Tag: তিস্তা ব্যারেজ

  • তিস্তার পানি প্রত্যাহারে খাল কাটা নিয়ে জানতে চেয়েছে ঢাকা

    তিস্তার পানি প্রত্যাহারে খাল কাটা নিয়ে জানতে চেয়েছে ঢাকা

    তিস্তার পানি প্রত্যাহারে ভারতের নতুন করে আরও দুটি খাল খননের বিষয়ে নয়াদিল্লি­র কাছে নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে জানতে চেয়েছে ঢাকা।

    রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব।

    তিস্তায় পশ্চিমবঙ্গের খাল খননের বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি পাঠানোর কথা। পানিসম্পদ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, চিঠি পানিসম্পদ মন্ত্রণালয় থেকে লিখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নোট ভারবালের মাধ্যমে তথ্য জানতে চেয়েছি। তারা চিঠি পাঠিয়েছে কিনা আমি জানি না। আমরা নোট ভারবালের মাধ্যমে জানতে চেয়েছি।

    নোট ভারবালে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এটা হয়তো তাদের অনেক দিন আগেরই প্ল্যান। তবে এখনো কিছুতো হয়নি।

    তিস্তায় পশ্চিমবঙ্গের খাল খননের বিষয়ে নয়াদিল্লি­র কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়ে চিঠি পাঠানো হবে বলে ৩ দিন আগে জানিয়েছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, তিস্তায় খাল খননের বিষয়ে পরিস্থিতি সতর্কভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ। এ বিষয়ে সত্যতা যাচাইয়ে চেষ্টা চলছে।

    সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ প্রায় এক হাজার একর পরিমাণ জমির মালিকানা পেয়েছে। জলপাইগুড়ির জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে। এ জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে দুটি খাল তৈরি করবে প্রশাসন।

  • তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলীর বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন

    তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলীর বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন

    নীলফামারী প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন উত্তর জনপদের ডালিয়া তিস্তা ব্যারেজের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামশুদ্দোহা একই দপ্তরে ৬ বছর অবস্থান করায় ও ঘুস দুর্নীতি এবং বিভিন্ন কাজে অনিয়ম স্বজন পিরিতি করার প্রতিবাদে তার বিচার সহ অপসারনের দাবিতে বুধবার (১৪অক্টোবর) দুপুরে ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড চত্বরে ঠিকাদার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘন্টা ব্যাপী মানব বন্ধনে প্রথম শ্রেনীর ঠিকাদার দেলোয়ার হোসেন, এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন
    সমাবেশে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, লিমন হোসেন,তুসার ইসলাম,মনিরুজ্জামান,জসিম উদ্দিন,মাছুম বিল্লা,আক্তারুল ইসলাম প্রমুখ।

    মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন,পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজের বিভিন্ন কাজে অনিয়ম দুর্নীতি ঘুস টেন্ডার, ও ড্রেজিং পাইপ আত্মসাত তিস্তার যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামশুদ্দোহাকে দ্রুত বদলী অপসারন সহ অনিয়ম দুর্নীতির বিচার করার দাবী জানিয়ে আগামী ৭ দিনের আলটিমেটাম দেন। অন্যথায় প্রধানমন্ত্রীকে স্বারক লিপি প্রদান সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে হুুঁশিয়ারি দেন তারা।

    ২৪ ঘণ্টা/রিহাম/সুজন