Tag: তেহরান

  • ইরানে ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১৯ আহত ১৪

    ইরানে ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১৯ আহত ১৪

    ইরানের রাজধানী তেহরানের উত্তর প্রান্তে একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

    তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ (বুধবার) সকালে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।

    তিনি আরো বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাৎক্ষণিকভাবে হতাহতদের সাহায্য করা সম্ভব হয়নি। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন বলে তিনি জানান।

    মালেকি বলেন, ‘সিনা আতহার’ নামের ক্লিনিকটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ১৪ জনের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • তেহরান রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাবে

    তেহরান রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাবে

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী বলেছেন, তেহরান রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করে যাবে।

    তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে এবং বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত নেয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে প্রয়োজনীয় সবকিছুই করে যাব।’

    বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে আজ বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন।

    বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

    রুহানী প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদান করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

    তিনি বলেন, ইরান জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রতি তাঁর সমর্থন অব্যাহত রাখবে।

    রোহিঙ্গা সমস্যার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

    ইরানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ উচ্ছেদে তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে।
    রুহানী দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তরিকতাপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

    প্রধানমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলামী বিশ্ব একটি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যদি নিজেদের মধ্যকার সংঘাতগুলো নিজেরাই মিটিয়ে ফেলে একতাবদ্ধ হতে পারে।