চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা হাজীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছেন মো. সুজন নামে এক যুবক।
সোমবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. সুজন হাজীপাড়ার পেতাগাজী বাড়ির ইউছুপ মিস্ত্রির ছেলে।
খুনের ঘটনায় অভিযুক্ত মো. জাশেদ একই এলাকার শামসুর রহমানের ছেলে। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছে এক যুবক। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
তিনি জানান, অভিযুক্ত জাশেদ পেশায় একজন নির্মাণ শ্রমিক। সুজনের বাবার অধীনে সে কাজ করে। সোমবার কাজে যোগ না দিয়ে এলাকায় ঘুরছিল জাশেদ। তাকে ঘুরতে দেখে সুজন বকা দেয় এবং কাজে যোগ দিতে বলে। তার সঙ্গে তর্ক হলে থাপ্পড়ও মারে সুজন।
‘ঘটনার কিছুক্ষণ পর চায়ের দোকানে বসে থাকা সুজনকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে জাশেদ। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সুজন।’
২৪ ঘণ্টা/এম আর