামল দত্ত, সা‌বেক সভাপ‌তি শওকত মাহমুদ, সা‌বেক সাধারণ সম্পাদক আবদাল আহ‌মেদ, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হো‌সেন, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়‌নের সভাপ‌তি রুহুল আমিন গাজী, মহাস‌চিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের সভাপতি ‌কাদের গ‌ণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো: শ‌হিদুল ইসলাম, ‌ডিআরইউর সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএন‌পি ও তার অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

  • মশা নিধন ও পরিছন্ন ঢাকা গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা তাবিথের

    মশা নিধন ও পরিছন্ন ঢাকা গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা তাবিথের

    মশা নিধন ও পরিছন্ন ঢাকা গড়ার অঙ্গীকারসহ ১৯ দফা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশ‌তেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

    সোমবার (২৭ জানুয়ারি) সকালে গুলশা‌নে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে নির্বাচনী ইশ‌তেহা‌র ঘোষণা করেন তিনি।

    ঘোষিত ১৯ দফার মধ্যে রয়েছে- দূষণমুক্ত, পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধী বান্ধব ঢাকা, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, পাবলিক টয়লেট, ক্ষুদ্র ব্যবসা, ইন্টেলিজেন্ট সিটি অপরাধ দমন ও বিনোদন, আবাসন ও নগর প্রশাসন।

    ইশতেহার ঘোষণাকালে তাবিথ বলেন, ‘এ দফাগুলো বাস্তবায়নে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই সবার সহযোগিতা কামনা করছি।’

    এসময় তা‌বিথ আউয়াল ব‌লেন, ‘নগর প্রশাসন ক‌রে নাগ‌রিক সেবা ওয়ার্ড পর্যা‌য়ে বি‌কেন্দ্রীকরণ করা হ‌বে। নগর সরকার ক‌রে মানু‌ষের নিরাপত্তা নি‌শ্চিত করা হ‌বে।’

    ‌তি‌নি ব‌লেন, ‘ঢাকা সি‌টি‌তে মশার উপদ্রপ এক‌টি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধ‌নে ব্যর্থ হ‌য়ে‌ছে। আমরা নির্বা‌চিত হ‌লে বছরব্যাপী মশা নিধ‌নে কার্যত্রম গ্রহণ কর‌বো। যানজট নিরস‌নে কাজ কর‌বো। বায়ুদূষণ রো‌ধে কার্যকর উদ্যোগ নেবো।’

    ‌নির্বাচিত হলেও বি‌রোধী দ‌লে থে‌কে ইশতেহার বাস্তবায়ন ক‌রেত পারবেন কিনা- সাংবা‌দিক‌দের এমন প্রশ্নের জবা‌বে তাবিথ আউয়াল ব‌লেন, ‘জনগণ পা‌শে থাক‌লে ‌বি‌রোধী দ‌লে থে‌কেও ইশতেহার বাস্তবায়ন ক‌রা সম্ভব।’

    ইশতেহার ঘোষণা করে তাবিথ আউয়াল বলেন, ‘সরকার চায় আমরা মাঠ ছেড়ে যাই, সেজন্য সবাইকে ভোটাধিকার প্রয়োগোর আহ্বান জানাচ্ছি। হুমকি ভয়ভীতি ছড়াচ্ছে, ভোটাররা যেনে কেন্দ্রে না যায়। কিন্তু এসব হুমকিতে ভীত হবেন না, ১ ফেব্রুয়ারি নির্ভয়ে সবাই ভোট দিতে যাবেন।’

    মেয়র নির্বাচিত হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে ডেঙ্গু মহামারি ও ঢাকার দূষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন ধানের শীষের এই প্রার্থী।

    তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে বাসা ভাড়া নির্ধারণে, আবাসনের উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। ব্যাচেলর স্টুডেন্টড হাউজিং, চাকুরিজীবী নারীদের আবাসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে জনগণের ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংকট সমাধান করা হবে।’

    তাবিথ বলেন, ‘বিজয়ী হলে সততা সদিচ্ছা দিয়ে ওয়াসার সাথে সমন্বয় করা হবে। নারীদের জন্য নিরাপদ ঢাকা গড়ে দেয়া হবে। প্রথম দিন থেকেই নগরবাসীকে ২৪ ঘণ্টা সেবাদান করা হবে।’

    ইশতেহার ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টুসহ ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতারা

  • তাবিথের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার

    তাবিথের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার

    ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক হয়।

    বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটিশ সরকার চায় অবাধ অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন হোক।’

    এই নির্বাচন নিয়ে ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন বলে জানান তিনি।

    এসময় বৈঠক প্রসঙ্গে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল জানান, ‘হাইকমিশনার এই নির্বাচন নিয়ে তার সরকারের অবস্থান সম্পর্কে আলোচনা করেন। তারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন।’

    ইভিএম প্রসঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তাবিথ আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে আমরা ইসিকে যা বলেছি তা হাইকমিশনারকে জানানো হয়েছে।’ এই পদ্ধতি যেন সহজভাবে মানুষ ব্যবহার করতে পারে সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

    বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুল, আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ুম, সেলিম ভূইয়া,জেবা খান, সুলতানা আহম্মেদ প্রমুখ।

    এছাড়া ব্রিটিশদূতাবাসের দুই জন কর্মকর্তাও সেসসম উপস্থিত  ছিলেন।

  • নির্বাচনী প্রচারে তাবিথ আউয়ালের ওপর হামলা

    নির্বাচনী প্রচারে তাবিথ আউয়ালের ওপর হামলা

    রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোয়া ১১টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন তা‌বিথ আউয়াল। এসময় পিছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে আহত হন তাবিথ আউয়ালসহ কয়েকজন কর্মী।

    এদিকে এর আগে ভোটাররা যা‌তে সুষ্ঠুভাবে ও ভয়-ভী‌তি ছাড়া নির‌পেক্ষভা‌বে ভোট দি‌তে পা‌রে সে ব্যবস্থা নি‌তে নির্বাচন ক‌মিশ‌নের প্র‌তি দা‌বি জা‌নান তাবিথ। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মি‌নি‌টের সম‌য়ে গ‌াবতলী পর্বত সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে গণসং‌যোগ শুরু করেন তি‌নি।

    এরপ‌রে তি‌নি ৯ নং ওয়া‌র্ডের কোর্টবা‌ড়ি, বাজার পাড়া, হ‌রিরামপুর, গোলার‌টেক,‌ দিয়াবা‌ড়ি, বর্ধনবা‌ড়ি, বাঘবা‌ড়ি, গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়া‌ডের কল্যানপুর বাসস্ট্যান্ড,‌ লেক‌ভিউ, দ‌ক্ষিণ পা‌ইকপাড়া, বটতলা, মধ্য পাইকপাড়া, লালওয়াল, নতুন বাজার, ডি টাইপ ক‌লোনী, কল্যানপুর হাউ‌জিং এ‌স্টেড, পোড়াব‌স্তি, শহীদ মিনার রোড গণসং‌যোগ কর‌বেন।

    তা‌বিথ আউয়াল ব‌লেন, ভোটারা সুষ্ঠু নির্বাচন নি‌য়ে শঙ্কার ম‌ধ্যে আ‌ছেন। ই‌ভিএম নিয়ে ভোট নি‌য়ে জনগ‌ণের ম‌ধ্যে এক ধর‌নের শঙ্কা কাজ কর‌ছে। নি‌জের পছ‌ন্দের প্রার্থীকে ভোট দি‌তে পার‌বে কিনা।

    ‌তি‌নি ব‌লেন, ই‌সি নির্বাচ‌নের তা‌রিখ নি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছিল। এখন তা‌রিথ নি‌য়ে সুষ্ঠ সমাধা‌নে আস‌তে পে‌রে‌ছে। আমরা আশা কর‌বো ভোটার‌দের ভোট দেওয়ার প‌রি‌বেশ তৈ‌রি কর‌বে। ত‌বে আমরা ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। ভোটা‌রেরা ভোট দি‌তে পার‌লে বিজয়‌ নি‌শ্চিত।

    ধা‌নের শী‌ষের প্রার্থী ব‌লেন, আমা‌দের মাইক কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছে। বি‌ভিন্ন ধর‌নের বাধা দেওয়া হ‌চ্ছে। এভা‌বে চল‌লে ভোটা‌রেরা ভ‌য়ে ম‌ধ্যে থাক‌বে। সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচন করা সম্ভব হ‌বে না।

    এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, সহ দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ৯নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

     

  • তাবিথ-ইশরাককে ঐক্যফ্রন্টের সমর্থন

    তাবিথ-ইশরাককে ঐক্যফ্রন্টের সমর্থন

    ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

    বুধবার(৮ জানুয়ারী) বেলা ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুই মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়।

    ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন এবং ঢাকা উওর সিটি করপোরেশনে তাবিথ আউয়ালকে সমর্থনের দেয়ার ঘোষণা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

    পরে ঢাকা সিটি করপোরেশন উত্তরের বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ন সমর্থন দিয়েছে।

    ড. কামল বলেন, ‘আমাদের মৌলিক কথা হচ্ছে— দেশের মালিক জনগণ। মালিককে মালিকানা ভোগ করতে হলে অবাধ নির্বাচনের মধ্যে নিজেদের পছন্দমত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেয়া, অধিকার দেয়া সংবিধানের কর্তব্য। তবে আমরা দেখেছি, নির্বাচন প্রক্রিয়াকে কীভাবে নষ্ট করে ঘোষণা হয়ে যায় এক-একটা রায়। আমাদের ধারণা এবারও একই ধরনের নাটক করার জন্য সরকারের দিক থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে।’

    তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে— জনগণের কাছে যাওয়া, জনগণকে জানানো যে এদেশের মালিক তারা। তাদেরকে এগিয়ে আসতে হবে। জনগণকে জোরালোভাবে সামনে আসতে হবে। যাতে মানুষ বুঝুক, দেশের মালিক যারা আছে তারা এই ব্যাপারে ভূমিকা রাখতে আগ্রহী। আমরা চাই— মানুষকে বোঝানো হোক যে এই আন্দোলন আমাদের চলবে।’

    তিনি বলেন, ‘গণতন্ত্রকে পুরোপুরিভাবে, বাস্তবে জাগানোর জন্য জনগণের আন্দোলন আরও জোরদার করা হবে। এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই দেশের মালিকানা প্রতিষ্ঠা করবে। প্রকৃত অর্থে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। যদিও এই সরকারের যেসব কার্যকলাপের মধ্যে দিয়ে গণতন্ত্রকে সবদিক থেকেই ধ্বংস করা হয়েছে এবং সেই প্রস্তুতি তারা আবারো নিচ্ছে।’

    ড. কামাল আরও বলেন, ‘জনগণের কাছে আমার আবেদন, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দেশকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবে। এই ভোটের মাধ্যমে দেখানো যাক যে, জনগণ যেটা চাচ্ছে সেই নির্বাচন আমরা করাতে পারি। আর সরকার যদি একবারে নির্লজ্জভাবে সেই নির্বাচন ধ্বংস করে তাহলে আমাদের আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে।’

    এর আগে ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীকে হাত ধরে দোয়া করে দেন।

    এসময় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উত্তরে আতিক-তাবিথের মনোনয়ন বৈধ

    উত্তরে আতিক-তাবিথের মনোনয়ন বৈধ

    আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য জানান।

    এদিকে ডিএনসিসি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, বাকি ৬ জন মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে ঢাকার দুই সিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।
    রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রথমে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

    আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। গত ৩১ ডিসেম্বর ছিল এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

    এ সিটিতে মেয়র পদে ৭ জন, ২৫টি কাউন্সিলর পদের বিপরীতে ৪০৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলদের ২৫টি পদের বিপরীতে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।