Tag: তারাবিহ

  • মক্কায় সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবিহ

    মক্কায় সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবিহ

    পবিত্র রমজান মাসে মসজিদ-আল-হারামে তারাবিহ’র নামাজ পড়া হবে না তা কল্পনার বাইরে ছিলো মুসলমানদের। যা কোনো দিন বিশ্ববাসী দেখেনি তা বর্তমান করোনা পরিস্থিতির কারণে দেখতে হলো।

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পবিত্র মক্কা ও মদিনা বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে মসজিদ-আল-হারাম বন্ধ থাকলেও অবশেষে সেখানে সামাজিক দূরত্ব মেনে তারাবিহ শুরু করা হয়েছে।

    বৃহস্পতিবার মসজিদ-আল-হারামে তারাবিহ আদায়ের একটি ভিডিও প্রকাশ করে আরব নিউজ।

    ক্যাপশনে বলা হয়, ‘মক্কার সবচেয়ে বড় মসজিদ থেকে সরাসরি এশা ও তারাবিহ আদায় দেখুন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর মক্কা খালি রয়েছে।’

    ভিডিওতে দেখা যায়, ‘এশার নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে মসজিদ-আল-হারামে।

    এরপর এশার নামাজের পর শুরু হয় তারাবিহ। পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে অংশ নেন মুসুল্লিরা।

    ২৪ ঘণ্টা/এম আর