Tag: ত্রাণ

  • চট্টগ্রামে নীরবেই ত্রাণ দিয়ে যাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টো

    চট্টগ্রামে নীরবেই ত্রাণ দিয়ে যাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টো

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : কোন হাঁকডাক নেই, করোনা দূর্যোগে একপ্রকার নীরবে নিভৃতেই ত্রাণ দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের মাঝে।

    পুরো হালিশহর জুড়েই গরীব দুস্থ মানুষের মাঝে পর পর কয়েকদিন ত্রাণ দিতে দেখা গেল যুবলীগ নেতা রেজাউল করিম ভুট্টোকে।

    মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে তার ত্রান বিতরণের ছবি তুলতে চাইলে অনাগ্রহ দেখান তিনি এ প্রতিবেদককে। কিন্তু নিউজের জন্য ছবি দরকার, এটা বলাতে শেষ পর্যন্ত রাজী হন তিনি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন করোনা ভাইরাস মহামারী চলছে। সেবা দিয়ে মানুষের জন্য কিছু করাই হলো আসল রাজনীতি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা বাংলাদেশের কেউ অভুক্ত থাকবে না।

    সেই ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা প্রায় একমাস ধরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি।

    বিভিন্নভাবে আমরা জেনেছি অনেক জায়গায় কেউ কেউ কয়েকবার ত্রাণ পাচ্ছে। আবার অনেকে কোন ত্রাণই পাচ্ছে না। সেজন্য যারা আসলেই অসহায় ও পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছে তাদের লিস্ট সরেজমিনে দেখে তারপরই আমরা ত্রাণ দিচ্ছি।

    এ যুবলীগ নেতা আরো বলেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন এলাকার সাংসদ ডা. আফসারুল আমিন। চিকিৎসার কারনে তিনি এমূহুর্তে বিদেশে আটকে থাকলেও তার পরিবারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন।

    ইতোমধ্যে তাঁর ছোট ভাই ডা. আরিফুল আমিন, আরশাদুল আমিন, ছেলে ফয়সাল আমিন আমাদের এই মানবিক কাজে এগিয়ে এসেছেন। তারা নিজেরাও এসে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন।

    তাছাড়া বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ও মাহমুদা আকতার ফাউন্ডেশন থেকেও সহযোগিতা করা হচ্ছে।

    সামনে যুবলীগের কমিটি হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি হেসে বলেন, এসব বিষয়ে চিন্তা করার সময় এখন নয়। মানুষের সাহায্য এগিয়ে আসাই এখন কাজ। তিনি যোগ করে বলেন, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনায় ফটিকছড়ি’র সংবাদপত্র হকারদের পাশে দাড়ালেন ইউএনও

    করোনায় ফটিকছড়ি’র সংবাদপত্র হকারদের পাশে দাড়ালেন ইউএনও

    ২৪ ঘণ্টা ডি নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি’তে কর্মহীন হয়ে পড়া সংবাদপত্র হকাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন।

    আজ ২৬ এপ্রিল রোববার বিকালে উপজেলায় ডেকে পাঠিয়ে সংবাদপত্রের হকারদের খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন তিনি।

    উপজেলার মোট ১৫ সংবাদপত্র হকারদের এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।

    দেশের লকডাউন ঘোষণা হবার পর থেকে ফটিকছড়ির ১৫ জন হকার কর্মহীন হয়ে পড়ে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছিল। এটি অনুভব হওয়ায় ইউএনও স্বয়ং প্রেসক্লাব সভাপতিকে ফোন দিয়ে সংবাদপত্র হকারদের ডেকে পাঠান এবং এ ত্রাণ সামগ্রী প্রদান করেন।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

  • সাংবাদিক সঞ্জয় সেনের অর্থায়নে ৩২ পরিবারকে খাদ্যদ্রব্য প্রদান

    সাংবাদিক সঞ্জয় সেনের অর্থায়নে ৩২ পরিবারকে খাদ্যদ্রব্য প্রদান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়।

    পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো।

    করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় পরিবারের তিন দিনের খাবারের দুশ্চিন্তা দূর করতে দোহাজারী পৌরসভার দিয়াকুল সৎসঙ্গ পাড়া এলাকার অতিদরিদ্র শ্রমজীবি ৩২ টি পরিবারের মাঝে তিন দিনের খাদ্যদ্রব্য (চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু) প্রদান করলেন দৈনিক ভোরের দর্পণ ও ২৪ ঘণ্টা ডট নিউজের পটিয়া প্রতিনিধি এবং পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি সাংবাদিক সঞ্জয় সেন।

    সোমবার (৬ এপ্রিল) বিকালে দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খাদ্যদ্রব্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার অমিত চক্রবর্তী পলাশ, দোহাজারী পৌরসভার শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল এর উপদেষ্টা মোঃ আকিব হাসান, সভাপতি মোঃ সাইমুন, সহ দপ্তর সম্পাদক রিমন সেন, সহ সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন জিসান, সহ শিক্ষা ও ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ কার্যকরী সদস্য অমিত সেন, রানা দাশ, মোঃ ইমন, মোঃ জাহেদ প্রমুখ।

    খাদ্যদ্রব্য বিতরণকালে সাংবাদিক সঞ্জয় সেন বলেন, “বর্তমান সময়ে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও নিদারুণ কষ্টে আছে।

    একজন সংবাদকর্মী হিসেবে তাঁদের অবর্ণনীয় দুঃখ খুব কাছ থেকে দেখি। অনেকে লোকলজ্জার ভয়ে কারো কাছে অভাবের কথা প্রকাশ করেন না। আমার সামর্থ্য অনুযায়ী নিজ জন্মস্থানের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

    বিত্তশালীরা স্ব স্ব এলাকায় তালিকা তৈরী করে সবার অগোচরে ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য প্রদান করলে লোকগুলো উপকৃত হবে। সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিৎ।” নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্ততপক্ষে একজন মানুষকে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

    ২৪ ঘণ্টা/ আর এস পি