Tag: ত্রাণ বিতরণ

  • দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে ত্রাণ বিতরণ

    দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে ত্রাণ বিতরণ

    সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে মহামারী করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) প্রধান অতিথি হিসেবে উক্ত উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.স্বপন কুমার পালিত।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দঃ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারাধন দাশ, বিশেষ বক্তা ছিলেন প্রদীপ পালিত।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পুলিশ অফিসার মনোরজ্ঞন পালিত, গণেশ পালিত, আশিস পালিত শিবু পালিত, সুভাস চৌধুরী, রাজীব তালুকদার, বিশু দাশ।

    অনুষ্ঠান সঞ্চালন করেন শিবু পালিত। বিকাল ৩.৩০ মিনিটে পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গীতা পাঠ করেন শিপন পালিত।

    ড.স্বপন কুমার পালিত তার বক্তব্যে বলেন”৪০ বছর আগে গ্রাম থেকে চলে যাওয়ার পরেও গ্রামের তেমন উন্নয়ন না দেখে আমি দুঃখিত।বিশ্বের এমন সংকটে আমি মর্মাহত। আমাদের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এই মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য নানা রকম উদ্দ্যেগ গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী উদ্দ্যেগগুলোকে স্বাগতম জানাই এবং সকল জনগণকে উনার পাশে থাকার জন্য অনুরোধ করছি।

    তিনি আরো বলেন, আমার বাবা মায়ের নামে এই গ্রামে একটা অনাথ আশ্রম ও বৃদ্ধ আশ্রম করার পরিকল্পনা করেছি। ইতিমধ্যে জায়গা ক্রয় করা হয়েছে। এই মহৎ কাজে সকলের সহযোগিতা কামনা করছি। সবার উৎসাহ ও সহযোগিতা পেলে এলাকায় মহিলা উচ্চ বিদ্যালয় ও কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাও পরিকল্পনা করেছি।

    সবশেষে তিনি “করোনা যুদ্ধে জনগণের সেবা দিতে গিয়ে যেসব সেচ্ছাসেবী, ডাক্তার,আইনশৃঙ্খলা বাহিনী শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/এ আর

  • ৩০০ পরিবারে ত্রাণ ও করোনায় মৃত চার পরিবারকে আর্থিক সহায়তা দিল ধর্মপুর প্রবাসী সমিতি

    ৩০০ পরিবারে ত্রাণ ও করোনায় মৃত চার পরিবারকে আর্থিক সহায়তা দিল ধর্মপুর প্রবাসী সমিতি

    ধর্মপুর প্রবাসী সমিতি (সংযুক্ত আরব আমিরাত) এর পক্ষ থেকে গ্রামের অসহায় কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং আরব আমিরাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী চার প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

    গত রবিবার ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ধর্মপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম।

    এ সময় উপস্থিত ছিলেন ধর্মপুর প্রবাসী সমিতির নেতা রেজাউল করিম মিন্টু, ধর্মপুর ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম আকাশ, ইউপি সদস্য হারুন রশিদ, মো. ওসমান, শাহজাহান, আহমদ হোসেন, শোয়াইব সিকদার, সমাজকর্মী আবদুল মন্নান চৌধুরী, তোতা মিয়া, মো. মহিউদ্দিন, সাহেদুল আলম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/রানা

  • শায়েস্তা খাঁ পাড়া একতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন

    শায়েস্তা খাঁ পাড়া একতা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন

    হাটহাজারী পৌর সদরের ৩০ টি অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ভালবাসার উপহার বিতরণ করেছে শায়েস্তা খাঁ পাড়া একতা সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

    আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী পৌর সদরের শায়েস্তা খাঁ পাড়া, আলীপুর সহ বিভিন্ন এলাকায় অস্বচ্ছল এবং করোনা আক্রান্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন অত্র সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

    উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের পাশাপাশি কাচাঁবাজারও ছিল।

    সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উদ্দেশ্য নিয়ে সদ্য যাত্রা শুরু করা এ সংগঠনটি ইতোমধ্যে করোনা সচেতনতা এবং গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ বেশ কিছু কর্মসূচী হাতে নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ।

    এদিকে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সংগঠনের সভাপতি মো: হান্নান এবং সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন ত্রাণ সামগ্রী বিতরণ উপ-কমিটির আহ্বায়ক মো: আইয়ুব খান, যুগ্ম আহ্বায়ক মো: এরশাদ, সদস্য সচিব মো: মিজানুর রহমান এবং উক্ত উপ-কমিটির সদস্য মো: ফারুক, মাসুদ রানা, মাহফুজুল হক সাগর, আরমান, সাকিব, শুভ, আব্দুর শুক্কুর সহ ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

     

  • সাজেকবাসীর খাদ্য সংকটে আশার আলো আশিকা;৭’শ পরিবারকে ৫৬ কেজি করে ভোগ্যপণ্য সামগ্রী প্রদান(ভিডিও)

    সাজেকবাসীর খাদ্য সংকটে আশার আলো আশিকা;৭’শ পরিবারকে ৫৬ কেজি করে ভোগ্যপণ্য সামগ্রী প্রদান(ভিডিও)

    খাগড়াছড়ি প্রতিনিধি:সাজেক এলাকার ৭’শ দরিদ্র পরিবারকে এক মণ চালসহ ৫৬ কেজি ভোগ্যপণ্য সামগ্রী দিচ্ছে রাঙামাটির স্থানীয় এনজিও ‘আশিকা’।

    সোমবার (৮ জুন) মধ্যাহ্নে মাচলং বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতিটি পরিবারকে এক মন চাল, চার লিটার তেল, চার লিটার মসুর ডাল, চার কেজি মটরডাল, এক কেজি চিনি, এক কেজি লবন, পাঁচ কেজি আলু এবং দুই কেজি করে ঙাপ্পি প্রদান করা হয়।

    ইউকে এইড-এর অর্থায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান , পার্বত্য রাঙামাটি জেলার দুর্গম ও দারিদ্র রিবেচনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭’শ এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ৩’শ পরিবারকে এই কর্মসূচির আওতায় নেয়া হয়েছে।

    এসব পরিবারকে ত্রাণ ছাড়াও প্রতিটি পরিবারকে দেড় হাজার লিটারের একটি পানির ট্যাংকসহ পানি বিশুদ্ধকরণ উপকরণ দেয়া হবে।

    দুর্গম মাচলংসহ বেশ কয়েকটি এলাকায় ৭’শ পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।

    এসময় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুর আলম, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসরাফিল মজুমদার, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা, আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রকল্প পরিচালক এড. কক্সি তালকদার, প্রকল্প সমন্বয়কারী বিমল চাকমা অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখতে হবে

    ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখতে হবে

    ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    আজ বুধবার (৩ জুন) অপরাহ্নে নগরীর আগ্রাবাদস্থ জাম্বুরি মাঠে ৬শ চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণকালে মেয়র এই আহবান জানিয়েছেন।

    এসময় মেয়রের একান্ত সচিব. সংগঠনের সভাপতি সেলিম মিয়া, তাজুল ইসলাম, কাজল ইসলাম, ওয়ালী আহমদ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

    মেয়র বলেন, সরকারের ঐক্যান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারিক। উপযুক্তরা ত্রাণ প্রাপ্তির আওতায় আসছে কিনা এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তা জরুরী। এইক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটলে জবাবদিহিতার সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই উদ্বুধ পরিস্থিতিতে যারা সেবা প্রদান করছেন তাদের সকল শারিরিক, পারিবারিক ও সামাজিক সুরক্ষায় চসিকের বিভিন্ন পর্যবেক্ষণ টীম দায়িত্বরত আছেন।

    তিনি বলেন, বেঁচে থাকার এই লড়াই কোন দলের বা গোষ্টির নয় সার্বজনিন। তাই দলীয় রাজনীতির কোন অবকাশ নাই। দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে জনকল্যাণে নিবেদিত হয়ে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে জীবন ও প্রকৃতির সুরক্ষা চাই।

    বৃহস্পতিবার চসিকের ৬টি করোনা ভাইরাস
    টেস্টিং বুধ উদ্বোধন

    আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে চসিকের প্রস্তুবিত ৬টি করোনা ভাইরাস টেস্টিং বুথের মধ্যে ২টি।

    এ লক্ষ্যে আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর দপ্তরে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

    এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্রাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    বৈঠকে কর্ণেল হাট করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিডি, প্রেস ক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনার পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় ।

    কাল বৃহস্পতিবার সকালে চট্টগাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনা ভাইরাস টেস্টিং বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে বাকী বুথ সমুহ চালু করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশে চরম ক্রান্তিকাল বিরাজ করছে:ডা.শাহাদাত

    দেশে চরম ক্রান্তিকাল বিরাজ করছে:ডা.শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের চরম ক্রান্তিকাল বিরাজ করছে। মানুষের মাঝে ঈদের আনন্দ নেই। সব শ্রেণী পেশার মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানবিক বিপর্যয় ঠেকাতে হলে দল মত নির্বিশেষে সবাইকে এই করোনা মহামারীর বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। বর্তমানে অনেক ফিল্ড হাসপাতাল দরকার। পাশাপাশি অনেক “আইসোলেশন সেন্টার ” এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ।

    তিনি আজ শুক্রবার (২২ মে) বিকালে বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনের সামনে প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ বিতরণ কালের এ কথা বলেন।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ড্যাব নেতা ডা. ইশা চৌধুরী, ডা.সাকির উর রশিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ডা.হাসানুল বান্না, ডা. ফাহাদ, ডা.নোমান, ডা.সায়েম, ডা. রিজভী, ডা. মিজান প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশে মহাদুর্যোগ চলছে, এই মহাদুর্যোগ সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে

    দেশে মহাদুর্যোগ চলছে, এই মহাদুর্যোগ সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে

    চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি বলেছেন, দেশে মহাদুর্যোগ চলছে, এই মহাদুর্যোগে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। সরকারি ত্রাণ সাধারণ জনগণের কাছে যাচ্ছে না, যাচ্ছে সরকারি দলীয় লোকদের কাছে। সাধারণ জনগণের অসহায়ত্বের কথা চিন্তা করে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।

    তিনি বলেন,করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় আজও সাধারণমানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখে ডা. শাহাদাত হোসেন দলের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা.শাহাদাত হোসেন আপনাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    তিনি আজ বৃহস্পতিবার (২১ মে) দুুুুুপুরে নগরীর প্রবর্তকস্থ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরীব অসহায় দুস্থদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপির সদস্য জাকির হোসেন, আকবরশাহ থানা বিএনপি’র সহ-সভাপতি মহসিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ নেতৃবৃন্দ।

    এর আগে ৩১ নং আলকরণ ওয়ার্ড়,১০ নং কাট্রলী ওয়ার্ডের, চট্টগ্রাম হালকা মোটর শ্রমিক দল, নগর মহিলা দল এবং বিভিন্ন পেশার নেতৃবৃন্দের কাছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ৬ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন সাংবাদিক জাহিদুল করিম কচি সহ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিন শিল্প অঞ্চলে আবুল হাশেম বক্করের পক্ষে ত্রাণ বিতরণ করলেন আবু মুসা

    আমিন শিল্প অঞ্চলে আবুল হাশেম বক্করের পক্ষে ত্রাণ বিতরণ করলেন আবু মুসা

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত, অসহায়,কর্মহীন,দরিদ্র মানুষের মাঝে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের পক্ষ থেকে ভালোবাসার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

    আজ (২০ মে ) বুধবার তিনি এসব বিতরণ করেন।

    আমিন শিল্প অঞ্চল ৪৩নং সাংগঠনিক ওর্য়াড বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা। প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রাজঁন খাঁন। বিশেষ অতিথি ছিলেন পাচঁলাইশ থানা বিএনপির সহ সভাপতি আবুল বশর,আমিন শিল্প অঞ্চল ৪৩নং সাংগঠনিক ওর্য়াড বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আশেক,সহ সাধারণ সম্পাদক মোঃ আলী,বিএনপির নেতা জাহাঙ্গীর আলম বাচা, চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সদস্য মোঃ হেলাল,মজনু মাঝি।

    এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মিজান, নুর ইসলাম, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওর্য়াড যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম উজ্জ্বল, নগর স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল হোসেন সানি, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওর্য়াড যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজা,৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওর্য়াড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ রানা,নগর তাঁতীদলের সদস্য ফারুক, মো. শামীম, শান্তি নগর ইউনিট যুবদলের সভাপতি কামাল, তাঁতীদল নেতা মোস্তফা, ছাত্রনেতা মো. জিল্লু, মো. সুমন, মো. রুবেল, মেহেদী হাসান বিপ্লব, আবু তাহের, ছাত্রনেতা মেহেদী আহম্মেদ (ইমন) প্রমূখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশের মানুষ আজ মহাসঙ্কটে:ডা.শাহাদাতের পক্ষে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিক কচি

    দেশের মানুষ আজ মহাসঙ্কটে:ডা.শাহাদাতের পক্ষে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিক কচি

    চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি বলেছেন,
    সারা বিশ্ব আজ করোনা মহামারীতে অসহায়। বাংলাদেশেও দিনদিন এর প্রকোপ দ্রুত বৃদ্ধি প পেয়ে হাজারের অধিক গড়িয়েছে। সাধারণ কর্মজীবী মানুষ দীর্ঘ সময় ঘরে বসে থাকার কারণে শ্রমিক, দিনমজুর মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। দেশের মানুষ আজ মহাসংকটে একদিকে করোনা অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান এর ৯ নং মহাবিপদ সংকেত এর মধ্যে আতংকে আছে।

    তিনি বলেন, এ অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় আজ পবিত্র লাইলাতুল কদরের দিনেও সাধারণমানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখে ডা. শাহাদাত হোসেন দলের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী পাশে দাঁড়িয়েছে। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে।

    তিনি আজ বুধবার (২০ মে) দুপুরে নগরীর প্রবর্তকস্ত ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরীব অসহায় দুস্থদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদক ডা.লুচি খান,
    ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রাবেয়া বেগম রাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শামীমা আক্তার, বিএনপি নেতা এম এ হালিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ নেতৃবৃন্দ।

    এর আগে ২৩ পাঠানটুলী ওয়ার্ড ও নগর মহিলা দল এবং বিভিন্ন পেশার নেতৃবৃন্দের কাছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন সাংবাদিক জাহিদুল করিম কচি সহ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • আম্পানে নগরবাসীকে নিরাপদ আশ্রয়ে যাবার আহবান বক্করের

    আম্পানে নগরবাসীকে নিরাপদ আশ্রয়ে যাবার আহবান বক্করের

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, করোনা দূর্যোগে মানুষ এমনিতেই দিশেহারা। তার উপর নতুন করে ঘুর্ণিঝড় আম্পান দুয়ারে কড়া নাড়ছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে সচেতন থাকতে হবে। ঘূর্ণিঝড় আসার আগেই উপকূলীয় এলাকাসহ চট্টগ্রাম নগরবাসীকে নিরাপদ স্থান ও এলাকার আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছি।

    তিনি বলেন, সরকার জনগণের কাছে পর্যাপ্ত খাদ্য পৌছাতে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ঘূর্ণিঝড়ে মানুষ দিশাহারা হয়ে পড়েছে। পাহাড়ে ঝূকি নিয়ে বসবাস করা নগরবাসীকে নিরাপদ নিয়ে যেতে হবে। সেখানে যেন শারীরিক দূরত্ব থাকে সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। না হলে করোনা ও আম্পান এ দুই দূর্যোগ এক হয়ে মানুষের মৃত্যু মিছিল আরো ঘনিভুত হবে। তার জন্য প্রশাসন ও সরকারকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, না হলে তার পুরোটার দায় নিতে হবে সরকারকে।

    তিনি আজ বুধবার (২০ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ড বিএনপির কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-যুব সম্পাদক আজাদ বাঙালী, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দীন লাতু, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শফি উল্লাহ, নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. নওশাদ, কোতোয়ালী থানা যুবদল নেতা মো. রিয়াদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • অসহায়দের পাশে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর তরুণ সংঘ/ অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণ

    অসহায়দের পাশে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর তরুণ সংঘ/ অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : মহামারি করোনায় দুর্যোগময় পরিস্থিতিতে এলাকার অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গ্রামের তরুণ সংঘ।

    আজ ২০ মে বুধবার সংগঠনটির উদ্দ্যেগে ২য় দফায় ত্রাণ বিতরণ সম্পন্ন করে। দক্ষিণ ধর্মপুর এলাকার ৬০টি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে সংগঠনটি।

    এর আগেও গত ১৮ মে সোমবার স্থানীয় ফরাঙ্গীখীল বড়ুয়া পাড়ার প্রায় ২০টি পরিবারের ঘরে ঘরে ত্রান পৌছে দিয়েছে সংগঠনের কর্মীরা।

    ধর্ম গোত্র সাম্প্রদায়িকতার উর্ধ্বে ওঠে মানবতার শপথ নিয়ে অসহায়দের পাশে দাড়িয়েছে তারা। তাদের ভালবাসার এাণ সামগ্রির মধ্যে রয়েছে মাছ, মাংস, আলু ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী।

    ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তরুন সংঘের উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব এ কে এম বখতেয়ার, নুরুল ইসলাম মানিক, তরুণ সংঘের সভাপতি মাওলানা শহিদুল্লাহ, মাষ্টার দুলাল, জাহাঙ্গীর কন্ট্রাক্টর, মুহাম্মদ নাজিম রেজভী, ভারপ্রাপ্ত সম্পাদক ওমর ফারুক আমান, ডা. আহমদ শরীফ মানিক, ইসমাইল হোসেন মাহিন, মোহাম্মদ সাইফুদ্দিন, মজাহারুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ রিয়াজ, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

    বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো পরিকল্পিতভাবে পালন করার আহবান জানিয়ে তরুণ সংঘের সভাপতি তরুণ সমাজসেবক মওলানা শহিদুল্লাহ বলেন, করোনার কারণে অনেক সচ্ছল পরিবারও কষ্টে দিনাতিপাত করছে। বিপদের এ মুহুর্তে আত্ম সম্মান বোধের কথা চিন্তা করে সাহায্যও চাইতে পারছেন না।

    তাদের কথা চিন্তা করে ফটিকছড়ির ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সামাজিক ও সেবা মুলক সংগঠন দক্ষিণ ধর্মপুর তরুন সংঘ ক্লাবের উদ্দ্যেগে ডোর টু ডোর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।

    অপরিকল্পিত উপায়ে সহায়তা কার্যক্রমের কারণে কোন পরিবার বারবার এাণ পাচ্ছে আবার কিছু পরিবারর একেবারেই এাণ পাচ্ছে না বলে বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো রিকল্পিতভাবে পালন করার আহবান জানিয়ছেন তিনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ: বক্কর

    জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ: বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে। করোনা সংক্রমণ দিন দিন বেড়ে মানুষ মৃত্যুর মুখে পড়লেও সরকার তা নিয়ে কোন প্রকার চিন্তিত না। আওয়ামী লীগ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে আজ তার মাশুল দিতে হচ্ছে। করোনা দূর্যোগের শুরু থেকে যদি করোনা নমুনা পরীক্ষা বৃদ্ধি করে পুরো দেশ লকডাউনের আওতায় আনলে করোনায় আক্রান্ত হয়ে এত মানুষের মৃত্যু হতো না। যে সকল মানুষ করোনা সংক্রমিত হয়েছে এবং মৃত্যু হয়েছে তাদের সকলের জীবনের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। করোনা দূর্যোগে স্বাস্থ্য খাতে ব্যর্থ হলেও ভোট চুরির মতো জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ ও ত্রাণ চুরিতে আওয়ামী লীগ পুরোপুরি সফল বলে মন্তব্য করেন তিনি।

    তিনি আজ মঙ্গলবার (১৯ মে) নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বেলাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আলম’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি এসএম আবুল ফয়েজ, চট্টগ্রাম মহানগর বিএনপি প্রশিক্ষণ সম্পাদক ও ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, থানা বিএনপির সহ সভাপতি মো. আজগর হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো: আজগর, সাংগঠনিক সম্পাদক মো: ফোরকান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর