Tag: তারেক সোলায়মান সেলিম

  • সমবেদনা জানাতে তারেক সোলেমান সেলিমের বাসায় শিক্ষা উপমন্ত্রী নওফেল

    সমবেদনা জানাতে তারেক সোলেমান সেলিমের বাসায় শিক্ষা উপমন্ত্রী নওফেল

    সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও চসিকের আলকরণ ওয়ার্ডের ৪ বারের সাবেক কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিম এর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে শিক্ষা উপমন্ত্রী তারেক সোলায়মান সেলিমের বাসায় যান।

    এই সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, তারেক সোলেমান সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন৷ স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের একজন পরিক্ষিত নেতাকে হারালো।

    তিনি আরো বলেন, তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।

    শিক্ষা উপমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

    এই সময় মরহুম তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম, দুই ভাই তারেক ইমতিয়াজ ইমতু, তারেক নোমান, ছেলে মুহামিন তারেক রাতুল মেয়ে তাসনিন তারেক, তাফানুর তারেক সহ আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম নগর আ’লীগ নেতা তারেক সোলায়মানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

    চট্টগ্রাম নগর আ’লীগ নেতা তারেক সোলায়মানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

    সোমবার ঢাকার একটি হাসপাতালে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় তারেক সোলায়মান সেলিমের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান’র মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী’র শোক প্রকাশ

    সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান’র মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী’র শোক প্রকাশ

    সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য, ৪ বারের সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, তারেক সোলেমান সেলিম স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলন সহ দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন সাহসী সৈনিক ছিলেন। আন্দোলন-সংগ্রামে তাঁর অগ্রণী ভুমিকা চট্টগ্রামের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

    শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

  • কাউন্সিলর সেলিমের রোগমুক্তি কামনায় আমরা ক’জন মুজিব সেনার খতমে কোরআন ও দোয়া মাহফিল

    কাউন্সিলর সেলিমের রোগমুক্তি কামনায় আমরা ক’জন মুজিব সেনার খতমে কোরআন ও দোয়া মাহফিল

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর, আমরা ক’জন মুজিব সেনার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি তারেক সোলায়মান সেলিমের রোগমুক্তি কামনায় আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্দ্যোগে “খতমে কোরআন ও দোয়া মাহফিল” হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা মাদরাসায় বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

    সংগঠনের আহ্বায়ক মোঃ ওয়াজ উদ্দিন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্নফুলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দার, কর্নফুলী উপজেলা আওয়ামীলীগের সদস্য এম.এ মারুফ, কর্নফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম জেলার আপ্যায়ন সম্পাদক লায়ন ছাবের আহমদ, সাবেক যুবলীগ নেতা মোঃ আবু তাহের, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফারুক হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুজিব সেনার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন জনি, কর্নফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ, মুজিব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ ইবনে হাবীব ছোটন, কর্নফুলী উপজেলা মুজিব সেনার ইহ্বায়ক মোঃ সেলিম ওয়াহিদ, যুগ্ম আহ্বায়ক আলি আকবর সুজন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান গাজী সোহাগ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হেলাল, উপজেলা মুজিব সেনার যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, তারেক সোলায়মান সেলিম একজন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। দলের জন্য সারাজীবন বিলিয়ে দিয়েছিন। কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেনি। খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।

    ২৪ ঘণ্টা/এম আর