Tag: তাহসান

  • পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান

    পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান

    স্বচ্ছ পলিব্যাগে মোড়ানো ছিল নতুন আর রঙিন কাপড়গুলো। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আজ সেই সব কাপড়ের রঙ কালো। আবার কিছু কাপড় পুড়ে ছাই। পরশুও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে যে বাজার ছিল জমজমাট আজ সেখানে ধ্বংসস্তুপ আর হাহাকার। করোনা আর যুদ্ধের কারণে গত কয়েক বছর ধরে এমনিতেই ব্যবসায়ে ভাটা। এ বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় থাকলেও আগুন যেন খাঁড়ার উপর মরার ঘা হয়েছে ব্যবসায়ীদের। যেন আর কিছুই অবশিষ্ট নেই। এ অবস্থায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন তারকা, রাজনীতিবিদ থেকে আমজনতা পর্যন্ত।

    তারই ধারাবাহিকতায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান।

    বুধবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ।

    বিদ্যানন্দের পোস্টটি ঢাকা পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হল-

    ‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়, ‘বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না’?”

    ‘নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।’

    গতকালের আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান দেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

  • তাহসানের হাত ধরে ‘বিটু’র যাত্রা শুরু

    তাহসানের হাত ধরে ‘বিটু’র যাত্রা শুরু

    বরাবরই ফ্যাশন সচেতন হিসেবে পরিচিতি রয়েছে সংগীতশিল্পী অভিনেতা তাহসানের। তারই হাত ধরে এবার ঢাকায় যাত্রা শুরু করল ফ্যাশন হাউজ ‘বিটু’। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ‘বিটু’র গুলশান শাখার উদ্বোধন করেন তিনি। এরপর কেক কাটেন এবং পুরো ফ্যাশন হাউজটি ঘুরে দেখেন।

    তাহসান বলেন, “ফ্যাশন সচেতন মানুষদের জন্য এই বিটু। আমি তাদের পোশাকগুলো দেখেছি। আমাকে বেশ আকৃষ্ট করেছে। বরিশাল ও চট্টগ্রামের পর ফ্যাশন হাউজ বিটু’র গুলশান শাখার উদ্বোধন হলো। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সব সময় আছি, থাকব।

    তাহসান ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটু’র কর্ণধার সুশ্রিতা পোদ্দার বিথী। স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার, আরএফএল-এর পরিচালক আর এন পল ও অন্যান্য আমন্ত্রিত অতিথি।

    এখানে রয়েছে বিভিন্ন ব্রান্ডের এক্সপোর্ট কোয়ালিটির তৈরী পোশাক। এছাড়াও রয়েছে আধুনিক লেডিস ফুটওয়্যার ও এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন।

    এর আগে বিটু পরিবার সকালে ৪ জন সনামধন্য চিকিৎসকদের সম্মাননা প্রদানের মাধ্যমে প্রোগ্রামটির আনুষ্ঠানিকতা শুরু করেন। সম্মাননা গ্রহন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফায়েজুর রহমান ফাহিম, হরমোন ও ডায়বেটিস বিশেষজ্ঞ ডা. এম এ হালিম খান, বিএসএমএমইউ’র গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. নিঘাত সুলতানা এবং বক্ষব্যাধী হাসপাতালের রেসপিরেটরী মেডিসিন বিশষজ্ঞ ডা. আরেফিন খান।

    এন-কে

  • করোনায় আক্রান্ত  তাহসান খান

    করোনায় আক্রান্ত তাহসান খান

    জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ।

    গত ছয়দিন ধরে জ্বর ও শর্দিতে ভোগছিলেন তাহসান খান। তিনদিন আগে নাট্য নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজেটিভ আসে। এরপর সব কাজ বন্ধ করে দিয়ে বাসায়ই অবস্থান করছেন তাহসান।

    গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তাহসান খান। তিনি নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামরে একটি নাটকের শুটিং। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল

    ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল

    নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফাঁস হয়েছে।

    সোমবার (৪ নভেম্বর) টেক বিনোদন’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ছবিগুলো ভাইরাল হয়।

    ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেককেই শেয়ার দিতে দেখা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য ফাহমি ও মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

    এদিকে, কেউ কেউ বলছেন- ছবিটি হয়তো এডিট করা বা সাজানো। অপরদিকে, আবার অনেকেই বলছেন ছবিটি দেখেই বুঝা যাচ্ছে ছবিটি এডিট করা নয়।

    তবে ছবির বিষয়ে যে যাই বলুক না কেন ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।

    এডিট বা সাজানোকে উপেক্ষা করে কেউ কেউ আবার এটাও বলছেন- ‘এই অন্তরঙ্গ মুহুর্তগুলো হয়তো কোনো নাটক বা টেলিফিল্মের অংশ। সুতরাং নিশ্চিত না হয়ে এ ধরনের মন্তব্য বা ছবিগুলো ভাইরাল করা ঠিক না’।

    এর আগে শোনা গিয়েছিলো কলকাতার সিনেমা পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ দুটি নাম নিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে টলিউড ও ঢালিউডের বাতাসে নানা গুঞ্জন। তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। শিগগিরই তারা বিয়ের পিঁড়িতেও বসবেন। গত মার্চে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্যতা গড়ে ওঠে। তারপর থেকেই এমন গুঞ্জন।