Tag: ত্রাণ বিতরণ

  • করোনা মহামারীতে দেশের মানুষ আজ অসহায় : ডা. শাহাদাত

    করোনা মহামারীতে দেশের মানুষ আজ অসহায় : ডা. শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, করোনা মহামারীতে দেশের মানুষ আজ অসহায়। গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে সর্বোচ্চ ২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং আক্রান্ত হয়েছে ১২৫১ জন।

    তিনি বলেন,দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ থেকে ভয়াবহ রূপ নিচ্ছে। লকডাউন শিথিল হওয়ার কারণে জীবিকার সন্ধানে কর্মজীবী মানুষ রাস্তায় নামার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঐক্য বদ্ধ প্রয়াস ছাড়া কোন দল বা গোষ্ঠীর একার পক্ষে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। তাই সরকারকেই সকল দল ও মতকে একত্রে করে এক টেবিলে আনার উদ্যোগ নিতে হবে।

    তিনি আজ মঙ্গলবার (১৯ মে) ২১ নং জামালখান ওয়ার্ডের ধোপাপাড়া সনাতনী মা বোনদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।

    ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজারের অধিক গড়িয়েছে। তাই ঘর থেকে বের না হয়ে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখুন। আপনি বাঁচলেই আপনার পরিবারের বাঁচবে ।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
    ২৪ ঘণ্টা/এম আর

     

  • তথ্য গোপন ও সরকারের ভুল পদক্ষেপে দেশ আজ কঠিন পরিস্থিতিতে: শাহেদ

    তথ্য গোপন ও সরকারের ভুল পদক্ষেপে দেশ আজ কঠিন পরিস্থিতিতে: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন মুরাদপুরস্হ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে আজ ২৫ রমজান মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর সিএনজি চালক, অটো-রিক্সা চালক ও কর্মহীন মেহনতি মানুষের মাঝে।

    দীর্ঘদিন লকডাউনে নগরীর সিএনজি চালকেরা মানবেতর জীবন যাপন করছে।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা নিয়ে শুরু থেকে শাসকদল তথ্য গোপন করেছে। সরকার সঠিক প্রস্তুতি নিয়ে কার্যকরী পদক্ষেপ নিলে অবস্থা এমন হতো না। সারা বিশ্ব যখন মহামারীতে মানবিক আচরণ করতেছে আমাদের শাসকগোষ্ঠী ব্যস্ত লুটপাটে। এই দুঃসময়ে ইতালির মাফিয়ারাও মানুষের পাশে দাঁড়িয়েছে অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামধারী আওয়ামীলীগ ত্রাণ-অনুদান নগদ বরাদ্দ লুটপাটে মরিয়া। বিনা ভোটের অবৈধ সরকার সরকারী অর্থ নয়-ছয় করেই করোনা মোকাবেলা করতেছে। সরকারের সদিচ্ছা থাকলে গণস্বাস্থ্যের কিট নিয়ে এতো জল-ঘোলা করতো না। এখনও নাটক চলমান শাসকগোষ্ঠি চাইলেই গণস্বাস্হের কিট দিয়ে অনেক বেশি টেস্ট করতে পারতো। শুধু মাত্র কিট পাশের দেশ থেকে আমদানী করার জন্যই সরকার ধীরে চলো নীতিতে অনঢ়।

    তিনি বলেন,দেশের শীর্ষ স্থানীয় আকিজ শিল্প গ্রুপ বিনা পয়সায় করোনা চিকিৎসা দেওয়ার জন্য গণস্বাস্থ্যের ডাঃ জাফর উল্লাহর পরামর্শে ৩০০ বেডের অস্হায়ী হাসপতাল তৈরী করলো সম্পূর্ণ নিজ খরচে কিন্তু মুক্তিযোদ্ধা ডাঃ জাফর উল্লাহ্ সাহেবের রাজনৈতিক ভিন্ন পরিচয়ের অজুহাতে ঐ হাসপাতাল আর আলোর মুখ দেখিনি। সরকার চাইলে আরো ১ মাস আগেই হাসপাতালে সেবা চালু করতে প্রস্তুত ছিলো আকিজ গ্রুপ। উল্টো বসুন্ধরা গ্রুপের কনভেনশানে সরকার প্রায় ৪০ কোটি টাকা খরচ করে অস্হায়ী হাসপাতাল করলো তাও এখনো চালু করতে পারেনি। সরকারী অর্থ লুটপাটের বড় উদাহরণ আর কি হতে পারে ?

    শাহেদ বলেন, সামান্য চাউলের লোভ যে দল সামলাতে পারে না সেই আওয়ামীলীগের নেতাদের মুখে বিএনপি’র ত্রাণ বিতরণ নিয়ে সমালোচনা মানায় না। বিএনপি জনগণের দল। মানুষের পাশে ছিলো থাকবে-ইনশাআল্লাহ।

    তিনি এসময়, সবাইকে করোনা আক্রান্ত রোগীদের প্রতি মানবিক আচরণ করার অনুরোধ জানান। যে কেউ আক্রান্ত হতে পারেন কারণ বারো-আউলিয়ার পূণ্য ভূমি বীর চট্টলা আজ করোনার হট-স্পটে পরিণত হয়েছে।

    তিনি বলেন, সরকারের ভুল পদক্ষেপে মার্কেট, শিল্প, কল-কারখানা খুলে দেওয়ায় প্রিয় চট্টগ্রাম আজ করোনায় সয়লাভ।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ আলী সাকী, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, ওমর ফারুক, গুলজার হোসেন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম বাবু, সদস্য জাহেরী মাসুদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, সাহিদুল ইসলাম মাসুম, জাবেদ আলী, সৌরভ বড়ুয়া, মোঃ নাছির, জুনায়েদ রানা, হাসান তোফা, মোঃ জাবেদ, সোলাইমান মনা, শাহাদাত হোসেন, জাবেদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রাণ দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রাণ দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি:করোনার মধ্যেই কর্মহীন অভাবি মানুষের মাঝে ত্রান বিলিয়ে চলেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিদিনই কোন না কোন উপজেলায় ছুটে যাচ্ছেন ত্রান সামগ্রি নিয়ে।

    সোমবার (১৮ মে) জেলার পানছড়ির দুই ইউনিয়নের ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন।

    সোমবার দুপুরে জেলার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪‘শ নারী-পুরুষের মাঝে ত্রানের খাদ্যশষ্য বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    এর পর তিনি লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরো ৩শ পরিবারকে খাদ্যশষ্য চাল বিতরণ করেছেন।

    স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাই স্বউদ্যোগে টাকা তুলে ত্রান সামগ্রি বিতরণের ব্যবস্থা করেন। এর বাইরেও ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে আরো ৪শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

    ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এটা হলো ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

    তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ইচ্ছায় সারা দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। খাগড়াছড়িতে এমন ৬০ হাজার পরিবার নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি করোনাকালীন সময়ে সরকারের ব্যাপক পদক্ষেপের প্রশংসা করেছেন।

    ত্রান বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজির হোসেন ও প্রেস ক্লাব সভাপতি জেলা জয়নাথ দেব উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে: আবুল হাশেম বক্কর

    সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে: আবুল হাশেম বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে করোনা আক্রান্ত হলে বাঁচার আশায় হাসপাতালে দিকে ছুটছে। আর বাংলাদেশে হাসপাতাল থেকে করোনা রোগী পালাচ্ছে। হাসপাতাল থেকে রোগী পালানোর বিরল দৃষ্টান্ত শুধু বাংলাদেশে এই সরকারের।

    তিনি বলেন,লুটেরা সরকার সব লুটে নিয়েছে। চট্টগ্রামে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। সরকারি হাসপাতালে গিয়েও করোনার রোগীরা ভর্তি হতে পাচ্ছেনা। চট্টগ্রামে অধিকাংশ করোনা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নেই। হাসপাতালে রয়েছে অক্সিজেন সিলিন্ডার সংকট। নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য তারা করেছে ফ্লাইওভার। তারা তৈরি করেছে ক্যাসিনো। তাদের দলের নেতাদের অফিসে পাওয়া যায় হাজার হাজার কোটি টাকা। আর এসব হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তাদের দলীয় নেতাকর্মীরা।

    তিনি আজ সোমবার (১৮ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ডবিএনপির কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। অথচ জনগণের দেশের সংকটকালে গরীব দু:খী মানুষের জন্য রাষ্ট্রীয় বরাদ্ধকৃত ত্রাণ ও টাকা নিয়ে সরকার নয় ছয় করছে আ’লীগ, আত্মসাৎ করছে প্রতিদিন।

    এসময় উপস্থিত ছিলেন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিক চৌধুরী, সহ সভাপতি মো: আবদুর রহিম চৌধুল সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো: রাজন খাঁন, সহ সাধারণ সম্পাদক, মো: নওশাদ, মো : রিয়াদ, নগর ছাত্রদল নেতা মো: আনাছ, কামরুল কুতুবী প্রমুখ।
    ২৪ ঘণ্টা/এম আর

  • অর্থনীতির চাকা সচল থাকলে শ্রমিক বাঁচবে এবং দেশ ও জাতি বাঁচবে:চসিক মেয়র

    অর্থনীতির চাকা সচল থাকলে শ্রমিক বাঁচবে এবং দেশ ও জাতি বাঁচবে:চসিক মেয়র

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ . ম. নাছির উদ্দীন বলেছেন,করোনা ভাইরাস কবলিত আপদকালীন সময়ে আবাসন, সরকারি ও বেসরকারি স্থাপনা ও ইমারত নির্মাণ,সড়ক পরিবহন শ্রমিকেদের কাজ বন্ধ থাকায় নির্মাণ শ্রমিকদের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে।এই শ্রমিকরা সাধারণত দৈনিক ভিত্তিক মজুরী পান। তাই কাজ নেই তো মজুরীও নেই। কিন্তু ক্ষুধার আগুনতো দ্বিগুন হয়ে জ্বলে।

    তিনি বলেন,এই সত্যটি সরকার উপলব্ধি করে এবং লক-ডাউনের মধ্যেও সামর্থ্য অনুযায়ী আয়-রুজির সুযোগ দিয়েছে। কারণ কাউকে জোর করে ঘরে আটকে রেখে ক্ষুধার আগুন নেভানো অসম্ভব। যাদের জীবনমান শ্রমবিনিয়োগ নির্ভর। তাদের দৈনিক কাজ করেই চলতে হবে। সাধ্যমত অর্থনীতির চাকা সচল থাকলে শ্রমিক বাঁচবে তাদের নিয়েই দেশ ও জাতি বাঁচবে।

    মেয়র বলেন,এই করোনা ভাইরাসের সংক্রমনের তীব্রতা বিস্তার রোধে সামাজিক বা শারিরিক দূরত্ব বজায় রেখে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা সকলেই স্বাস্থ্যবিধি মেনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা সমূহ অক্ষরে অক্ষরে পালন করে এই সংকট উত্তরণে অগ্রণী ভূমিকা রাখবেন ।

    আজ সকালে সিটি মেয়র বিভিন্ন জায়গায় অসহায় শ্রমিক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী, সাবান ও মাক্স বিতরণ কালে সিটি মেয়র এসব কথা বলেন।

    বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ: বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এর ৬৫৭ শ্রমিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জল বিশ্বাস,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খোকন,মোহাম্মদ আলী আকবর,মো: বেলাল,মো: কাশেম,আব্দুল হালিম,মো: সোহেল প্রমুখ।

    চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি: চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ৪০০ সদস্যকে ভোগ্যপণ্য উপহার সামগ্রী ,সাবান ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: রেজাউল খান,মো: শহিদুল ইসলাম, মো: মোশারফ হোসেন খান,জামাল উদ্দীন ঝন্টু,মো: আবদুল সালাম,সিরাজুল ইসলাম প্রমুখ।

    চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন: চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে ৫শ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে আবদুল নবী লেদু, সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, নাসির উদ্দিন, আলাউদ্দিন , কামরুল হাসান জনি, বখতেয়ার, আবদুল হান্নান, জহির উদ্দীন ও আবদুর রহিম উপস্থিত ছিলেন।

    চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতির : চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতির ৪শ পরিবাবরের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতি ্ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম(লিটন), হেলাল উদ্দিন চৌধুরী, নুর রহমান, আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ডা.শাহাদাত দীর্ঘ তিন মাস ধরে গরীব অসহায়দের মাঝে ত্রাণ দিয়ে যাচ্ছেন:ভিপি নাজিম

    ডা.শাহাদাত দীর্ঘ তিন মাস ধরে গরীব অসহায়দের মাঝে ত্রাণ দিয়ে যাচ্ছেন:ভিপি নাজিম

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের পক্ষে ত্রাণ বিতরণ কালে ভিপি নাজিম উদ্দিন বলেছেন, চট্টগ্রামে বিএনপি’র মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন দীর্ঘ তিন মাস ধরে গরীব অসহায়দের মাঝে ত্রাণ দিয়ে যাচ্ছেন। সারাদেশে করোনা ভাইরাস এর প্রভাব বেড়েই চলছে।

    তিনি বলেন,সরকারি লকডাউন শীতল করার কারণে দিন দিন চট্টগ্রামে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। তাই সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকারকে এর মাশুল দিতে হবে। অন্যদিকে সাধারণমানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সরকারি ত্রাণ গরীব অসহায় দের ঘরে ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছে সরকার।

    তিনি বলেন, এ অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে প্রতিদিন সাধারণমানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখে ডা. শাহাদাত হোসেন দলের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী পাশে দাঁড়িয়েছেন।

    নাজিম বলেন,পবিত্র মাহে রমজানেও প্রতিদিন নগরীর তিন থেকে চারটি ওয়ার্ডে গরীব অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। দিন দিন করোনা পরিস্থিতি বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    তিনি আজ সোমবার (১৮ মে) দুপুরে নগরীর প্রবর্তকস্ত ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরীব অসহায় দুস্থদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফ মেহেদি, বায়েজিদ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, ১৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী(মারুফ), সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    এর আগে ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড, ১৬ নং চকবাজার ওয়ার্ড,৩ নং পাঁচলাইশ ওয়ার্ড ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড সহ সংবাদপত্র কম্পিউটার এসোসিয়েশন নেতৃবৃন্দের কাছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ৬ শতাধিক ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন ভিপি নাজিম উদ্দিনসহ উপস্থিত নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • আ’লীগ ত্রাণ কার্যক্রমে ডিজিটাল চুরিতে মেতে উঠেছে:বক্কর

    আ’লীগ ত্রাণ কার্যক্রমে ডিজিটাল চুরিতে মেতে উঠেছে:বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামীলীগ নেতারা এখন ডিজিটাল চুরিতে মেতে উঠেছে। এতদিন ত্রাণের চাল, ডাল, তেল চুরি করেই তারা ক্লান্ত হননি। আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা নতুন করে গরীবদের জন্য বিকাশে বরাদ্দকৃত অর্থও আত্মসাত করছে। তারা এক যুগ ধরে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার পর থেকে ভোট চুরির মতো উন্নয়নের বরাদ্দ থেকে শুরু করে ফুটপাতের ফকিরের অর্থ চুরি করছে। বর্তমানে করোনা ভাইরাসের উপসর্গ পরিবর্তনের মতো আওয়ামীলীগ ত্রাণ বিতরণের কৌশল পরিবতর্নের পাশাপাশি নিত্য নতুন চুরির কৌশল আবিষ্কার করছে। করোনা দূর্যোগেও তারা চুরি অব্যাহত রেখেছে।

    তিনি আজ রোববার (১৭ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ড বিএনপির কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক মো. আলী মিঠু, সহ-যুব সম্পাদক আজাদ বাঙালী, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দীন লাতু, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জুয়েল, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শফি উল্লাহ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশবাসী নয় আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে সব ত্রাণ-অনুদান, নগদ বরাদ্ধ: শাহেদ

    দেশবাসী নয় আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে সব ত্রাণ-অনুদান, নগদ বরাদ্ধ: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ২৩ রমজান রবিবার (১৭ মে) বিকালে নগরীর ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সরকারী সব সিদ্ধান্ত করোনা মোকাবেলায় বুমেরাং।বিনাভোটের সরকার আমলাদের উপর ভর দিয়ে করোনা মহামারী মোকাবেলায় ব্যস্ত আর লীগের নেতা-কর্মীরা ত্রাণ-অনুদান এমনকি নগদ ২৫০০ টাকা করে অসহায় মানুষের সহায়তার টাকা নিজেরাই নামে-বেনামে পকেটে পুড়ছে। এটাই শাসকদলের প্রকৃত চিত্র। মুখে উন্নয়ন আর অন্তরে লুটপাটের কুট-কৌশল। দেশের মানুষ ভালো নেই একদিকে মহামারী বিনা চিকিৎসা অন্যদিকে সরকারী ত্রাণের লুটপাটের মহোৎসব চলছে। মন্ত্রী, এমপিরা আজ অমাবস্যার চাঁদ, কোথাও খুজে পাওয়া যায় না এটাই কি করোনা প্রস্তুতি ? ফ্রন্ট লাইন যোদ্ধারা প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে না, সরকার নির্বাক। ভাবটা এমন দেশে কিছুই হচ্ছে না সব স্বাভাবিক। স্বাস্থ্য মন্ত্রী এখনও ভুল-বাল বক্তব্য দিয়ে যাচ্ছে এ যেন হীরক রাজার দেশ! স্বাস্থ্য খাতের বেহাল দশা একদিনে হয়নি শুধু উন্নয়ন আর উন্নয়নের নাম প্রচার আর লুটপাটেই ব্যস্ত শাসকদল।

    তিনি এসময় আরো বলেন, সামনে করোনা পরিস্থিতি আরো অবনতি হবে আমাদের সাহসের সাথে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ শেষ করতে হবে। করোনা রোগীদের প্রতি মানবিক আচরণ করতে হবে।

    প্রশাসনকে অনুরোধ জানান করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্য সবার টেস্ট যেন আরো দ্রুত সম্পন্ন করেন এতে করে মানসিকভাবে রোগী ও আক্রান্ত পরিবার একটু হলেও স্বস্তিবোধ করবেন।

    এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, সহ সম্পাদক আতিকুর রহমান, ইলিয়াস হাসান মন্জু, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, সাহেদ খান পারভেজ, এনামুল হক কামাল, এস এম শাহবাজ, মোঃ রফিক, মাসুদ আলম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • ৪০০ শতাধিক দুস্থ ও সাধারণ মানুষের মাঝে দীপ্তির ইফতার বিতরণ

    ৪০০ শতাধিক দুস্থ ও সাধারণ মানুষের মাঝে দীপ্তির ইফতার বিতরণ

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি “করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার কাছে পবিত্র মাহে রমজানের ওসিলায় খাস রহমত কামনা করেন”।

    তিনি আজ চট্টগ্রাম মহানগরীর গরীবুল্লাহশাহ মাজার এলাকায় খুলশী থানা ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে ৪০০ শতাধিক দুস্থ ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

    এ সময় তিনি বলেন, মহান আল্লাহর প্রতিদান লাভে মহামারিমুক্ত বাংলাদেশ সহ বিশ্বমানবতায় কামনায় হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আল্লাহর সাহায্য কামনা করতে হবে। একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সচেতন, পরিস্কার পরিচ্ছন্ন এবং ঘরে অবস্থান করতে হবে।

    দীপ্তি বলেন,পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি। বিশেষ করে এই বছর যেহেতু গোটা বিশ্বকে বিপদাপদ ঘিরে রেখেছে, এই কারণে আমাদের দোয়ার মাত্রা আরও বাড়িয়ে দেওয়া উচিত। বিশেষ করে ইফতারের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া অন্য কোনো কাজে ব্যয় না করি। কারণ মহান আল্লাহ ইফতারের সময় বান্দার দোয়া কবুল করেন।

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম মহানগর যুবদলের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ সেবামূলক কর্মসূচির ধারাবাহিকতায় উক্ত ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, সহ সম্পাদক মাহবুবুর রহমান, সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম মোল্লা, খুলশী থানা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল আলম, মোঃ জাবেদ, মোঃ আলী আবু হানিফ, নাসির উদ্দিন পিন্টু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, থানা সদস্য শফিকুল ইসলাম, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সজিব, কামাল শিকদার, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মোঃ বাদল, আজমীর হোসেন, মাহবুবুল আলম রাশেদ, জাহিদুল করিম, সদস্য আজাদ মানিক জাবেদ, আক্কাসসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম বরদাস্ত করা হবে না : কাদের

    ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম বরদাস্ত করা হবে না : কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

    তিনি বলেন, ‘ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোন ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে দলীয় পরিচয়ে হলেও রেহাই পাবে না।’

    ওবায়দুল কাদের আজ শনিবার রাজধানী ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

    সড়ক পরিবহন মন্ত্রী সংসদ ভবনস্থ তার সরকারি বাসা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল ভাবে কাজ করে যাচ্ছে। তাই, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রনয়নে কোন ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না।

    তিনি বলেন, যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দেওয়া হবে।

    ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তাই, পরিস্থিতি অবনতিশীল যাতে না হতে পাওে সেজন্য শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভীড় তৈরি করা থেকে বিরত থাকুন।

    তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে, এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে। তাই, আমাদের সবাইকে শতর্ক থাকতে হবে।

    অসহায় মানুষকে সহযোগিতা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতা-কর্মীরা জীবনবাজি রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা এ কার্যক্রম অব্যাহত রাখুন। যাতে দেশের মানুষ না খেয়ে কষ্ট না পায়।

    এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নিউ শহীদ লেইনের অসহায়দের মাঝে দীপ্তির খাদ্য সামগ্রী বিতরণ

    নিউ শহীদ লেইনের অসহায়দের মাঝে দীপ্তির খাদ্য সামগ্রী বিতরণ

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ মে) নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের নিউ শহীদ লেইন এলাকায় অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    এসময় দীপ্তি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তার নামে আওয়ামী লীগের লোকজন ও তাদের আত্মীয়-স্বজনরা একই মোবাইল নম্বর শতশত বার ব্যবহার করে জনগণের অর্থ লোপাট করেছে, জাতির সংকটময় মুহূর্তে বিপাকে পড়া মানুষদের সাথে এই অনিয়ম অত্যন্ত দুঃখজনক।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ৫০ লক্ষ মানুষকে আড়াই হাজার টাকা করে দেবেন।
    কিন্তু আওয়ামী লীগের লোকজন একই মোবাইল নম্বর ব্যবহার করে ২৫০০ টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে!
    এটা কি ভন্ডামি নয়? গরীব মানুষের সাথে প্রতারণা নয়? এরকম পরিস্থিতিতে এদেশের গরীব, অসহায়,কর্মহীন মানুষদের দিনযাপন করতে হচ্ছে।

    এই সরকার সংকট সমাধান করে না সংকট সৃষ্টি করে। সংকট সমাধান করলে ত্রাণ লুটপাট হতো না। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করতে পারত না। লকডাউন শিথিল করে সারাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে দিতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। প্রতিদিন হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে।আগে প্রতিরোধ করার ব্যবস্থা ছিল সরকার তা করেনি। সরকার করোনাভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

    এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি আজমুল হুদা রিংকু, খুলশী থানা যুবদলের আহ্বায়ক মোঃ হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের সদস্য মোঃ আব্দুল করিম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ, যুগ্ম আহ্বায়ক আজিজ চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, শহীদ লেইন ইউনিট বিএনপি নেতা মিজানুর রহমান, আকবরশাহ থানা যুবদল নেতা ইব্রাহীম খলিল সবুজ, দেশী রুবেল, নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সভাপতি মোঃ মামুন, সিঃ সহ-সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল, নয়ন, রকি, আকবরশাহ ইউনিট যুবদলের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন সাদ্দাম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ মিনহাজ উদ্দিন রাব্বিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানের উরকিরচরে ত্রাণ বিতরন করলেন সাংসদ ফজলে করিম

    রাউজানের উরকিরচরে ত্রাণ বিতরন করলেন সাংসদ ফজলে করিম

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব হতে রক্ষা পেতে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতৃর্ক খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আজ শনিবার (১৬ মে) উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর ।

    বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ত্রিদীপ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, মোহাম্মদ সরওয়ারুল আলম, এস এম জাহাংগীর আলম সুমন,সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, শেখ মফিজুর রহমান,উৎপল মহাজন অরুন,ইউ পি সদঙ,ফাতেমা খাতুন, সৈয়দ নাছির উদ্দীন ,মাহবুল আলম,কাউছার আলম ,রফিকুল ইসলাম , নুরুল আবছার, মোঃসেলিম ,জানে আলম, অমিত বডুয়া,তাপস বডুয়া, যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম, সাজেদুল করিম, সাইফুদ্দীন সাইফ, আরমান হোসেন,রবিউল হোসেন আরিফ,মোঃ সালাউদ্দীন, নুরুল আজিম জুয়েল, এমরান হোসেন মনির, আব্দুল আজিম মুন্না,আলী হায়দার শাহ, জাহেদুল আলম, আরিফুল ইসলাম,লোকমান আনছারী,আমির পারভেজ,সাইদুল হক,দেলোয়ার হোসেন শুভ,রাজু শাহ,সন্জয় চৌধুরী,মোহাম্মদ আজম প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, বৈশ্বিক এই মহামারী মোকাবেলায় খাদ্য সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য অনাবাদি জমি চাষ করতে সরকারী সবধরনের সহযোগিতা প্রদান করবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ এ দুর্যোগ মহামারী হতে দেশকে রক্ষা করতে হবে।

    তিনি সরকার নির্দেশিত সকল বিধি নিষেধ মেনে চলার জন্য জনগনের অনুরোধ জানান।

    পরে প্রধান অতিথি ১২০০ ঔ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম