Tag: তিন দোকান

  • চট্টগ্রামের পতেঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি

    চট্টগ্রামের পতেঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুজন মালিকের তিনটি দোকান পুড়ে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

    সোমবার ভোরে কাঠগড় এলাকার রাজা পুকুর পাড়ে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।

    তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও আগুন নির্বাপণের আগে মো. শামসুল আলম ও মাহবুবুল আলমের মালিকানাধীন তিনটি দোকান পুড়ে যায়। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।